Ajker Patrika

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সফর সংক্ষিপ্ত করে ফিরছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সফর সংক্ষিপ্ত করে ফিরছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইরান-পাকিস্তানের চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে নিউজিল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার। আজ বৃহস্পতিবার পাকিস্তান সরকারের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ এক সংবাদ সম্মেলনে বলেন, চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি তাঁর সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। 

গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায় ইরান। আজ বৃহস্পতিবার এ হামলার জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তান। ইরানের দক্ষিণপূর্ব সীমান্তে এ হামলায় নিহত হন ৭ জন। এএফপির প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৪ শিশু ও ৩ নারী রয়েছে। 

গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে ইরানের হামলায় ২ শিশু নিহত ও ৩ নারী আহত হন। 

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী জইশ আল-দুল্ম বা জইশ আল-আদলের দুটি ঘাঁটিতে হামলা চালায় ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়। 

এদিকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় গতকাল বুধবার ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ইসলামাবাদ। তেহরান থেকেও নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে দেশটি।

আরও পড়ুন—

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত