এমরান হোসাইন, যুক্তরাষ্ট্র থেকে
আট এশীয় সুন্দরীকে ডিঙিয়ে একুশ বছরের ভিয়েতনামি তরুণী মিশেল টং ‘মিস উচিটা ২০২২’ নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের উচিটা এশিয়ান ফেস্টিভ্যাল ২০২২–এ বাংলাদেশের তৈয়বা খান (সিথি) সগৌরবে লাল-সবুজের উপস্থিতি জানান দিয়েছেন। আট দেশকে পেছনে ফেলে এ সুন্দরী প্রতিযোগিতায় সেরা ব্যক্তিত্ব (দি কনজিনিয়ালিটি) ও সেরা মিস ইন্টারভিউয়ার নির্বাচিত হয়েছেন তিনি।
পাঁচ বিচারক আই টু আই কনটাক্টের মাধ্যমে আট মিনিট সরাসরি প্রশ্নোত্তরে জিতে যান সিথি। এতে অংশ নেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস ও ফিলিপাইনের প্রতিযোগী।
যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের উচিটায় ১৫ অক্টোবর উচিটা ডাউন-টাউন সেঞ্চুরি কনভেনশন হলের আলো-আঁধারি মঞ্চে এশিয়ান ফেস্টিভ্যাল ও বিউটি কনটেস্ট ২০২২ শেষ হয়। প্রতি বছরের মতো এবারও উচিটা এশিয়ান অ্যাসোসিয়েশন এ আয়োজন করে।
সুন্দরী প্রতিযোগিতার পাঁচ বিচারককে সঙ্গে নিয়ে আট সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে ওঠেন। এর আগে ঘড়ির কাঁটা ঠিক বিকেল ৫টায় হলের গেট খুলে দেওয়া হয়। লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা পৃথিবীর নানা দেশের সৌন্দর্য পিপাসু মানুষ হলে ঢোকেন। বিশাল হলের প্রবেশমুখে প্রতিযোগিতায় অংশ নেওয়া এশিয়ার আটটি দেশের সংক্ষিপ্ত পরিচিতিসহ ছোট-ছোট বুথের সামনে সুন্দরী প্রতিযোগীরা হাসিমুখে সবাইকে আমন্ত্রণ জানান।
হলে ঢুকতেই সবাই যেন নিজের দেশকে খুঁজে পেলেন। অনেকে আবেগ-আপ্লুত হয়ে আপন দেশের গন্ধে নিজ দেশের সুন্দরীদের সঙ্গে সেলফি তুলতে হুমড়ি খেয়ে পড়েন। হলের পাশে করিডরে সাজানো ছিল এশিয়ার নানা দেশের মুখরোচক খাবার ও পণ্যসামগ্রীর স্টল। অবশ্য অনুষ্ঠানস্থল ঘুরে বাংলাদেশের কোনো খাবারের স্টল চোখে পড়েনি।
সন্ধ্যা সাড়ে ৬টায় হল কানায়-কানায় পূর্ণ হয়ে যায়। মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে স্ব-স্ব দেশের প্রতিযোগী নৃত্যশিল্পীরা তাঁদের মনমাতানো শৈল্পিক নৃত্য পরিবেশন করেন। লাল-সবুজের পতাকা হাতে ‘তোমরা দেখ গো আসিয়া, কমলায় নৃত্য করে’ গান নিয়ে মঞ্চ মাতান সিথি। মুহুর্মুহু করতালির মধ্যে নৃত্যের তালে-তালে মঞ্চে অসাধারণ নৈপুণ্য দেখান বাংলাদেশি সুন্দরী সিথি।
সিথি আজকের পত্রিকাকে জানান, সাক্ষাৎকার দিতে বিচারক কক্ষে ঢোকার সময় কে যেন বলে ওঠে—বাংলাদেশ নামে কোনো দেশ আছে কি না! সে প্রশ্নের জবাবে সিথি বলেন—‘পৃথিবীর দীর্ঘতম স্যান্ডিবিচ, রয়্যাল বেঙ্গল টাইগার, একমাত্র জাতি যারা ভাষার জন্য যুদ্ধ করে একটি স্বাধীন দেশ পেয়েছি।’
প্রিয় জন্মভূমি বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরতে নিজেকে একজন গ্লোবাল মানুষ হিসেবে তুলতে যারপর নাই চেষ্টা করে যাচ্ছেন সিথি। আগামীতে আমেরিকা ট্যালেন্ট প্রোগ্রামে অংশ নেবেন বলে জানান সিথি। তাঁর বাড়ি ঢাকা গাজীপুরের চৌরাস্তায়। বাল্যকালে সড়ক দুর্ঘটনায় বাবাকে হারান। এরপর পরিবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। যুক্তরাষ্ট্রে জুনিয়র স্কুল শেষে এখন উচিটা স্টেট ইউনিভার্সটিতে সাইকোলজিতে পড়ছেন। মা বিউটি সরওয়ার তাঁকে ‘টুনি’ বলে ডাকেন। মায়ের ডাকা নামে ‘টিউন টুনি’ নামে ইউটিউব চ্যানেল খুলেছেন সিথি। পড়ালেখার পাশাপাশি নাচ-গান নিয়ে নিয়মিত রেওয়াজ করেন। তাঁর রয়েছে আকাশছোঁয়া স্বপ্ন।
ফিলিপিনস ড্রাগন নৃত্য, ভিয়েতনামী ফ্যান নৃত্যসহ আটটি দেশের ঐতিহ্যিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে-ফাঁকে সুন্দরী প্রতিযোগীদের প্রশ্নোত্তর পর্ব শেষ হয়। সার্বিক বিবেচনায় ভিয়েতনামি তরুণী মিশেল টংকে ‘মিস উচিটা ২০২২’ বিজয়ী ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
আট এশীয় সুন্দরীকে ডিঙিয়ে একুশ বছরের ভিয়েতনামি তরুণী মিশেল টং ‘মিস উচিটা ২০২২’ নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের উচিটা এশিয়ান ফেস্টিভ্যাল ২০২২–এ বাংলাদেশের তৈয়বা খান (সিথি) সগৌরবে লাল-সবুজের উপস্থিতি জানান দিয়েছেন। আট দেশকে পেছনে ফেলে এ সুন্দরী প্রতিযোগিতায় সেরা ব্যক্তিত্ব (দি কনজিনিয়ালিটি) ও সেরা মিস ইন্টারভিউয়ার নির্বাচিত হয়েছেন তিনি।
পাঁচ বিচারক আই টু আই কনটাক্টের মাধ্যমে আট মিনিট সরাসরি প্রশ্নোত্তরে জিতে যান সিথি। এতে অংশ নেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস ও ফিলিপাইনের প্রতিযোগী।
যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের উচিটায় ১৫ অক্টোবর উচিটা ডাউন-টাউন সেঞ্চুরি কনভেনশন হলের আলো-আঁধারি মঞ্চে এশিয়ান ফেস্টিভ্যাল ও বিউটি কনটেস্ট ২০২২ শেষ হয়। প্রতি বছরের মতো এবারও উচিটা এশিয়ান অ্যাসোসিয়েশন এ আয়োজন করে।
সুন্দরী প্রতিযোগিতার পাঁচ বিচারককে সঙ্গে নিয়ে আট সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে ওঠেন। এর আগে ঘড়ির কাঁটা ঠিক বিকেল ৫টায় হলের গেট খুলে দেওয়া হয়। লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা পৃথিবীর নানা দেশের সৌন্দর্য পিপাসু মানুষ হলে ঢোকেন। বিশাল হলের প্রবেশমুখে প্রতিযোগিতায় অংশ নেওয়া এশিয়ার আটটি দেশের সংক্ষিপ্ত পরিচিতিসহ ছোট-ছোট বুথের সামনে সুন্দরী প্রতিযোগীরা হাসিমুখে সবাইকে আমন্ত্রণ জানান।
হলে ঢুকতেই সবাই যেন নিজের দেশকে খুঁজে পেলেন। অনেকে আবেগ-আপ্লুত হয়ে আপন দেশের গন্ধে নিজ দেশের সুন্দরীদের সঙ্গে সেলফি তুলতে হুমড়ি খেয়ে পড়েন। হলের পাশে করিডরে সাজানো ছিল এশিয়ার নানা দেশের মুখরোচক খাবার ও পণ্যসামগ্রীর স্টল। অবশ্য অনুষ্ঠানস্থল ঘুরে বাংলাদেশের কোনো খাবারের স্টল চোখে পড়েনি।
সন্ধ্যা সাড়ে ৬টায় হল কানায়-কানায় পূর্ণ হয়ে যায়। মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে স্ব-স্ব দেশের প্রতিযোগী নৃত্যশিল্পীরা তাঁদের মনমাতানো শৈল্পিক নৃত্য পরিবেশন করেন। লাল-সবুজের পতাকা হাতে ‘তোমরা দেখ গো আসিয়া, কমলায় নৃত্য করে’ গান নিয়ে মঞ্চ মাতান সিথি। মুহুর্মুহু করতালির মধ্যে নৃত্যের তালে-তালে মঞ্চে অসাধারণ নৈপুণ্য দেখান বাংলাদেশি সুন্দরী সিথি।
সিথি আজকের পত্রিকাকে জানান, সাক্ষাৎকার দিতে বিচারক কক্ষে ঢোকার সময় কে যেন বলে ওঠে—বাংলাদেশ নামে কোনো দেশ আছে কি না! সে প্রশ্নের জবাবে সিথি বলেন—‘পৃথিবীর দীর্ঘতম স্যান্ডিবিচ, রয়্যাল বেঙ্গল টাইগার, একমাত্র জাতি যারা ভাষার জন্য যুদ্ধ করে একটি স্বাধীন দেশ পেয়েছি।’
প্রিয় জন্মভূমি বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরতে নিজেকে একজন গ্লোবাল মানুষ হিসেবে তুলতে যারপর নাই চেষ্টা করে যাচ্ছেন সিথি। আগামীতে আমেরিকা ট্যালেন্ট প্রোগ্রামে অংশ নেবেন বলে জানান সিথি। তাঁর বাড়ি ঢাকা গাজীপুরের চৌরাস্তায়। বাল্যকালে সড়ক দুর্ঘটনায় বাবাকে হারান। এরপর পরিবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। যুক্তরাষ্ট্রে জুনিয়র স্কুল শেষে এখন উচিটা স্টেট ইউনিভার্সটিতে সাইকোলজিতে পড়ছেন। মা বিউটি সরওয়ার তাঁকে ‘টুনি’ বলে ডাকেন। মায়ের ডাকা নামে ‘টিউন টুনি’ নামে ইউটিউব চ্যানেল খুলেছেন সিথি। পড়ালেখার পাশাপাশি নাচ-গান নিয়ে নিয়মিত রেওয়াজ করেন। তাঁর রয়েছে আকাশছোঁয়া স্বপ্ন।
ফিলিপিনস ড্রাগন নৃত্য, ভিয়েতনামী ফ্যান নৃত্যসহ আটটি দেশের ঐতিহ্যিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে-ফাঁকে সুন্দরী প্রতিযোগীদের প্রশ্নোত্তর পর্ব শেষ হয়। সার্বিক বিবেচনায় ভিয়েতনামি তরুণী মিশেল টংকে ‘মিস উচিটা ২০২২’ বিজয়ী ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৭ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৭ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৭ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৮ ঘণ্টা আগে