Ajker Patrika

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা

অনলাইন ডেস্ক
পাকিস্তানের সশস্ত্রবাহিনীর ক্ষেপণাস্ত্র। ছবি: সংগৃহীত
পাকিস্তানের সশস্ত্রবাহিনীর ক্ষেপণাস্ত্র। ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বেড়েছে। এই হামলায় ২৬ জন নিহত হয়েছে। এই হামলার পর ভারত পাকিস্তানকে দোষারোপ করে বেশ কঠোর পদক্ষেপ নিয়েছে। এই ডামাডোলের মধ্যেই পাকিস্তান ভূমি থেকে ভূমিকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, পেহেলগামে হামলার ঘটনার পর ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান করাচি উপকূলের অদূরে নিজস্ব ‘এক্সক্লুসিভ ইকোনমিক জোনে’ সারফেস-টু-সারফেস অর্থাৎ ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, ভারতীয় সময় গতকাল মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে পাকিস্তানি নিরাপত্তা সংস্থাগুলো এই বিজ্ঞপ্তি জারি করে। প্রায় একই সময়ে ভারতের শীর্ষ নেতৃত্ব পাকিস্তানের হামলায় জড়িত থাকার বিষয়ে ব্যবস্থা নিতে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিল।

সূত্র অনুযায়ী, ক্ষেপণাস্ত্র পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে আগামীকাল শুক্রবারের মধ্যে অনুষ্ঠিত হবে। ভারতের সংশ্লিষ্ট সংস্থাগুলো এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পেহেলগমে হামলায় ২৬ জন প্রাণ হারানোর পরেই পাকিস্তান ক্ষেপণাস্ত্র পরীক্ষার এই ঘোষণা দিল। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, পাকিস্তানভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈয়্যবার ভারতীয় শাখা রেজিস্টেন্স ফ্রন্ট (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে।

এই হামলার জবাবে ভারত গতকাল বুধবার পাকিস্তানের ‘সীমান্ত-সন্ত্রাসবাদের’ সমর্থনের বিরুদ্ধে কড়া বার্তা দিতে একাধিক পদক্ষেপ ঘোষণা করে। দেশটি জানিয়েছে, ১৯৬০ সালের সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত রাখা হবে। আটারি-ওয়াঘা সমন্বিত চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে।

নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এক বিশেষ সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, সার্ক ভিসা অব্যাহতি প্রকল্পের অধীনে পাকিস্তানি নাগরিকদের ভারতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকের সভাপতিত্ব করেন।

বুধবার অনুষ্ঠিত নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটিকে পেহেলগামের সন্ত্রাসী হামলা সম্পর্কে বিস্তারিত জানানো হয়। এই হামলায় ২৫ জন ভারতীয় এবং এক নেপালি নাগরিক নিহত হন। কমিটি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত