Ajker Patrika

১১ সন্তানের জনক মাস্ক মনে করেন, বুদ্ধিমানদেরই বাচ্চা নেওয়া উচিত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ৩৪
১১ সন্তানের জনক মাস্ক মনে করেন, বুদ্ধিমানদেরই বাচ্চা নেওয়া উচিত

বিশ্বের জনসংখ্যা বাড়ুক তা চান টেসলা, স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তবে কেবল বুদ্ধিমান ব্যক্তিদেরই বাচ্চা নেওয়া উচিত বলে মনে করেন ১১ সন্তানের জনক বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এই ব্যক্তি। মাস্কের কোম্পানি নিউরালিংকের কর্মচারী শিভরন জিলিস এ তথ্য জানিয়েছেন। শিভরনের আরেক পরিচয়, তিনি মাস্কের যমজ সন্তানের মা।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওয়াল্টার ইসাকসনের লেখা মাস্কের আত্মজীবনী ‘ইলন মাস্ক’ বাজারে আসতে যাচ্ছে ১২ সেপ্টেম্বর। বইটির রিভিউ করেছে দ্য নিউইয়র্ক টাইমস। আর সেখান থেকেই মাস্কের কথাটি উদ্ধৃত করেছেন শিভরন।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, শিভরনকে নিজের শুক্রাণু দান করার প্রস্তাব দিয়েছিলেন ইলন মাস্ক। যাতে জিনগতভাবে বাচ্চাটি মাস্কের হয়।

প্রজনন বিষয়ে প্রায়ই বিতর্কিত মন্তব্য করে থাকেন ইলন মাস্ক। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে (টুইটার) তিনি বলেন, মানবসভ্যতার জন্য বৈশ্বিক উষ্ণতার চেয়েও বড় ঝুঁকি হচ্ছে বিশ্বে জন্মহার কমে যাওয়া।

গত আগস্ট মাসেও জনসংখ্যা সংকট নিয়ে একটি রিটুইট শেয়ার করেছেন তিনি। যুক্তরাষ্ট্র ও জাপানে জনসংখ্যা হ্রাসের বিষয়টিকে তুলে ধরা হয়েছিল সেই পোস্টে। সেখানে আরও বলা হয়, চীন, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়ায় প্রজনন হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পোস্টটিতে বলা হয়েছে, জনসংখ্যার পতন মানবসভ্যতার জন্য সবচেয়ে বড় হুমকিগুলোর একটি। টুইটটি পোস্ট করে মাস্ক লিখেছেন, ‘হ্যাঁ।’

গত বছরের জুলাইয়ে ইলন মাস্ক একটি পোস্টে বলেছিলেন, নিম্ন জনসংখ্যার সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে সহায়তা করতে তিনি যথাসাধ্য চেষ্টা করছেন। এর এক মাস পরেই জন্ম নেয় মাস্কের তৃতীয় সন্তান।

সাবেক স্ত্রী, কানাডীয় লেখক জাস্টিন উইলসনের সঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন মাস্ক। পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, মাস্কের প্রথম সন্তান নেভাডা আলেক্সান্ডারের জন্ম হয়েছিল ২০০২ সালে। এসআইডিএস নামক রোগে আক্রান্ত হয়ে ১০ সপ্তাহ বয়সে মারা যান নেভাডা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত