পাকিস্তানে সামরিক চৌকিতে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের আত্মঘাতী বোমা হামলা অন্তত ১২ সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে আফগান সীমান্তসংলগ্ন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় এই হামলা হয়। এতে হামলাকারীদের ছয় সদস্যের মৃত্যু হয়। ভয়েস অব আমেরিকা এসব তথ্য জানিয়েছে।
পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘সশস্ত্র বিদ্রোহীরা সামরিক চৌকির ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বাধা দেওয়া হয়। তখন তারা বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে সামরিক চৌকিতে আঘাত করে। এতে দেয়ালের একটি অংশ ধসে পড়ে ও আশপাশের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।’
স্থানীয় নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, এ ঘটনায় অন্তত ছয়জন সেনা সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
এই হামলার জন্য তেহরিক-ই-তালিবান পাকিস্তান নামে পরিচিত নিষিদ্ধ ‘খাওয়ারিজ’ গোষ্ঠীকে দায়ী করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। এরা প্রায়ই খাইবার পাখতুনখাওয়ায় সীমান্তবর্তী এলাকায় সেনা ও পুলিশ বাহিনীর ওপর আক্রমণ চালায়।
গতকাল রাতে এই হামলার দায় স্বীকার করেছেন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) নেতা হাফিজ গুল বাহাদুর। পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জাতিসংঘ থেকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন টিটিপি। এরা আফগানিস্তানে আশ্রয় নিয়ে সহিংসতা চালাচ্ছে।
টিটিপি ও অন্যান্য পাকিস্তানবিরোধী গোষ্ঠীগুলি যেন ওপার থেকে সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে সেজন্য ব্যবস্থা নিতে তালিবান সরকারের কাছে আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।
তবে পাকিস্তানের এই অভিযোগ অস্বীকার করেছে তালিবান সরকার। তাদের দাবি, আফগানিস্তানে কোনো বিদেশি সশস্ত্র বিদ্রোহী বা সন্ত্রাসী গোষ্ঠী নেই।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের ‘বিচ্ছিন্নতাবাদীদের’ বিরুদ্ধে লড়াই করছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। ইসলামাবাদের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ’ (সিআরএসএস) জানিয়েছে, চলতি বছর সশস্ত্র বিদ্রোহীদের সহিংসতায় বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ায় এক হাজার ১০০-এর বেশি পাকিস্তানি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।
বেলুচিস্তান পাকিস্তানের প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ এলাকা। চীনের অর্থায়নে সম্প্রতি এই অঞ্চলে বেশ কিছু বড় উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই গতকাল প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বেলুচিস্তানে নতুন সামরিক অভিযান পরিচালনার অনুমতি দিয়েছেন। তবে সরকারি ঘোষণা অনুযায়ী, এই সামরিক অভিযানের সময়সূচি বা বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
পাকিস্তানে সামরিক চৌকিতে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের আত্মঘাতী বোমা হামলা অন্তত ১২ সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে আফগান সীমান্তসংলগ্ন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় এই হামলা হয়। এতে হামলাকারীদের ছয় সদস্যের মৃত্যু হয়। ভয়েস অব আমেরিকা এসব তথ্য জানিয়েছে।
পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘সশস্ত্র বিদ্রোহীরা সামরিক চৌকির ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বাধা দেওয়া হয়। তখন তারা বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে সামরিক চৌকিতে আঘাত করে। এতে দেয়ালের একটি অংশ ধসে পড়ে ও আশপাশের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।’
স্থানীয় নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, এ ঘটনায় অন্তত ছয়জন সেনা সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
এই হামলার জন্য তেহরিক-ই-তালিবান পাকিস্তান নামে পরিচিত নিষিদ্ধ ‘খাওয়ারিজ’ গোষ্ঠীকে দায়ী করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। এরা প্রায়ই খাইবার পাখতুনখাওয়ায় সীমান্তবর্তী এলাকায় সেনা ও পুলিশ বাহিনীর ওপর আক্রমণ চালায়।
গতকাল রাতে এই হামলার দায় স্বীকার করেছেন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) নেতা হাফিজ গুল বাহাদুর। পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জাতিসংঘ থেকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন টিটিপি। এরা আফগানিস্তানে আশ্রয় নিয়ে সহিংসতা চালাচ্ছে।
টিটিপি ও অন্যান্য পাকিস্তানবিরোধী গোষ্ঠীগুলি যেন ওপার থেকে সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে সেজন্য ব্যবস্থা নিতে তালিবান সরকারের কাছে আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।
তবে পাকিস্তানের এই অভিযোগ অস্বীকার করেছে তালিবান সরকার। তাদের দাবি, আফগানিস্তানে কোনো বিদেশি সশস্ত্র বিদ্রোহী বা সন্ত্রাসী গোষ্ঠী নেই।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের ‘বিচ্ছিন্নতাবাদীদের’ বিরুদ্ধে লড়াই করছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। ইসলামাবাদের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ’ (সিআরএসএস) জানিয়েছে, চলতি বছর সশস্ত্র বিদ্রোহীদের সহিংসতায় বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ায় এক হাজার ১০০-এর বেশি পাকিস্তানি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।
বেলুচিস্তান পাকিস্তানের প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ এলাকা। চীনের অর্থায়নে সম্প্রতি এই অঞ্চলে বেশ কিছু বড় উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই গতকাল প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বেলুচিস্তানে নতুন সামরিক অভিযান পরিচালনার অনুমতি দিয়েছেন। তবে সরকারি ঘোষণা অনুযায়ী, এই সামরিক অভিযানের সময়সূচি বা বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
২ ঘণ্টা আগেইসরায়েলের কর্মকর্তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো আলোচনায় তাদের ‘পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে।’ আর এ জন্য প্রয়োজনে ইসরায়েল ইরানের পারমাণবিক সীমিত পরিসরে হামলাও চালাতে পারে।
২ ঘণ্টা আগেনয় বছর বয়সী মাহমুদ আজ্জুর। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখন্ড গাজার পুরোনো শহরের বাসিন্দা। একসময় বাজারে গিয়ে মায়ের জন্য সবজি কিনে আনত, খেলাধুলা করত, বন্ধুদের সঙ্গে হাসত। এখন সে হাত দুটো নেই। গত বছরের মার্চে ইসরায়েলি ড্রোন হামলায় ধ্বংস হয়ে যায় মাহমুদের বাড়ি। বিস্ফোরণে মাহমুদ তার দুই হাত হারায়...
৩ ঘণ্টা আগেগাজার তরুণ ফটোসাংবাদিক ফাতেমা হাসসুনা জানতেন, মৃত্যু সব সময় তাঁর দরজায় ওঁত পেতে থাকে। গত ১৮ মাস ইসরায়েলের নির্বিচার বিমান হামলা, নিজের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হওয়া, বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুতি এবং পরিবারের ১১ জন সদস্যের মৃত্যু নিজ হাতে নথিভুক্ত করেছেন তিনি। এই ঘটনাগুলো ক্যামেরাবন্দী করতে গিয়ে...
৩ ঘণ্টা আগে