অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি দাতব্য সংস্থার তহবিল সংগ্রহে সহায়তা করতে একটি লাঞ্চের ঘোষণা দিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা ধনী ওয়ারেন বাফেট। আর এই ঘোষণা অনুসারে বাফেটের সঙ্গে লাঞ্চ করতে ১৯ মিলিয়ন ডলারেরও বেশি দান করার ঘোষণা দিয়েছেন এক ব্যক্তি। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার বাফেটের সঙ্গে লাঞ্চের জন্য অপর ব্যক্তি খুঁজে নেওয়ার জন্য একটি নিলামের আয়োজন করা হয়। আর সেই নিলাম থেকেই পাওয়া যায় সেই ব্যক্তিকে। সান ফ্রান্সিসকোর টেন্ডারলিয়নের দাতব্য সংস্থা গ্লাইডের জন্য তহবিল সংগ্রহেই এই লাঞ্চের ঘোষণা দেন ওয়ারেন বাফেট।
সান ফ্রান্সিসকোর ওই দাতব্য প্রতিষ্ঠানটি দরিদ্র, গৃহহীন এবং যাঁরা ক্রমাগত বিভিন্ন ধরনের নির্যাতন-নিগ্রহের শিকার হন তাঁদের সহায়তা করে থাকে। এ ছাড়া প্রতিষ্ঠানটি খাদ্য, বাসস্থান সহায়তাও দিয়ে থাকে। এমনকি, এইচআইভি, হেপাটাইটিস সি পরীক্ষা এবং শিশুদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণও দেয়।
বহুজাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী এরই মধ্যে ২০২০ সাল থেকে ২০টি নিলামের আয়োজন করে। এসব নিলামের মাধ্যমে তিনি গ্লাইডের জন্য প্রায় ৫৩ দশমিক ২ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করে দিয়েছেন।
ওয়ারেন বাফেট তাঁর প্রয়াত প্রথম স্ত্রী সুসানের হাত ধরে গ্লাইডের সঙ্গে পরিচিত হন। সুসান গ্লাইডের সঙ্গে কাজ করতেন স্বেচ্ছাসেবী হিসেবে। পরে ২০০৪ সালে সুসান মারা যাওয়ার পরও বাফেট গ্লাইডকে সহায়তা করতে থাকেন।
ওয়ারেন বাফেট বর্তমানে ৯৩ দশমিক ৪ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ নিয়ে বিশ্বের সপ্তম সেরা ধনী।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি দাতব্য সংস্থার তহবিল সংগ্রহে সহায়তা করতে একটি লাঞ্চের ঘোষণা দিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা ধনী ওয়ারেন বাফেট। আর এই ঘোষণা অনুসারে বাফেটের সঙ্গে লাঞ্চ করতে ১৯ মিলিয়ন ডলারেরও বেশি দান করার ঘোষণা দিয়েছেন এক ব্যক্তি। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার বাফেটের সঙ্গে লাঞ্চের জন্য অপর ব্যক্তি খুঁজে নেওয়ার জন্য একটি নিলামের আয়োজন করা হয়। আর সেই নিলাম থেকেই পাওয়া যায় সেই ব্যক্তিকে। সান ফ্রান্সিসকোর টেন্ডারলিয়নের দাতব্য সংস্থা গ্লাইডের জন্য তহবিল সংগ্রহেই এই লাঞ্চের ঘোষণা দেন ওয়ারেন বাফেট।
সান ফ্রান্সিসকোর ওই দাতব্য প্রতিষ্ঠানটি দরিদ্র, গৃহহীন এবং যাঁরা ক্রমাগত বিভিন্ন ধরনের নির্যাতন-নিগ্রহের শিকার হন তাঁদের সহায়তা করে থাকে। এ ছাড়া প্রতিষ্ঠানটি খাদ্য, বাসস্থান সহায়তাও দিয়ে থাকে। এমনকি, এইচআইভি, হেপাটাইটিস সি পরীক্ষা এবং শিশুদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণও দেয়।
বহুজাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী এরই মধ্যে ২০২০ সাল থেকে ২০টি নিলামের আয়োজন করে। এসব নিলামের মাধ্যমে তিনি গ্লাইডের জন্য প্রায় ৫৩ দশমিক ২ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করে দিয়েছেন।
ওয়ারেন বাফেট তাঁর প্রয়াত প্রথম স্ত্রী সুসানের হাত ধরে গ্লাইডের সঙ্গে পরিচিত হন। সুসান গ্লাইডের সঙ্গে কাজ করতেন স্বেচ্ছাসেবী হিসেবে। পরে ২০০৪ সালে সুসান মারা যাওয়ার পরও বাফেট গ্লাইডকে সহায়তা করতে থাকেন।
ওয়ারেন বাফেট বর্তমানে ৯৩ দশমিক ৪ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ নিয়ে বিশ্বের সপ্তম সেরা ধনী।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৮ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৯ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৯ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৯ ঘণ্টা আগে