যুক্তরাষ্ট্রে শীর্ষ লটারি গেম পাওয়ারবলের এই সপ্তাহান্তে বিশ্বের সবচেয়ে বড় ড্র হয়েছে। গত তিন মাস ধরে কোনো বিজয়ী না পাওয়ায় শনিবারের ড্রতে পাওয়ারবল জ্যাকপট পুরস্কার ১৬০ কোটি ডলারে দাঁড়ায়।
অংশগ্রহণকারীরা হারতে থাকায় পাওয়ারবল জ্যাকপটের পরিমাণ বেড়েই চলেছে। বর্ধিত এই জ্যাকপট যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম পুরস্কার হিসেবে বিবেচিত। এর আগের বৃহত্তম পুরস্কারটি ছিল ১৫৮ কোটি ৬০ লাখ ডলারের পাওয়ারবল জ্যাকপট। ২০১৬ সালে তিনজন যৌথভাবে ওই পুরস্কার জেতেন।
বিবিসির খবরে বলা হয়, ছয়টি নম্বরই মিলিয়ে লটারির সর্বোচ্চ পুরস্কারটি কেউ পেয়েছেন এমন ঘটনার পর প্রায় তিন মাস পার হয়েছে। গত ৩ আগস্ট পেনসিলভানিয়ার এক ব্যক্তি জ্যাকপটে ২০ কোটি ৬৯ লাখ ডলার জেতেন। প্রতি ২৯ কোটি ২২ লাখ টিকিটে মাত্র একটি টিকিটেরই পাওয়ারবলে জ্যাকপট বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকে।
১৯৯২ সালে চালু হওয়া এই গেমে যুক্তরাষ্ট্রের ৪৫টি অঙ্গরাজ্যে পাওয়ারবল লটারি খেলা যায়। এ ছাড়া ওয়াশিংটন ডিসি, পুয়ের্তো রিকো ও ভার্জিন আইল্যান্ডস থেকেও পাওয়ারবলে অংশগ্রহণ করা যায়। লোট্টোস্মাইলডটইন ওয়েবসাইট থেকে অনলাইনেও কেনা যায় লটারির টিকিট।
নিউজার্সির এনজেডটকমের প্রতিবেদনে জানা যায়, শনিবার রাতের জ্যাকপট নম্বর ৬৯, ৫৩, ৪৫, ৫৬, ২৮। তবে লটারির ফলাফল এখনো জানা যায়নি। এবারও কেউ জিততে না পারলে আবারও ড্র অনুষ্ঠিত হবে।
পাওয়ারবল জানায়, পুরস্কারের আনুমানিক মূল্য ১০০ কোটি ডলার। তবে পুরস্কারে পাওয়া অর্থ বার্ষিক কিস্তিতে নিতে হবে। যদিও বিজয়ীরা নগদ অর্থ গ্রহণ করতেই বেশি ইচ্ছুক হন। সে ক্ষেত্রে পুরস্কারের নগদ মূল্য আনুমানিক ৭৮ কোটি ২৪ লাখ ডলার। তবে টিকিট বিক্রি বেড়ে যাওয়ায় জ্যাকপটের পরিমাণ ৮০ কোটি ডলার ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রে শীর্ষ লটারি গেম পাওয়ারবলের এই সপ্তাহান্তে বিশ্বের সবচেয়ে বড় ড্র হয়েছে। গত তিন মাস ধরে কোনো বিজয়ী না পাওয়ায় শনিবারের ড্রতে পাওয়ারবল জ্যাকপট পুরস্কার ১৬০ কোটি ডলারে দাঁড়ায়।
অংশগ্রহণকারীরা হারতে থাকায় পাওয়ারবল জ্যাকপটের পরিমাণ বেড়েই চলেছে। বর্ধিত এই জ্যাকপট যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম পুরস্কার হিসেবে বিবেচিত। এর আগের বৃহত্তম পুরস্কারটি ছিল ১৫৮ কোটি ৬০ লাখ ডলারের পাওয়ারবল জ্যাকপট। ২০১৬ সালে তিনজন যৌথভাবে ওই পুরস্কার জেতেন।
বিবিসির খবরে বলা হয়, ছয়টি নম্বরই মিলিয়ে লটারির সর্বোচ্চ পুরস্কারটি কেউ পেয়েছেন এমন ঘটনার পর প্রায় তিন মাস পার হয়েছে। গত ৩ আগস্ট পেনসিলভানিয়ার এক ব্যক্তি জ্যাকপটে ২০ কোটি ৬৯ লাখ ডলার জেতেন। প্রতি ২৯ কোটি ২২ লাখ টিকিটে মাত্র একটি টিকিটেরই পাওয়ারবলে জ্যাকপট বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকে।
১৯৯২ সালে চালু হওয়া এই গেমে যুক্তরাষ্ট্রের ৪৫টি অঙ্গরাজ্যে পাওয়ারবল লটারি খেলা যায়। এ ছাড়া ওয়াশিংটন ডিসি, পুয়ের্তো রিকো ও ভার্জিন আইল্যান্ডস থেকেও পাওয়ারবলে অংশগ্রহণ করা যায়। লোট্টোস্মাইলডটইন ওয়েবসাইট থেকে অনলাইনেও কেনা যায় লটারির টিকিট।
নিউজার্সির এনজেডটকমের প্রতিবেদনে জানা যায়, শনিবার রাতের জ্যাকপট নম্বর ৬৯, ৫৩, ৪৫, ৫৬, ২৮। তবে লটারির ফলাফল এখনো জানা যায়নি। এবারও কেউ জিততে না পারলে আবারও ড্র অনুষ্ঠিত হবে।
পাওয়ারবল জানায়, পুরস্কারের আনুমানিক মূল্য ১০০ কোটি ডলার। তবে পুরস্কারে পাওয়া অর্থ বার্ষিক কিস্তিতে নিতে হবে। যদিও বিজয়ীরা নগদ অর্থ গ্রহণ করতেই বেশি ইচ্ছুক হন। সে ক্ষেত্রে পুরস্কারের নগদ মূল্য আনুমানিক ৭৮ কোটি ২৪ লাখ ডলার। তবে টিকিট বিক্রি বেড়ে যাওয়ায় জ্যাকপটের পরিমাণ ৮০ কোটি ডলার ছাড়িয়েছে।
২০২৪ সালের আগে টেসলার ইতিহাসে মাত্র একবার ত্রৈমাসিক বিক্রি কমতে দেখা গিয়েছিল। কিন্তু এখন পরপর দুটি ত্রৈমাসিক প্রতিবেদনে টেসলার বিক্রিতে পতন ঘটেছে। দ্বিতীয় ত্রৈমাসিকে টেসলার বিক্রি গত বছরের তুলনায় ১৩.৫ শতাংশ কমে গেছে।
৪ ঘণ্টা আগেজলবায়ু পরিবর্তনের দায়ে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে বলে রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। আজ বুধবার এক ঐতিহাসিক রায়ে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানান, অতীতের কার্বন নিঃসরণসহ জলবায়ু সংকটে দায়বদ্ধতার বিষয়টি বিচারযোগ্য হলেও কোন দেশ কতটা দায়ী, তা নি
৫ ঘণ্টা আগেহামাসের প্রয়াত শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের স্ত্রী সামার আবু জামার গাজা থেকে পালিয়ে তুরস্কে গিয়ে আবারও বিয়ে করেছেন। গাজা থেকে পাওয়া একটি সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট’ এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা করার অভিযোগে সত্তরোর্ধ্ব এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ওই নারী কেন্দ্রীয় ইসরায়েলের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে