Ajker Patrika

মাস্কের জরিপে কমলার চেয়ে বড় ব্যবধানে এগিয়ে ট্রাম্প

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৬: ৩৩
মাস্কের জরিপে কমলার চেয়ে বড় ব্যবধানে এগিয়ে ট্রাম্প

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসকে নিয়ে একটি জরিপ চালিয়েছিলেন ধনকুবের ইলন মাস্ক। সেই জরিপে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ভূমিধস ব্যবধানে পেছনে ফেলেছেন। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এক্সের মালিক ইলন মাস্কের চালু করা জরিপে ৫৮ লাখ ৪৬ হাজার ৮৯১ জন এক্স ব্যবহারকারী ভোট দেন। ভোটের ফলাফলে দেখা গেছে, এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন ৭৩ শতাংশ ব্যবহারকারী এবং কমলা হ্যারিসের পক্ষ নিয়েছেন মাত্র ২৭ শতাংশ ব্যবহারকারী। 

এদিকে, দিন কয়েক আগেই মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ এবং জরিপ পরিচালনাকারী সংস্থা ইপসস পরিচালিত এক জরিপে দেখা গেছে, মার্কিন ভোটারদের মধ্যে ট্রাম্পের চেয়ে কমলার জনপ্রিয়তা বেশি। জরিপ অনুসারে, বিরোধী দল রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস অন্তত ৪ পয়েন্ট এগিয়ে আছেন। কমলা পেয়েছেন জরিপে অংশগ্রহণকারীদের ৪৯ শতাংশের সমর্থন এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৫ শতাংশ সমর্থন। 

এর আগে, একাধিক জরিপে ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসের চেয়ে মাত্র ১ বা ২ পয়েন্ট পিছিয়ে ছিলেন। এই প্রথম কমলা ও ট্রাম্পের মধ্যে ব্যবধান অনেকটাই স্পষ্ট হয়ে উঠল। এই জরিপে অন্য প্রার্থীদের মধ্যে রবার্ট এফ কেনেডিও কিছু ভোট পেয়েছেন। তবে তা খুবই সামান্য। 

এর আগে, গত জুলাইয়ের শেষ দিকে বার্তা সংস্থা রয়টার্স ও ইপসস পরিচালিত আরেক জরিপে দেখা গিয়েছিল, কমলার প্রতি ৪৪ শতাংশ এবং ট্রাম্পের প্রতি ৪২ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন। অর্থাৎ এখানেও কমলা হ্যারিস ট্রাম্পের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে ছিলেন। 

তার আগে, ১৫ ও ১৬ জুলাই রয়টার্স বা ইপসসের এক জরিপে কমলা এবং ট্রাম্পের প্রতি ৪৪ শতাংশ ভোটার জনসমর্থন জানিয়েছিলেন। তার আগে ১ ও ২ জুলাইয়ের জরিপে ট্রাম্প কমলার চেয়ে মাত্র ১ শতাংশ ব্যবধানে এগিয়েছিলেন। 

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে রিপাবলিকান পার্টি মনোনীত প্রার্থী সাবেক ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেওয়ার পরিকল্পনা করেছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, রবার্ট এফ কেনেডি জুনিয়রে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের মধ্যে খুব সামান্য করে হলেও ক্রমেই জায়গা করে নিচ্ছিলেন। বিপরীতে ট্রাম্পের চেয়ে ক্রমেই এগিয়ে যাচ্ছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। ফলে, রবার্ট এফ কেনেডি জুনিয়র নিজের প্রার্থিতা প্রত্যাহার করে ট্রাম্পকে সমর্থন দিলে সেটি ট্রাম্পের জন্য ইতিবাচক হয়েই দেখা দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত