Ajker Patrika

পাকিস্তানে বন্যা পরিস্থিতির আরও অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ১২৬৫ 

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ২১: ৫০
পাকিস্তানে বন্যা পরিস্থিতির আরও অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ১২৬৫ 

পাকিস্তানের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যায় দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৭ জন। এই নিয়ে মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬৫ জনে। দেশটির সিন্ধু প্রদেশের দাদু জেলায় বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত করাচির শরণার্থীশিবিরে ১৫ হাজারেরও বেশি লোক আশ্রয় নিয়েছে। ফ্রান্সসহ এখন পর্যন্ত প্রায় ৩০টি দেশ পাকিস্তানের বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে। তবে পাকিস্তান সরকার বিশ্বের প্রতি আরও সহায়তার আবেদন জানিয়েছে। 

এদিকে, গত ৩১ আগস্ট পর্যন্ত বন্যা পরিস্থিতির বিবরণ দিয়ে দেশটির জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছিল, ১৪ জুন থেকে বন্যায় আহত হয়েছে সাড়ে ৩ হাজারের বেশি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছ, দেশটিতে বন্যায় আহত হয়েছে ১ হাজার ৬০০ জনেরও বেশি। এ ছাড়া বন্যায় দেশটির ৩ লাখ ২৫ হাজার ঘর ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ লাখ ৩৩ হাজার ঘর। বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বন্যায় দেশটির ৭ লাখ ৩৫ হাজার গবাদিপশু হয় প্রাণ হারিয়েছে নয়তো ভেসে গেছে। 

ইতিহাস বলছে, এই বন্যা যেন দেশটিতে ২০১০ সালে হয়ে যাওয়া বন্যারই প্রতিচ্ছবি। দেশটির ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে ভয়াবহ বন্যা ছিল সেই বারের বন্যা। সেই বন্যায় ২ হাজারের বেশি পাকিস্তানি মারা গিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত