পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ১২ জন শ্রমিক নিহত হয়েছেন। বিস্ফোরণে খনিতে আটকা পড়া ৮ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে এই বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
খোস্তের খনি অঞ্চলে হারনাইয়ের একটি খনিতে গভীর রাতে এই বিস্ফোরণটি ঘটে। এতে শ্রমিকেরা পাশের খনির প্রায় ২৪০ মিটার (৮০০ ফুট) নিচে আটকে পড়ে। উদ্ধারকারীরা রাতভর কাজ করে বুধবারের মধ্যে ১২ জন খনি শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছেন।
সহকর্মীদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আটজন শ্রমিক কয়েক ঘণ্টা খনিতে আটকে ছিলেন। পরে তাদের নিরাপদে উদ্ধার করা হয় সরকারি উদ্ধারকারী দল। তাদের মধ্যে কয়েকজন অচেতন অবস্থায় ছিলেন।
বেলুচিস্তানের খনির মহাপরিচালক আবদুল্লাহ শাহওয়ানি আজ মৃতের সংখ্যা নিশ্চিত করে বলেন যে, মিথেন গ্যাসের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। পাকিস্তানের কয়লা-সমৃদ্ধ পশ্চিমাঞ্চলে দুর্ঘটনার একটি সাধারণ কারণ হচ্ছে এই মিথেন গ্যাস।
বুধবার সকালে উদ্ধার অভিযান শেষ হওয়ার কথা জানান বেলুচিস্তানের খনি পরিদর্শক আবদুল গলি বেলুচ। তিনি বলেন, মিথেন গ্যাস বিস্ফোরণের সময় খনিতে ২০ জন শ্রমিক ছিলেন। উদ্ধারকারী দলের সদস্যরা ১২ জনের মৃতদেহ উদ্ধার করেছেন। জীবিতদের উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে, কোয়েটা থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বের ওই খনিতে বিস্ফোরণে মাত্র ১০ জন শ্রমিক আটকা পড়েছিলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শ্রমিকদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
পাকিস্তানে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ কোনো নতুন ঘটনা নয়। এক বছর আগে হারনাই জেলায় একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ছয় খনি শ্রমিক নিহত হন।
এর আগে, ২০১৮ সালের মে মাসে একই অঞ্চলে পাশাপাশি অবস্থিত দুটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত ও ১১ জন আহত হন। তার আগে ২০১১ সালে বেলুচিস্তানের আরেকটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত হন ৪৩ শ্রমিক।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ১২ জন শ্রমিক নিহত হয়েছেন। বিস্ফোরণে খনিতে আটকা পড়া ৮ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে এই বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
খোস্তের খনি অঞ্চলে হারনাইয়ের একটি খনিতে গভীর রাতে এই বিস্ফোরণটি ঘটে। এতে শ্রমিকেরা পাশের খনির প্রায় ২৪০ মিটার (৮০০ ফুট) নিচে আটকে পড়ে। উদ্ধারকারীরা রাতভর কাজ করে বুধবারের মধ্যে ১২ জন খনি শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছেন।
সহকর্মীদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আটজন শ্রমিক কয়েক ঘণ্টা খনিতে আটকে ছিলেন। পরে তাদের নিরাপদে উদ্ধার করা হয় সরকারি উদ্ধারকারী দল। তাদের মধ্যে কয়েকজন অচেতন অবস্থায় ছিলেন।
বেলুচিস্তানের খনির মহাপরিচালক আবদুল্লাহ শাহওয়ানি আজ মৃতের সংখ্যা নিশ্চিত করে বলেন যে, মিথেন গ্যাসের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। পাকিস্তানের কয়লা-সমৃদ্ধ পশ্চিমাঞ্চলে দুর্ঘটনার একটি সাধারণ কারণ হচ্ছে এই মিথেন গ্যাস।
বুধবার সকালে উদ্ধার অভিযান শেষ হওয়ার কথা জানান বেলুচিস্তানের খনি পরিদর্শক আবদুল গলি বেলুচ। তিনি বলেন, মিথেন গ্যাস বিস্ফোরণের সময় খনিতে ২০ জন শ্রমিক ছিলেন। উদ্ধারকারী দলের সদস্যরা ১২ জনের মৃতদেহ উদ্ধার করেছেন। জীবিতদের উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে, কোয়েটা থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বের ওই খনিতে বিস্ফোরণে মাত্র ১০ জন শ্রমিক আটকা পড়েছিলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শ্রমিকদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
পাকিস্তানে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ কোনো নতুন ঘটনা নয়। এক বছর আগে হারনাই জেলায় একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ছয় খনি শ্রমিক নিহত হন।
এর আগে, ২০১৮ সালের মে মাসে একই অঞ্চলে পাশাপাশি অবস্থিত দুটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত ও ১১ জন আহত হন। তার আগে ২০১১ সালে বেলুচিস্তানের আরেকটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত হন ৪৩ শ্রমিক।
যুক্তরাষ্ট্রের চাপে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে— এমন বক্তব্য নাকচ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সঙ্গ না দিয়ে পাকিস্তান ভুল করেছে। তারা উল্টো ভারতের স্কুল, হাসপাতাল, সাধারণ মানুষের ঘরবাড়ি, উপাসনালয়ে হামলা চালিয়েছে, সেখানেও ব্যর্থ তারা।
৩ ঘণ্টা আগেএকটি ভিডিও ও ছবি ঘিরে অভিযোগ উঠেছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তাঁর সামনে রাখা কোকেন লুকানোর চেষ্টা করছেন। তবে এই অভিযোগকে ভিত্তিহীন ও ভুয়া সংবাদ হিসেবে আখ্যা দিয়েছে ফ্রান্স। একটি ট্রেনের কামরায় মাখোঁর পাশে সেই সময়টিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মান রাজনীতিক
৪ ঘণ্টা আগেহামাস জানিয়েছে, তারা আজ সোমবার গাজায় এক ইসরায়েলি-আমেরিকান জিম্মিকে মুক্তি দিয়েছে। তবে বৃহত্তর যুদ্ধবিরতি বা জিম্মি মুক্তি নিয়ে কোনো চুক্তি হয়নি। আন্তর্জাতিক রেডক্রস সোসাইটি এদান আলেকজান্ডারের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগেবেলজিয়ামে খুঁজে পাওয়া একটি কঙ্কালের ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছেন প্রথম বিশ্বযুদ্ধে নিহত ব্রিটিশ সেনা প্রাইভেট জন টেইম। সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক দ্য টাইমস জানিয়েছে, মৃত্যুর প্রায় ১০৮ বছর পর গত ৮ মে টেইমকে পূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয়েছে।
৫ ঘণ্টা আগে