অনলাইন ডেস্ক
১৯৩৭ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বর্ণের মজুত সংরক্ষণ করে আসছে দেশটির কেন্টাকিতে অবস্থিত বুলিয়ন ডিপোজিটরি ফোর্ট নক্স। এবার এই স্বর্ণ ঠিকঠাক আছে কি না এ নিয়ে প্রশ্ন উঠেছে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে ফোর্ট নক্সে পা রাখবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ট্রাম্প বলেছেন, ইলন মাস্ক কেন্টাকির ঐতিহাসিক ডিপোজিটরি ফোর্ট নক্স পরিদর্শন করবেন, যেখানে আমেরিকার স্বর্ণ ভান্ডার সংরক্ষিত আছে। তিনি এটি নিশ্চিত করবেন যে স্বর্ণ এখনো সেখানে আছে কি না।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় রিপাবলিকান গভর্নরদের সঙ্গে এক ভাষণে ট্রাম্প বলেন, ‘আমরা দরজা খুলে দেব। ফোর্ট নক্স পরিদর্শন করব। আমি দরজা খুলে দেখতে চাই না, তাকগুলো খালি।’
অবশ্য ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, প্রতি বছর একটি নিরীক্ষা (অডিট) করা হয় এবং ‘সব স্বর্ণ সেখানে রয়েছে এবং হিসাব অনুযায়ী রয়েছে।’
মার্কিন মুদ্রা বিভাগ ইউএস মিন্ট অনুযায়ী, ফোর্ট নক্সে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বুলিয়ন ডিপোজিটরিতে বর্তমানে ১৪৭.৩ মিলিয়ন আউন্স স্বর্ণ মজুত রয়েছে। ট্রেজারির সংরক্ষিত স্বর্ণের প্রায় অর্ধেক ফোর্ট নক্সে রাখা হয়।
ফোর্ট নক্স থেকে স্বর্ণ সরানো হয়েছে কি না এ প্রশ্নে মুদ্রা বিভাগ জানায়, খুব অল্প পরিমাণ স্বর্ণ সরানো হয়েছে, যা নিয়মিত নির্ধারিত নিরীক্ষার (অডিট) সময় স্বর্ণের বিশুদ্ধতা পরীক্ষার জন্য ব্যবহৃত হয়। এই নমুনাগুলো ছাড়া, বহু বছর ধরে ডিপোজিটরি থেকে কোনো স্বর্ণ স্থানান্তর করা হয়নি। এই স্বর্ণের মূল্য প্রতি আউন্স ৪২.২২ ডলার।
ফোর্ট নক্স অত্যন্ত সুরক্ষিত একটি স্থাপনা। এর প্রকৃত কাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খুব কমসংখ্যক মানুষ জানেন। এর ভল্ট খোলার পুরো প্রক্রিয়া কোনো একক ব্যক্তি জানেন না। এলাকাটিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সাধারণ দর্শনার্থীদের প্রবেশের অনুমতি নেই। মাত্র তিনবার সাধারণ জনগণ এটি দেখার সুযোগ পেয়েছিল।
১৯৩৬ সালে এই স্থাপনাটি নির্মাণে ১৬ হাজার ঘনফুট গ্রানাইট, ৪ হাজার ২০০ ঘন গজ কংক্রিট, ৭৫০ টন রিইনফোর্সিং স্টিল ও ৬৭০ টন স্ট্রাকচারাল স্টিল ব্যবহার করা হয়েছিল।
ফোর্ট নক্স বর্তমানে মার্কিন নিরাপত্তার প্রতীক হয়ে উঠেছে। স্বর্ণের ভান্ডার রক্ষার পাশাপাশি, বর্তমানে ফোর্ট নক্স সেনাবাহিনীর মানব সম্পদ কমান্ড কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এবং এটি প্রতি গ্রীষ্মে সেনাবাহিনীর বৃহত্তম বার্ষিক প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করে।
সেনাঘাঁটিটি লুইসভিলের প্রায় ৩৫ মাইল দক্ষিণে অবস্থিত এবং এটি কেন্টাকির তিনটি কাউন্টি—বুলিট, হার্ডিন এবং মিড—জুড়ে ১ লাখ ৯ হাজার একর এলাকা বিস্তৃত।
আর্মি পোস্টের ওয়েবসাইট অনুযায়ী, ক্যাম্প নক্স প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয় এবং এটি একটি আর্টিলারি প্রশিক্ষণ কেন্দ্র হয়ে ওঠে। ১৯৩২ সালে এটি স্থায়ী সামরিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় এবং তারপর থেকে এটি ফোর্ট নক্স নামে পরিচিত। প্রথম স্বর্ণ ১৯৩৭ সালে ফোর্ট নক্সে পৌঁছায় এবং প্রথম ক্যাভালরি রেজিমেন্টকে সেই চালানের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়।
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর পর, সেনাবাহিনী ফোর্ট নক্সে আর্মার্ড ফোর্স (সাঁজোয়া বাহিনী) গঠন করে এবং হাজার হাজার সৈন্যকে সেখানে পাঠানো হয়, যেখানে তারা ট্যাংকের সঙ্গে পরিচিত হয়। প্রায় ৮০ বছর ধরে এই পোস্টটি ‘ক্যাভালরি ও আর্মার ঘর’ নামে পরিচিত ছিল।
সেনাবাহিনী ২০০৫ সালে আর্মার সেন্টার ও স্কুল জর্জিয়ার ফোর্ট বেনিংয়ে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় এবং ফোর্ট নক্সে হিউম্যান রিসোর্স কমান্ড সেন্টার অব এক্সেলেন্স প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে ফোর্ট নক্সে আরওটিসি ক্যাডেট সামার ট্রেনিং একীভূত করা হয়। এটি প্রতি গ্রীষ্মে সেনাবাহিনীর বৃহত্তম বার্ষিক প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করে।
নিয়মের বাইরে গিয়ে ফোর্ট নক্সে তিনবার পরিদর্শনের অনুমতি দেওয়া হয়েছিল। ১৯৭৪ সালে মার্কিন মুদ্রা বিভাগ ইউএস মিন্ট একটি সাংবাদিক দল ও কংগ্রেসের একটি প্রতিনিধি দলকে ফোর্ট নক্সের ভল্ট পরিদর্শনের অনুমতি দিয়েছিল। সে সময় ব্যাপকভাবে গুজব ছড়িয়েছিল, ফোর্ট নক্স থেকে স্বর্ণ সরিয়ে ফেলা হয়েছে। গুজব মিথ্যে প্রমাণ করতে ট্রেজারি সেক্রেটারি এই সফরের অনুমোদন দেন। অনুমোদিত কর্মীদের বাইরে একমাত্র ব্যক্তি হিসেবে ভল্টে প্রবেশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট। এরপর ২০১৭ সালে ট্রেজারি সেক্রেটারি স্টিভ এমনুচিন কেন্টাকির গভর্নর ম্যাট বেভিন ও কংগ্রেস সদস্যদের সঙ্গে ফোর্ট নক্স পরিদর্শন করেন।
বর্তমান ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, যে কোনো সিনেটর যদি ভল্ট পরিদর্শনে আগ্রহী হন, তবে তিনি আনন্দের সঙ্গে তাঁদের জন্য ব্যবস্থা করবেন।
ফোর্ট নক্সে প্রবেশের সুযোগ না থাকলেও কার্টুন-চলচ্চিত্রে ঠাঁই পেয়েছিল এর গল্প। ১৯৫২ সালে লুনি টিউনসের একটি কার্টুনে বাগস বানির সঙ্গে ইয়োসেমাইট স্যামের ফোর্ট নক্সে স্বর্ণ খোঁজার দৃশ্য দেখানো হয়েছিল। ১৯৬৪ সালের জেমস বন্ডের গুপ্তচর থ্রিলার ‘গোল্ডফিঙ্গার’ এবং ১৯৮১ সালে কমেডি চলচ্চিত্র ‘স্ট্রাইপস’-এর কাহিনিতে ফোর্ট নক্সের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ‘স্ট্রাইপস’ চলচ্চিত্রের কিছু অংশ সরাসরি ফোর্ট নক্সে চিত্রায়িত হয়েছিল।
১৯৩৭ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বর্ণের মজুত সংরক্ষণ করে আসছে দেশটির কেন্টাকিতে অবস্থিত বুলিয়ন ডিপোজিটরি ফোর্ট নক্স। এবার এই স্বর্ণ ঠিকঠাক আছে কি না এ নিয়ে প্রশ্ন উঠেছে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে ফোর্ট নক্সে পা রাখবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ট্রাম্প বলেছেন, ইলন মাস্ক কেন্টাকির ঐতিহাসিক ডিপোজিটরি ফোর্ট নক্স পরিদর্শন করবেন, যেখানে আমেরিকার স্বর্ণ ভান্ডার সংরক্ষিত আছে। তিনি এটি নিশ্চিত করবেন যে স্বর্ণ এখনো সেখানে আছে কি না।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় রিপাবলিকান গভর্নরদের সঙ্গে এক ভাষণে ট্রাম্প বলেন, ‘আমরা দরজা খুলে দেব। ফোর্ট নক্স পরিদর্শন করব। আমি দরজা খুলে দেখতে চাই না, তাকগুলো খালি।’
অবশ্য ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, প্রতি বছর একটি নিরীক্ষা (অডিট) করা হয় এবং ‘সব স্বর্ণ সেখানে রয়েছে এবং হিসাব অনুযায়ী রয়েছে।’
মার্কিন মুদ্রা বিভাগ ইউএস মিন্ট অনুযায়ী, ফোর্ট নক্সে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বুলিয়ন ডিপোজিটরিতে বর্তমানে ১৪৭.৩ মিলিয়ন আউন্স স্বর্ণ মজুত রয়েছে। ট্রেজারির সংরক্ষিত স্বর্ণের প্রায় অর্ধেক ফোর্ট নক্সে রাখা হয়।
ফোর্ট নক্স থেকে স্বর্ণ সরানো হয়েছে কি না এ প্রশ্নে মুদ্রা বিভাগ জানায়, খুব অল্প পরিমাণ স্বর্ণ সরানো হয়েছে, যা নিয়মিত নির্ধারিত নিরীক্ষার (অডিট) সময় স্বর্ণের বিশুদ্ধতা পরীক্ষার জন্য ব্যবহৃত হয়। এই নমুনাগুলো ছাড়া, বহু বছর ধরে ডিপোজিটরি থেকে কোনো স্বর্ণ স্থানান্তর করা হয়নি। এই স্বর্ণের মূল্য প্রতি আউন্স ৪২.২২ ডলার।
ফোর্ট নক্স অত্যন্ত সুরক্ষিত একটি স্থাপনা। এর প্রকৃত কাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খুব কমসংখ্যক মানুষ জানেন। এর ভল্ট খোলার পুরো প্রক্রিয়া কোনো একক ব্যক্তি জানেন না। এলাকাটিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সাধারণ দর্শনার্থীদের প্রবেশের অনুমতি নেই। মাত্র তিনবার সাধারণ জনগণ এটি দেখার সুযোগ পেয়েছিল।
১৯৩৬ সালে এই স্থাপনাটি নির্মাণে ১৬ হাজার ঘনফুট গ্রানাইট, ৪ হাজার ২০০ ঘন গজ কংক্রিট, ৭৫০ টন রিইনফোর্সিং স্টিল ও ৬৭০ টন স্ট্রাকচারাল স্টিল ব্যবহার করা হয়েছিল।
ফোর্ট নক্স বর্তমানে মার্কিন নিরাপত্তার প্রতীক হয়ে উঠেছে। স্বর্ণের ভান্ডার রক্ষার পাশাপাশি, বর্তমানে ফোর্ট নক্স সেনাবাহিনীর মানব সম্পদ কমান্ড কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এবং এটি প্রতি গ্রীষ্মে সেনাবাহিনীর বৃহত্তম বার্ষিক প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করে।
সেনাঘাঁটিটি লুইসভিলের প্রায় ৩৫ মাইল দক্ষিণে অবস্থিত এবং এটি কেন্টাকির তিনটি কাউন্টি—বুলিট, হার্ডিন এবং মিড—জুড়ে ১ লাখ ৯ হাজার একর এলাকা বিস্তৃত।
আর্মি পোস্টের ওয়েবসাইট অনুযায়ী, ক্যাম্প নক্স প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয় এবং এটি একটি আর্টিলারি প্রশিক্ষণ কেন্দ্র হয়ে ওঠে। ১৯৩২ সালে এটি স্থায়ী সামরিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় এবং তারপর থেকে এটি ফোর্ট নক্স নামে পরিচিত। প্রথম স্বর্ণ ১৯৩৭ সালে ফোর্ট নক্সে পৌঁছায় এবং প্রথম ক্যাভালরি রেজিমেন্টকে সেই চালানের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়।
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর পর, সেনাবাহিনী ফোর্ট নক্সে আর্মার্ড ফোর্স (সাঁজোয়া বাহিনী) গঠন করে এবং হাজার হাজার সৈন্যকে সেখানে পাঠানো হয়, যেখানে তারা ট্যাংকের সঙ্গে পরিচিত হয়। প্রায় ৮০ বছর ধরে এই পোস্টটি ‘ক্যাভালরি ও আর্মার ঘর’ নামে পরিচিত ছিল।
সেনাবাহিনী ২০০৫ সালে আর্মার সেন্টার ও স্কুল জর্জিয়ার ফোর্ট বেনিংয়ে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় এবং ফোর্ট নক্সে হিউম্যান রিসোর্স কমান্ড সেন্টার অব এক্সেলেন্স প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে ফোর্ট নক্সে আরওটিসি ক্যাডেট সামার ট্রেনিং একীভূত করা হয়। এটি প্রতি গ্রীষ্মে সেনাবাহিনীর বৃহত্তম বার্ষিক প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করে।
নিয়মের বাইরে গিয়ে ফোর্ট নক্সে তিনবার পরিদর্শনের অনুমতি দেওয়া হয়েছিল। ১৯৭৪ সালে মার্কিন মুদ্রা বিভাগ ইউএস মিন্ট একটি সাংবাদিক দল ও কংগ্রেসের একটি প্রতিনিধি দলকে ফোর্ট নক্সের ভল্ট পরিদর্শনের অনুমতি দিয়েছিল। সে সময় ব্যাপকভাবে গুজব ছড়িয়েছিল, ফোর্ট নক্স থেকে স্বর্ণ সরিয়ে ফেলা হয়েছে। গুজব মিথ্যে প্রমাণ করতে ট্রেজারি সেক্রেটারি এই সফরের অনুমোদন দেন। অনুমোদিত কর্মীদের বাইরে একমাত্র ব্যক্তি হিসেবে ভল্টে প্রবেশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট। এরপর ২০১৭ সালে ট্রেজারি সেক্রেটারি স্টিভ এমনুচিন কেন্টাকির গভর্নর ম্যাট বেভিন ও কংগ্রেস সদস্যদের সঙ্গে ফোর্ট নক্স পরিদর্শন করেন।
বর্তমান ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, যে কোনো সিনেটর যদি ভল্ট পরিদর্শনে আগ্রহী হন, তবে তিনি আনন্দের সঙ্গে তাঁদের জন্য ব্যবস্থা করবেন।
ফোর্ট নক্সে প্রবেশের সুযোগ না থাকলেও কার্টুন-চলচ্চিত্রে ঠাঁই পেয়েছিল এর গল্প। ১৯৫২ সালে লুনি টিউনসের একটি কার্টুনে বাগস বানির সঙ্গে ইয়োসেমাইট স্যামের ফোর্ট নক্সে স্বর্ণ খোঁজার দৃশ্য দেখানো হয়েছিল। ১৯৬৪ সালের জেমস বন্ডের গুপ্তচর থ্রিলার ‘গোল্ডফিঙ্গার’ এবং ১৯৮১ সালে কমেডি চলচ্চিত্র ‘স্ট্রাইপস’-এর কাহিনিতে ফোর্ট নক্সের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ‘স্ট্রাইপস’ চলচ্চিত্রের কিছু অংশ সরাসরি ফোর্ট নক্সে চিত্রায়িত হয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টাকে নেতিবাচকভাবে দেখছেন ইউরোপীয় দেশগুলোর নেতারা। তাদের মতে, যুক্তরাষ্ট্রের প্রশাসন ইউক্রেনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এই অবস্থায় ইউক্রেনকে ভরসা দিতে ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্ব বিভিন্ন দেশের নেতারা আগামীকাল সোমবার কিয়েভে যাচ্ছেন।
১ ঘণ্টা আগেবিশ্বের ডানপন্থী রাজনৈতিক নেতাদের গুণগান গাইতে দেখা গেল ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) ভার্চ্যুয়ালি ভাষণে ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। এ সময় বিশ্বের বামপন্থী নেতাদের ‘ডাবল স্ট্যান্ডার
১ ঘণ্টা আগেভারতের কেরালা রাজ্যের এক দলিত সম্প্রদায়ের ১৮ বছরের এক কিশোরী ৫ বছর ধরে যৌন নির্যাতন ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অন্তত ৬০ জন পুরুষ তাঁকে পৃথকভাবে একাধিকবার ধর্ষণ করেছেন। অভিযোগ অনুসারে, তাঁর প্রতিবেশী এক পুরুষ তাঁকে যৌন নির্যাতন করে ভিডিও ধারণ করেন এবং সেই ভিডিও ব্যবহার করে...
৩ ঘণ্টা আগেকৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত কলেজ-বিশ্ববিদ্যালয় কার্যক্রমে চালু করা একটি শিক্ষাবৃত্তি স্থগিত করে দিয়েছে মার্কিন প্রশাসন। সুবিধাবঞ্চিত ও গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের বিশেষ করে কৃষ্ণাঙ্গদের জন্য এই হিস্টোরিক্যালি ব্ল্যাক কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ (এইচবিসিইউএস) প্রতিষ্ঠিত হয়েছিল। আজ রোববার এক...
৪ ঘণ্টা আগে