সামরিক আইনে কোনো বেসামরিক ব্যক্তির বিচার করা যাবে না। বিষয়টি অসাংবিধানিক। ফলে গত ৯-১০ মের দাঙ্গায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের যেসব সমর্থক গ্রেপ্তার হয়েছিলেন, তাঁদের বিচার আর সেনা আইনে করা সম্ভব হবে না। গত সোমবার এমনটাই রায় দিয়েছেন পাকিস্তানের সর্বোচ্চ আদালত। বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তানের রাজনীতিতে এটি গণতন্ত্রের জয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে।
চলতি বছরের মে মাসের ৯ তারিখে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হলে তাঁর সমর্থকেরা দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শন করেন। ভাঙচুর চালান কয়েকটি সেনা স্থাপনায়। সেই ঘটনায় ইমরান খানের শতাধিক সমর্থককে গ্রেপ্তার করে তৎকালীন পাকিস্তান সরকার। শুরু থেকে বলা হচ্ছিল, গ্রেপ্তার এই শতাধিক লোকের বিচার হবে সেনা আইনে। কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ে সেনা আইনে বেসামরিক লোকদের বিচারের বিষয়টি বাধাগ্রস্ত হবে।
গত সোমবার পাকিস্তান সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ এ রায় দেন। বেঞ্চটির নেতৃত্ব দেন বিচারপতি ইজাজুল আহসান। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন—বিচারপতি মুনিব আখতার, বিচারপতি ইয়াহয়া আফ্রিদি, বিচারপতি সৈয়দ মাজহার আলী আকবর নকভি ও বিচারপতি আয়েশা এ. মালিক। তাঁরা সর্বসম্মতিক্রমে রায় দেন, ৯ মে দাঙ্গার সব মামলাই বেসামরিক ফৌজদারি আদালতে বিচার করতে হবে।
আদালতের রায়ে সেনা আইনে অনেকের বিচার হচ্ছে, কিন্তু সেটি হওয়া উচিত নয় উল্লেখ করে বলা হয়, ‘পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল শীর্ষ আদালতে প্রায় ১০৩ জনের তালিকা দিয়েছেন, যাঁরা গত ৯ ও ১০ মে যেসব ঘটনা ঘটেছে তার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে এবং আরও অনেকে হয়তো অভিযুক্ত রয়েছেন কিংবা অভিযুক্ত হবেন, তাঁদের দেশের সাধারণ অথবা বিশেষ আইনে প্রতিষ্ঠিত উপযুক্ত এখতিয়ারের ফৌজদারি আদালতে বিচার করা হবে।’
সুপ্রিম কোর্টের এই আদেশের পর সামরিক আদালতে চলতে থাকা মামলাগুলো এখন বেসামরিক আদালতে স্থানান্তর করা হবে। পাকিস্তান ও পাকিস্তানের বাইরের মানবাধিকার সংগঠনগুলো শুরু থেকেই সেনা আইনে বিচারের বিষয়টির বিরুদ্ধে অবস্থান নিয়ে এর সমালোচনা করে আসছিলেন। এ ছাড়া এই রায়ের ফলে এরই মধ্যে যাঁরা সেনা আইনে দণ্ড পেয়েছেন, তাঁরা সেই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলও করতে পারবেন।
মূলত ইমরান খানের দল পিটিআইয়ের পক্ষ থেকেই সেনা আইনে বেসামরিক লোকদের বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে আবেদন করা হয়। পিটিআইয়ের হয়ে সেই আবেদন করেছিলেন আইতজাজ আহসান। তিনি বলেন, ‘আজকের এই রায় খুবই গুরুত্বপূর্ণ এবং এটি দেশের সংবিধান, আইন ও বেসামরিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করবে।
সামরিক আইনে কোনো বেসামরিক ব্যক্তির বিচার করা যাবে না। বিষয়টি অসাংবিধানিক। ফলে গত ৯-১০ মের দাঙ্গায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের যেসব সমর্থক গ্রেপ্তার হয়েছিলেন, তাঁদের বিচার আর সেনা আইনে করা সম্ভব হবে না। গত সোমবার এমনটাই রায় দিয়েছেন পাকিস্তানের সর্বোচ্চ আদালত। বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তানের রাজনীতিতে এটি গণতন্ত্রের জয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে।
চলতি বছরের মে মাসের ৯ তারিখে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হলে তাঁর সমর্থকেরা দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শন করেন। ভাঙচুর চালান কয়েকটি সেনা স্থাপনায়। সেই ঘটনায় ইমরান খানের শতাধিক সমর্থককে গ্রেপ্তার করে তৎকালীন পাকিস্তান সরকার। শুরু থেকে বলা হচ্ছিল, গ্রেপ্তার এই শতাধিক লোকের বিচার হবে সেনা আইনে। কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ে সেনা আইনে বেসামরিক লোকদের বিচারের বিষয়টি বাধাগ্রস্ত হবে।
গত সোমবার পাকিস্তান সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ এ রায় দেন। বেঞ্চটির নেতৃত্ব দেন বিচারপতি ইজাজুল আহসান। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন—বিচারপতি মুনিব আখতার, বিচারপতি ইয়াহয়া আফ্রিদি, বিচারপতি সৈয়দ মাজহার আলী আকবর নকভি ও বিচারপতি আয়েশা এ. মালিক। তাঁরা সর্বসম্মতিক্রমে রায় দেন, ৯ মে দাঙ্গার সব মামলাই বেসামরিক ফৌজদারি আদালতে বিচার করতে হবে।
আদালতের রায়ে সেনা আইনে অনেকের বিচার হচ্ছে, কিন্তু সেটি হওয়া উচিত নয় উল্লেখ করে বলা হয়, ‘পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল শীর্ষ আদালতে প্রায় ১০৩ জনের তালিকা দিয়েছেন, যাঁরা গত ৯ ও ১০ মে যেসব ঘটনা ঘটেছে তার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে এবং আরও অনেকে হয়তো অভিযুক্ত রয়েছেন কিংবা অভিযুক্ত হবেন, তাঁদের দেশের সাধারণ অথবা বিশেষ আইনে প্রতিষ্ঠিত উপযুক্ত এখতিয়ারের ফৌজদারি আদালতে বিচার করা হবে।’
সুপ্রিম কোর্টের এই আদেশের পর সামরিক আদালতে চলতে থাকা মামলাগুলো এখন বেসামরিক আদালতে স্থানান্তর করা হবে। পাকিস্তান ও পাকিস্তানের বাইরের মানবাধিকার সংগঠনগুলো শুরু থেকেই সেনা আইনে বিচারের বিষয়টির বিরুদ্ধে অবস্থান নিয়ে এর সমালোচনা করে আসছিলেন। এ ছাড়া এই রায়ের ফলে এরই মধ্যে যাঁরা সেনা আইনে দণ্ড পেয়েছেন, তাঁরা সেই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলও করতে পারবেন।
মূলত ইমরান খানের দল পিটিআইয়ের পক্ষ থেকেই সেনা আইনে বেসামরিক লোকদের বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে আবেদন করা হয়। পিটিআইয়ের হয়ে সেই আবেদন করেছিলেন আইতজাজ আহসান। তিনি বলেন, ‘আজকের এই রায় খুবই গুরুত্বপূর্ণ এবং এটি দেশের সংবিধান, আইন ও বেসামরিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে শান্তি আলোচনা ক্ষতিগ্রস্ত করার অভিযোগ এনেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ক্রিমিয়াকে রাশিয়ার অংশ বলে স্বীকৃতি দেবেন না, বলার পর ট্রাম্প এই অভিযোগ তোলেন। যুক্তরাষ্ট্রের তরফ থেকে এটি অনেকটাই স্পষ্ট করে দেওয়া হয়েছে
২১ মিনিট আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেরে পেহেলগামে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপানোর চেষ্টা করছে ভারত। কোনো প্রমাণ না দিয়েই ভারত বলেছে, এই হামলার পেছনে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলো দায়ী।
২ ঘণ্টা আগেব্রিটিশ এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এমনটাই অভিযোগ তুলেছেন টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা। বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ তুলেছেন তাঁরা। যুক্তরাজ্যের সাবেক এই মন্ত্রীর ‘ন্যায়বিচার...
২ ঘণ্টা আগে১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু নদী এবং এর শাখানদীগুলোর (ঝিলম, চেনাব, রবি, বিয়াস ও শতদ্রু) পানিবণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু চুক্তি হয়। এই চুক্তির সুবিধাভোগী ছিল পাকিস্তানের প্রায় কয়েক কোটি মানুষ। কিন্তু এবার সেই ঐতিহাসিক চুক্তি স্থগিত করা হলো। ফলে পাকিস্তানে পানি সরবরাহ..
১১ ঘণ্টা আগে