Ajker Patrika

নওয়াজের ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব প্রত্যাখ্যান বিলাওয়ালের, সরকার গঠনে সংকট

অনলাইন ডেস্ক
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২: ৫১
Thumbnail image

পাকিস্তানের রাজনীতিতে সরকার গঠন নিয়ে সৃষ্ট জটিলতা ও ধোঁয়াশা যেন কাটছে না। সরকার গঠনের লক্ষ্যে জোট গঠন করলেও ক্ষমতা ভাগাভাগির বিষয়ে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এই অবস্থায় দুই দলের মধ্যে বিভাজন রেখা আরও দীর্ঘ হয়েছে। 

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার বিলাওয়াল ভুট্টো নওয়াজ শরিফের দলের ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং ঘোষণা করেছেন তাঁর বাবা ও পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেবে তাঁর দল। 

এর আগে, পিএমএল-এন ও পিপিপির মধ্যে প্রাথমিক ঐকমত্য হয়েছিল যে, আগামী পাঁচ বছরের মধ্যে প্রধানমন্ত্রী পদ ভাগাভাগি করে নেবে দুই দল। তবে প্রথম আড়াই বছর ক্ষমতায় থাকবে নওয়াজের দলের প্রার্থী এবং পরের আড়াই বছর ক্ষমতায় থাকবে বিলাওয়ালের দলের প্রার্থী। 

নওয়াজ শরিফ। ফাইল ছবিতবে পিপিপির সঙ্গে জোট বেঁধে এখনো সরকার গঠনের ব্যাপারে আশাবাদী পিএমএল-এন। এ বিষয়ে দলটির নেতা ইসহাক দার বলেছেন, সরকার গঠনের বিষয়ে দলগুলোর মধ্যে যে আলোচনা চলছে তা এখনই জনসমক্ষে প্রকাশ করা উচিত হবে না। তিনি বলেছেন, পিপিপি চেয়ারম্যান ক্ষমতা ভাগাভাগির যে প্রস্তাব দিয়েছেন তা আলোচনার অনেকগুলোর দিকের মধ্যে একটি মাত্র। আরও অনেকগুলো বিকল্প আছে। 

গতকাল রোববার সিন্ধ প্রদেশের ঠাট্টায় ইওয়াম-ই-তাশাকুর বা ধন্যবাদজ্ঞাপন দিবসে উপলক্ষে আয়োজিত এক জনসভায় বিলাওয়াল ভুট্টো বলেন, ‘আমাকে তাঁরা (পিএমএল-এন) বলেছিল যে, আমরা যেন তাদের ৩ বছর প্রধানমন্ত্রিত্ব করতে দিই এবং পরের দুই বছর আমরা প্রধানমন্ত্রিত্ব পাব।’ 
 
বিলাওয়াল ভুট্টো। ফাইল ছবিবিলাওয়াল ভুট্টো আরও বলেন, ‘আমি এই প্রস্তাবে না বলেছি। আমি বলেছি, আমি এভাবে প্রধানমন্ত্রী হতে চাই না। আমি প্রধানমন্ত্রী হলে, পাকিস্তানের জনগণ আমাকে নির্বাচিত করার পর হবে।’ এ সময় তিনি আরও বলেন, আমরা কোনো মন্ত্রিত্ব চাই না। তবে আমাদের আলাদা প্রস্তাব আছে।’ 

আসিফ আলী জারদারিকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে পিপিপি—এই বিষয়টি জানিয়ে বিলাওয়াল বলেন, তাঁর বাবা প্রেসিডেন্ট হলে তিনি দেশের রাজনৈতিক মতভেদ কমাতে ভূমিকা রাখতে পারবেন। এ বিষয়ে বিলাওয়াল বলেন, ‘দেশে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণ করতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, জারদারি রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের প্রার্থী হবেন এবং যখন তিনি দায়িত্ব গ্রহণ করবেন তিনি এই আগুন নেভাবেন এবং কেন্দ্র ও প্রদেশগুলোকে রক্ষা করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত