Ajker Patrika

যুক্তিসংগত আগ্নেয়াস্ত্র আইন তৈরিতে কংগ্রেসকে বাধ্য করা উচিত: বাইডেন

যুক্তিসংগত আগ্নেয়াস্ত্র আইন তৈরিতে কংগ্রেসকে বাধ্য করা উচিত: বাইডেন

মার্কিন নাগরিকদের উচিত একটি যুক্তিসংগত আগ্নেয়াস্ত্র আইন তৈরি করতে কংগ্রেসকে বাধ্য করা। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট টেক্সাসে বন্দুকধারীর গুলিতে ২১ জনের মৃত্যুর প্রসঙ্গ টেনে এ কথা বলেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে জো বাইডেন বলেন, ‘জাতি হিসেবে আমাদের আমাদের জানতে হবে, ঈশ্বরের নামে আগ্নেয়াস্ত্র আইনের বিষয়ে কখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জানতে হবে কখন সাহস প্রদর্শন করতে হবে।’

এর আগে, গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশুসহ ২১ জনের মৃত্যু হয়। এই ঘটনার মাত্র ১০ দিন আগে নিউইয়র্কের একটি সুপার মার্কেটে বন্দুকধারীদের হামলায় ১০ জনের মৃত্যু হয়। সম্প্রতি দেশটিতে বৈধ ও অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বিনা কারণে গুলি ছুড়ে মানুষকে হতাহত করার বিষয়টি নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।

এমন ঘটনার পুনরাবৃত্তিতে বিরক্তি এবং ক্ষোভ প্রকাশ করে বাইডেন বলেন, ‘এমন ঘটনায় আমি ক্লান্ত, অসুস্থ। আমাকে দয়া করে বলবেন না যে—এমন ঘটনার কোনো প্রভাব আমাদের সমাজে নেই।’

বাইডেন আরও বলেন, ‘আমি যখন প্রেসিডেন্ট হয়েছিলাম, তখন আশা করেছিলাম এমন কোনো পরিস্থিতির মুখোমুখো হতে হবে না।’

স্থানীয় পুলিশ জানিয়েছে, ১৮ বছর বয়সী বন্দুকধারী সালভাদর রামোস একাই এ হামলা চালিয়েছিলেন। তবে কেন হামলা চালিয়েছিলেন তা এখনো জানা যায়নি। এ ঘটনায় নিহত শিক্ষার্থীদের বয়স ৫ থেকে ১১ বছরের মধ্যে। পুলিশ বলছে, তাঁর হাতে একটি বন্দুক ও একটি রাইফেল ছিল। মঙ্গলবার সকালে যখন গুলির ঘটনা শুরু হয়, তখন কাছাকাছি টহলরত বর্ডার পেট্রল কর্মকর্তারা স্কুলটিতে প্রবেশ করে ব্যারিকেডের পেছনে থাকা বন্দুকধারীকে গুলি করে হত্যা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত