অনলাইন ডেস্ক
মার্কিন পররাষ্ট্র দপ্তর স্টেট ডিপার্টমেন্টের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক ব্যুরো (পিআরএম) এখন থেকে বিদেশে দুর্যোগ মোকাবিলায় নেতৃত্ব দেবে। এর আগে এই কাজটি করত ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)। ট্রাম্প প্রশাসন ইউএসএআইডি ভেঙে দেওয়ায় এই পরিবর্তন আনা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বিশেষজ্ঞরা বলছেন, পিআরএম-এর এই কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও কর্মী নেই। রয়টার্স এক অভ্যন্তরীণ তারবার্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই পরিবর্তনের ফলে মিয়ানমারে সাম্প্রতিক ভূমিকম্পের মতো দুর্যোগে যুক্তরাষ্ট্রের সাড়া দিতে দেরি হতে পারে।
ইউএসএআইডি-এর মানবিক সহায়তা ব্যুরো এবং ইউএস ফরেন ডিজাস্টার রিলিফ অফিসে প্রায় ৫২৫ জন বিশেষজ্ঞ কাজ করতেন। কিন্তু পিআরএম এদের মধ্যে মাত্র ২০ জনকে নিয়োগ দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, এই সংখ্যা পর্যাপ্ত নয় এবং পিআরএম-এর নেতৃত্বের বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় কোনো ধারণা নেই।
মানবাধিকার সংগঠন রিফিউজিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট জেরেমি কোনিন্ডিক বলেছেন, ‘পিআরএম কোনো অপারেশনাল সংস্থা নয়। তারা গুরুত্বপূর্ণ কাজ করে, কিন্তু এটি তাদের কাজ নয়।’ তিনি সতর্ক করে বলেছেন, আসন্ন ক্যারিবীয় ঘূর্ণিঝড় মৌসুমে যুক্তরাষ্ট্র অতীতের মতো দ্রুততার সঙ্গে দুর্যোগ সহায়তা দল পাঠাতে পারবে না। কোনিন্ডিক এর আগে ইউএস ফরেন ডিজাস্টার রিলিফ অফিসের পরিচালক ছিলেন।
গত ২৫ মার্চ মিয়ানমারে এক মারাত্মক ভূমিকম্পের পর ট্রাম্প প্রশাসন দেরিতে ও অপর্যাপ্ত সাড়া দেওয়ায় অনেক বিশেষজ্ঞ সমালোচনা করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবশ্য এই সমালোচনা প্রত্যাখ্যান করে বলেছেন, মিয়ানমার একটি কঠিন জায়গা এবং সেখানকার সামরিক জান্তা যুক্তরাষ্ট্রকে পছন্দ করে না। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রই বেশির ভাগ আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রদান করে থাকে।
এক তারবার্তায় বলা হয়েছে, পিআরএম-এর অনুমোদন পেলে প্রাথমিকভাবে ১ লাখ ডলার পর্যন্ত ত্রাণ দেওয়া যেতে পারে। অতিরিক্ত সাহায্যের জন্য অন্যান্য স্টেট ডিপার্টমেন্ট অফিসের সঙ্গে আলোচনা করা হবে। ইউএসএআইডি ভেঙে ফেলার কারণে হাজার হাজার ঠিকাদারকে ছাঁটাই করা হয়েছে। প্রায় ১০ হাজার কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে এবং তাদের চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। বিলিয়ন বিলিয়ন ডলারের জীবন রক্ষাকারী কর্মসূচিও বাতিল করা হয়েছে, যা লাখ লাখ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ছিল।
কোনিন্ডিক সতর্ক করে বলেছেন, ডিএআরটিএস-এর কার্যপদ্ধতি পিআরএম-তে নকল করা সম্ভব নয়। তিনি বলেন, ‘তারা কেবল একটি ‘পটেমকিন ডিএআরটি’ বা ছোট আকারের ডিএআরটি তৈরি করার চেষ্টা করছে।’ এই পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে বড় ধরনের দুর্যোগে যুক্তরাষ্ট্রের সাড়াদানের সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর স্টেট ডিপার্টমেন্টের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক ব্যুরো (পিআরএম) এখন থেকে বিদেশে দুর্যোগ মোকাবিলায় নেতৃত্ব দেবে। এর আগে এই কাজটি করত ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)। ট্রাম্প প্রশাসন ইউএসএআইডি ভেঙে দেওয়ায় এই পরিবর্তন আনা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বিশেষজ্ঞরা বলছেন, পিআরএম-এর এই কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও কর্মী নেই। রয়টার্স এক অভ্যন্তরীণ তারবার্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই পরিবর্তনের ফলে মিয়ানমারে সাম্প্রতিক ভূমিকম্পের মতো দুর্যোগে যুক্তরাষ্ট্রের সাড়া দিতে দেরি হতে পারে।
ইউএসএআইডি-এর মানবিক সহায়তা ব্যুরো এবং ইউএস ফরেন ডিজাস্টার রিলিফ অফিসে প্রায় ৫২৫ জন বিশেষজ্ঞ কাজ করতেন। কিন্তু পিআরএম এদের মধ্যে মাত্র ২০ জনকে নিয়োগ দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, এই সংখ্যা পর্যাপ্ত নয় এবং পিআরএম-এর নেতৃত্বের বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় কোনো ধারণা নেই।
মানবাধিকার সংগঠন রিফিউজিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট জেরেমি কোনিন্ডিক বলেছেন, ‘পিআরএম কোনো অপারেশনাল সংস্থা নয়। তারা গুরুত্বপূর্ণ কাজ করে, কিন্তু এটি তাদের কাজ নয়।’ তিনি সতর্ক করে বলেছেন, আসন্ন ক্যারিবীয় ঘূর্ণিঝড় মৌসুমে যুক্তরাষ্ট্র অতীতের মতো দ্রুততার সঙ্গে দুর্যোগ সহায়তা দল পাঠাতে পারবে না। কোনিন্ডিক এর আগে ইউএস ফরেন ডিজাস্টার রিলিফ অফিসের পরিচালক ছিলেন।
গত ২৫ মার্চ মিয়ানমারে এক মারাত্মক ভূমিকম্পের পর ট্রাম্প প্রশাসন দেরিতে ও অপর্যাপ্ত সাড়া দেওয়ায় অনেক বিশেষজ্ঞ সমালোচনা করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবশ্য এই সমালোচনা প্রত্যাখ্যান করে বলেছেন, মিয়ানমার একটি কঠিন জায়গা এবং সেখানকার সামরিক জান্তা যুক্তরাষ্ট্রকে পছন্দ করে না। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রই বেশির ভাগ আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রদান করে থাকে।
এক তারবার্তায় বলা হয়েছে, পিআরএম-এর অনুমোদন পেলে প্রাথমিকভাবে ১ লাখ ডলার পর্যন্ত ত্রাণ দেওয়া যেতে পারে। অতিরিক্ত সাহায্যের জন্য অন্যান্য স্টেট ডিপার্টমেন্ট অফিসের সঙ্গে আলোচনা করা হবে। ইউএসএআইডি ভেঙে ফেলার কারণে হাজার হাজার ঠিকাদারকে ছাঁটাই করা হয়েছে। প্রায় ১০ হাজার কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে এবং তাদের চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। বিলিয়ন বিলিয়ন ডলারের জীবন রক্ষাকারী কর্মসূচিও বাতিল করা হয়েছে, যা লাখ লাখ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ছিল।
কোনিন্ডিক সতর্ক করে বলেছেন, ডিএআরটিএস-এর কার্যপদ্ধতি পিআরএম-তে নকল করা সম্ভব নয়। তিনি বলেন, ‘তারা কেবল একটি ‘পটেমকিন ডিএআরটি’ বা ছোট আকারের ডিএআরটি তৈরি করার চেষ্টা করছে।’ এই পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে বড় ধরনের দুর্যোগে যুক্তরাষ্ট্রের সাড়াদানের সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
সিরিয়ায় দ্রুজ জনগোষ্ঠী-অধ্যুষিত সুয়েইদা প্রদেশে ৬ দিনের সহিংসতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এদিকে দ্রুজ গোষ্ঠীকে রক্ষার নামে ওই অঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। এ পরিস্থিতিতে ওই প্রদেশে আবার সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ইসলামপন্থী সরকার।
৬ ঘণ্টা আগেবোস্টনের জিলেট স্টেডিয়ামে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের কনসার্টে তখন সুর ও রোমাঞ্চের ঢেউ। কনসার্টের ‘কিস-ক্যাম’-এ একে একে ভেসে উঠছিল তরুণ-তরুণীদের উচ্ছ্বাস। এভাবেই এই ক্যামেরায় ধরা পড়েন প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘অ্যাস্ট্রোনমার’-এর সিইও অ্যান্ডি বায়রন ও সংস্থাটির চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট।
৮ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৫০ শতাংশ শুল্ক আরোপের কড়া সমালোচনা করে তা প্রতিরোধের অঙ্গীকার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘ব্রাজিল কোনো কিছু চাপিয়ে দেওয়া মেনে নেবে না। আমরা আলোচনায় বিশ্বাসী, জবরদস্তিতে নয়।’
৯ ঘণ্টা আগেপালাতে পারেন—এমন আশঙ্কায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর গোড়ালিতে ইলেকট্রিক ট্যাগ লাগিয়েছে দেশটির ফেডারেল পুলিশ। এর আগে তাঁর বাসভবনে অভিযান চালিয়ে পাসপোর্টও জব্দ করা হয়েছে।
১০ ঘণ্টা আগে