অনলাইন ডেস্ক
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছে পাকিস্তান। চলতি বছরের জানুয়ারিতে ১৫ সদস্যের এই সংস্থার অস্থায়ী সদস্য হিসেবে পাকিস্তান তার দুই বছরের মেয়াদ শুরু করে। ২০১৩ সালের পর এই পদে এটি পাকিস্তানের প্রথম দায়িত্ব। এ নিয়ে অষ্টমবারের মতো দেশটি নিরাপত্তা পরিষদে দায়িত্ব পালন করছে।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের পদ একটি প্রতীকী ভূমিকা। এর কোনো নির্বাহী ক্ষমতা নেই, তবে এই দায়িত্বটি পাকিস্তান এমন এক সময়ে পেয়েছে, যখন প্রতিবেশী দেশের সঙ্গে তাদের ভূরাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।
জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ শান্তিপূর্ণ উপায়ে সংঘাত সমাধানের বিষয়ে ইসলামাবাদের অঙ্গীকার ব্যক্ত করেছেন। পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য ডন’কে তিনি বলেন, ‘জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা অনুযায়ী সম্মিলিত ও সময়োপযোগী পদক্ষেপের জন্য আমরা অন্য কাউন্সিল সদস্যদের সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করব।’
আসিম ইফতিখার আরও বলেন, পাকিস্তান এমন এক সময়ে এই প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছে, যখন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি বাড়ছে। রাষ্ট্রদূত বলেন, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অস্থিতিশীলতা, বাড়তে থাকা সংঘাত, জটিল ভূরাজনৈতিক ও ভূকৌশলগত পরিস্থিতি এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি গুরুতর হুমকির মুখে পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে পেহেলগাম হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাতের সৃষ্টি হয়েছে, বিষয়টি পাকিস্তান নিরাপত্তা পরিষদে উত্থাপন করবে বলে আশা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, ইসলামাবাদকে মোকাবিলা করার জন্য ভারত একটি কৌশল প্রস্তুত করছে। নয়াদিল্লির কৌশল তার অর্থনৈতিক শক্তি ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর কেন্দ্রীভূত হবে। ভারত আন্তসীমান্ত সন্ত্রাসবাদের দিকেও মনোযোগ আকর্ষণ করবে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছে পাকিস্তান। চলতি বছরের জানুয়ারিতে ১৫ সদস্যের এই সংস্থার অস্থায়ী সদস্য হিসেবে পাকিস্তান তার দুই বছরের মেয়াদ শুরু করে। ২০১৩ সালের পর এই পদে এটি পাকিস্তানের প্রথম দায়িত্ব। এ নিয়ে অষ্টমবারের মতো দেশটি নিরাপত্তা পরিষদে দায়িত্ব পালন করছে।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের পদ একটি প্রতীকী ভূমিকা। এর কোনো নির্বাহী ক্ষমতা নেই, তবে এই দায়িত্বটি পাকিস্তান এমন এক সময়ে পেয়েছে, যখন প্রতিবেশী দেশের সঙ্গে তাদের ভূরাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।
জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ শান্তিপূর্ণ উপায়ে সংঘাত সমাধানের বিষয়ে ইসলামাবাদের অঙ্গীকার ব্যক্ত করেছেন। পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য ডন’কে তিনি বলেন, ‘জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা অনুযায়ী সম্মিলিত ও সময়োপযোগী পদক্ষেপের জন্য আমরা অন্য কাউন্সিল সদস্যদের সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করব।’
আসিম ইফতিখার আরও বলেন, পাকিস্তান এমন এক সময়ে এই প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছে, যখন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি বাড়ছে। রাষ্ট্রদূত বলেন, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অস্থিতিশীলতা, বাড়তে থাকা সংঘাত, জটিল ভূরাজনৈতিক ও ভূকৌশলগত পরিস্থিতি এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি গুরুতর হুমকির মুখে পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে পেহেলগাম হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাতের সৃষ্টি হয়েছে, বিষয়টি পাকিস্তান নিরাপত্তা পরিষদে উত্থাপন করবে বলে আশা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, ইসলামাবাদকে মোকাবিলা করার জন্য ভারত একটি কৌশল প্রস্তুত করছে। নয়াদিল্লির কৌশল তার অর্থনৈতিক শক্তি ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর কেন্দ্রীভূত হবে। ভারত আন্তসীমান্ত সন্ত্রাসবাদের দিকেও মনোযোগ আকর্ষণ করবে।
১৯৮০-এর দশকের শেষ দিক থেকে নিয়মিত উড়োজাহাজে যাতায়াত করতেন ব্রুস গ্যাম্বল। গাড়ি বিক্রির একজন পরামর্শদাতা হিসেবে পেশাগত দায়িত্ব পালনের জন্যই আলাবামার বার্মিংহাম থেকে এই যাত্রা শুরু হয়েছিল তাঁর। সুদীর্ঘ এই ভ্রমণ-জীবনে তাঁর পরিচয় গড়ে ওঠে বার্মিংহাম-শাটলসওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের ডেলটা...
৮ ঘণ্টা আগেগতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, টরন্টোর রাস্তায় রথযাত্রা চলাকালে ডিম ছুড়ে মারেন কয়েকজন। ভারতীয় বংশোদ্ভূত ইনস্টাগ্রাম ব্যবহারকারী সঙ্গনা বাজাজ ভিডিওটি পোস্ট করে দাবি করেন, আশপাশের একটি ভবন থেকে রথযাত্রার ওপর ডিম ছোড়া হয়।
৯ ঘণ্টা আগেট্রাম্প হুমকি দিয়েছেন, ‘যদি যুদ্ধবিরতি চুক্তি না হয়, তাহলে আগামী ৫০ দিনের মধ্যে রাশিয়ার ওপর ১০০ শতাংশ সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হবে। এই শুল্ক আরোপের জন্য কংগ্রেসের নিম্নকক্ষ (হাউস) বা উচ্চকক্ষের (সিনেট) অনুমতির প্রয়োজন হবে না।’
১০ ঘণ্টা আগেদেশের এয়ারলাইনসগুলোকে তাদের বোয়িং-৭৮৭ বহরের ফুয়েল কন্ট্রোল সুইচের লকিং মেকানিজম পরীক্ষা করার নির্দেশ দিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ)। নির্দেশনায় আগামী ২১ জুলাইয়ের মধ্যে এই পরীক্ষা শেষ করতে বলা হয়েছে। গত ১২ জুন ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উড
১০ ঘণ্টা আগে