বিশ্বের জনসংখ্যা বাড়ুক তা চান টেসলা, স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তবে কেবল বুদ্ধিমান ব্যক্তিদেরই বাচ্চা নেওয়া উচিত বলে মনে করেন ১১ সন্তানের জনক বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এই ব্যক্তি। মাস্কের কোম্পানি নিউরালিংকের কর্মচারী শিভরন জিলিস এ তথ্য জানিয়েছেন। শিভরনের আরেক পরিচয়, তিনি মাস্কের যমজ সন্তানের মা।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওয়াল্টার ইসাকসনের লেখা মাস্কের আত্মজীবনী ‘ইলন মাস্ক’ বাজারে আসতে যাচ্ছে ১২ সেপ্টেম্বর। বইটির রিভিউ করেছে দ্য নিউইয়র্ক টাইমস। আর সেখান থেকেই মাস্কের কথাটি উদ্ধৃত করেছেন শিভরন।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, শিভরনকে নিজের শুক্রাণু দান করার প্রস্তাব দিয়েছিলেন ইলন মাস্ক। যাতে জিনগতভাবে বাচ্চাটি মাস্কের হয়।
প্রজনন বিষয়ে প্রায়ই বিতর্কিত মন্তব্য করে থাকেন ইলন মাস্ক। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে (টুইটার) তিনি বলেন, মানবসভ্যতার জন্য বৈশ্বিক উষ্ণতার চেয়েও বড় ঝুঁকি হচ্ছে বিশ্বে জন্মহার কমে যাওয়া।
গত আগস্ট মাসেও জনসংখ্যা সংকট নিয়ে একটি রিটুইট শেয়ার করেছেন তিনি। যুক্তরাষ্ট্র ও জাপানে জনসংখ্যা হ্রাসের বিষয়টিকে তুলে ধরা হয়েছিল সেই পোস্টে। সেখানে আরও বলা হয়, চীন, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়ায় প্রজনন হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পোস্টটিতে বলা হয়েছে, জনসংখ্যার পতন মানবসভ্যতার জন্য সবচেয়ে বড় হুমকিগুলোর একটি। টুইটটি পোস্ট করে মাস্ক লিখেছেন, ‘হ্যাঁ।’
গত বছরের জুলাইয়ে ইলন মাস্ক একটি পোস্টে বলেছিলেন, নিম্ন জনসংখ্যার সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে সহায়তা করতে তিনি যথাসাধ্য চেষ্টা করছেন। এর এক মাস পরেই জন্ম নেয় মাস্কের তৃতীয় সন্তান।
সাবেক স্ত্রী, কানাডীয় লেখক জাস্টিন উইলসনের সঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন মাস্ক। পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, মাস্কের প্রথম সন্তান নেভাডা আলেক্সান্ডারের জন্ম হয়েছিল ২০০২ সালে। এসআইডিএস নামক রোগে আক্রান্ত হয়ে ১০ সপ্তাহ বয়সে মারা যান নেভাডা।
বিশ্বের জনসংখ্যা বাড়ুক তা চান টেসলা, স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তবে কেবল বুদ্ধিমান ব্যক্তিদেরই বাচ্চা নেওয়া উচিত বলে মনে করেন ১১ সন্তানের জনক বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এই ব্যক্তি। মাস্কের কোম্পানি নিউরালিংকের কর্মচারী শিভরন জিলিস এ তথ্য জানিয়েছেন। শিভরনের আরেক পরিচয়, তিনি মাস্কের যমজ সন্তানের মা।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওয়াল্টার ইসাকসনের লেখা মাস্কের আত্মজীবনী ‘ইলন মাস্ক’ বাজারে আসতে যাচ্ছে ১২ সেপ্টেম্বর। বইটির রিভিউ করেছে দ্য নিউইয়র্ক টাইমস। আর সেখান থেকেই মাস্কের কথাটি উদ্ধৃত করেছেন শিভরন।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, শিভরনকে নিজের শুক্রাণু দান করার প্রস্তাব দিয়েছিলেন ইলন মাস্ক। যাতে জিনগতভাবে বাচ্চাটি মাস্কের হয়।
প্রজনন বিষয়ে প্রায়ই বিতর্কিত মন্তব্য করে থাকেন ইলন মাস্ক। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে (টুইটার) তিনি বলেন, মানবসভ্যতার জন্য বৈশ্বিক উষ্ণতার চেয়েও বড় ঝুঁকি হচ্ছে বিশ্বে জন্মহার কমে যাওয়া।
গত আগস্ট মাসেও জনসংখ্যা সংকট নিয়ে একটি রিটুইট শেয়ার করেছেন তিনি। যুক্তরাষ্ট্র ও জাপানে জনসংখ্যা হ্রাসের বিষয়টিকে তুলে ধরা হয়েছিল সেই পোস্টে। সেখানে আরও বলা হয়, চীন, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়ায় প্রজনন হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পোস্টটিতে বলা হয়েছে, জনসংখ্যার পতন মানবসভ্যতার জন্য সবচেয়ে বড় হুমকিগুলোর একটি। টুইটটি পোস্ট করে মাস্ক লিখেছেন, ‘হ্যাঁ।’
গত বছরের জুলাইয়ে ইলন মাস্ক একটি পোস্টে বলেছিলেন, নিম্ন জনসংখ্যার সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে সহায়তা করতে তিনি যথাসাধ্য চেষ্টা করছেন। এর এক মাস পরেই জন্ম নেয় মাস্কের তৃতীয় সন্তান।
সাবেক স্ত্রী, কানাডীয় লেখক জাস্টিন উইলসনের সঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন মাস্ক। পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, মাস্কের প্রথম সন্তান নেভাডা আলেক্সান্ডারের জন্ম হয়েছিল ২০০২ সালে। এসআইডিএস নামক রোগে আক্রান্ত হয়ে ১০ সপ্তাহ বয়সে মারা যান নেভাডা।
ইসরায়েলি এক অবৈধ বসতি স্থাপনকারীর গুলিতে নিহত ফিলিস্তিনি শিক্ষক ও অধিকারকর্মী আওদাহ হাতালিনের মৃতদেহ ফেরতের দাবিতে অনশন করছেন ৬০ জনের বেশি ফিলিস্তিনি নারী। পশ্চিম তীরের হেবরনের দক্ষিণের গ্রাম উম আল-খাইরে এই অনশন শুরু হয়েছে গত বৃহস্পতিবার।
৩৩ মিনিট আগেহাসেম মল্লিক স্বীকার করেছেন, তিনি বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে তাঁর করা অপরাধের আইনি প্রক্রিয়া থেকে বাঁচতে তিনি সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছিলেন। এরপর নিজের পরিচয় গোপন করতে জাল ভারতীয় নথি তৈরি করেন।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের অন্যতম প্রাচীন বাতিঘর কেপ ব্রুনি লাইটহাউস থেকে ১২২ বছর পুরোনো একটি ‘বোতল বার্তা’ আবিষ্কৃত হয়েছে। সম্প্রতি ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত বাতিঘরটির ল্যান্টার্ন কক্ষে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে এটি খুঁজে পান বিশেষজ্ঞ চিত্রশিল্পী ব্রায়ান বারফোর্ড।
২ ঘণ্টা আগেকেনিয়ার মাই-মাহিউ শহরে ১৩ বছর বয়সী শিশুরাও যৌন-বাণিজ্যের শিকার—বিবিসি আফ্রিকা আইয়ের গোপন অনুসন্ধানে উঠে এসেছে এমনই এক নির্মম বাস্তবতা। শহরটির অবস্থান একটি ব্যস্ত ট্রানজিট পয়েন্টে। এর ফলে এখানে প্রতিদিন প্রচুর ট্রাক আসা-যাওয়া করে।
৩ ঘণ্টা আগে