পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রেড জোনে প্রবেশের দায়ে ৬ হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আলম-ই-মজলিশ তাহাফুজ-ই-নবুওয়াত নামের একটি সংগঠনের ব্যানারে গত রোববার রেড জোনে প্রবেশ করে তারা।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনসহ পাকিস্তান দণ্ডবিধির কয়েকটি ধারায় গতকাল বুধবার করা এই মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়। বাকিদের অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে।
এজাহারে বলা হয়, ঘটনার দিন বেলা সাড়ে ৩টার দিকে কাজী আবদুর রশিদের নেতৃত্বে তিন দিক থেকে আসা দুর্বৃত্তরা এক্সপ্রেস চকে জড়ো হতে থাকে। তাদের সংখ্যা ছিল ৫ থেকে ৬ হাজারের মতো। অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তারা সেখানে জড়ো হয়। আতাতুর্ক অ্যাভিনিউ, জিন্নাহ অ্যাভিনিউ ও দূতাবাস রোড অবরোধের পাশাপাশি এক্সপ্রেস চকে তারা একটি মঞ্চও স্থাপন করে।
রাজধানীতে ১৪৪ ধারা জারির বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সতর্ক করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়। এ ছাড়া উচ্চ আদালতের নির্দেশে রেড জোন এলাকায় বিক্ষোভের ওপর আগে থেকেই নিষেধাজ্ঞা ছিল।
পুলিশ বলছে, কোনো ধরনের অনুমতি ছাড়াই বিক্ষোভকারীরা সেখানে জমায়েত হয়। তারা একটি মঞ্চ তৈরি করে এবং লাউড স্পিকার ব্যবহার করে উসকানিমূলক বক্তব্য দেয়। একপর্যায়ে তারা প্রধান বিচারপতির অপসারণের দাবিতে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রার ঘোষণা দেয়। এ সময় সরকার ও বিচার বিভাগের বিরুদ্ধে নানা স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
ঘটনার সূত্রপাত ‘ধর্ম অবমাননা’র দায়ে অভিযুক্ত আহমদিয়া সম্প্রদায়ের এক ব্যক্তিকে বেকসুর খালাস দেওয়াকে কেন্দ্র করে। বিক্ষোভকারীদের দাবি, ওই রায় দিয়ে প্রধান বিচারপতি নিজেই ধর্ম অবমাননা করেছেন।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রেড জোনে প্রবেশের দায়ে ৬ হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আলম-ই-মজলিশ তাহাফুজ-ই-নবুওয়াত নামের একটি সংগঠনের ব্যানারে গত রোববার রেড জোনে প্রবেশ করে তারা।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনসহ পাকিস্তান দণ্ডবিধির কয়েকটি ধারায় গতকাল বুধবার করা এই মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়। বাকিদের অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে।
এজাহারে বলা হয়, ঘটনার দিন বেলা সাড়ে ৩টার দিকে কাজী আবদুর রশিদের নেতৃত্বে তিন দিক থেকে আসা দুর্বৃত্তরা এক্সপ্রেস চকে জড়ো হতে থাকে। তাদের সংখ্যা ছিল ৫ থেকে ৬ হাজারের মতো। অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তারা সেখানে জড়ো হয়। আতাতুর্ক অ্যাভিনিউ, জিন্নাহ অ্যাভিনিউ ও দূতাবাস রোড অবরোধের পাশাপাশি এক্সপ্রেস চকে তারা একটি মঞ্চও স্থাপন করে।
রাজধানীতে ১৪৪ ধারা জারির বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সতর্ক করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়। এ ছাড়া উচ্চ আদালতের নির্দেশে রেড জোন এলাকায় বিক্ষোভের ওপর আগে থেকেই নিষেধাজ্ঞা ছিল।
পুলিশ বলছে, কোনো ধরনের অনুমতি ছাড়াই বিক্ষোভকারীরা সেখানে জমায়েত হয়। তারা একটি মঞ্চ তৈরি করে এবং লাউড স্পিকার ব্যবহার করে উসকানিমূলক বক্তব্য দেয়। একপর্যায়ে তারা প্রধান বিচারপতির অপসারণের দাবিতে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রার ঘোষণা দেয়। এ সময় সরকার ও বিচার বিভাগের বিরুদ্ধে নানা স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
ঘটনার সূত্রপাত ‘ধর্ম অবমাননা’র দায়ে অভিযুক্ত আহমদিয়া সম্প্রদায়ের এক ব্যক্তিকে বেকসুর খালাস দেওয়াকে কেন্দ্র করে। বিক্ষোভকারীদের দাবি, ওই রায় দিয়ে প্রধান বিচারপতি নিজেই ধর্ম অবমাননা করেছেন।
অবৈধ অভিবাসী আটকে দেশজুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে মালয়েশিয়া। গত বুধবার পর্যন্ত দেশটিতে ২২ হাজার অবৈধ অভিবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। গতকাল শুক্রবার মালয়েশিয়ার গণমাধ্যম নিউ স্ট্রেট টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আটক অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ১৬৫ জ
৭ ঘণ্টা আগেনিউইয়র্ক শহরের ব্যস্ত রাস্তায় গত ক’দিন ধরে দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক দৃশ্য। ব্যস্ততম ম্যানহাটনের পথে পথে একটি বুনো টার্কি আপন মনে হাঁটছে, উড়ছে কিংবা ঘুরে বেড়াচ্ছে ছাদে ছাদে। এটি একটি নামও পেয়ে গেছে—অ্যাস্টোরিয়া। শহরের মানুষ অ্যাস্টোরিয়ার এমন সাহসিক অভিযানে এখন রীতিমতো অভিভূত।
৮ ঘণ্টা আগেপাকিস্তানের করাচিতে সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়ের এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে উগ্র ইসলামপন্থীরা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুক্রবার করাচির একটি মোবাইল মার্কেটের কাছে এ হামলার ঘটনা ঘটে। এর আগে উগ্রপন্থীরা এই সংখ্যালঘু সম্প্রদায়ের একটি উপাসনালয় ঘেরাও করে।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সিয়েরা নেভাদা পর্বতমালার নিচে পৃথিবীর ভূত্বক যে ধীরে ধীরে খসে পড়ছে বা খোসা ছাড়াচ্ছে, তার বিরল ও শক্তিশালী প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ৪০ বছরের ভূমিকম্পের রেকর্ড ঘাঁটতে গিয়ে চাঞ্চল্যকর এই তথ্য সামনে আনেন ভূকম্পবিদ ডেবোরাহ কিলব।
৯ ঘণ্টা আগে