অনলাইন ডেস্ক
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র বিদ্রোহীরা একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়ে বেশ কয়েকজন যাত্রীকে জিম্মি করেছে। সামরিক সূত্রের বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসি জানিয়েছে, জাফর এক্সপ্রেস নামের ওই ট্রেনটি পাকিস্তানের কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার পথে হামলার শিকার হয়।
বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) নামে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ট্রেনটিতে গুলি চালিয়ে এবং বোমা বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানোর কথা স্বীকার করেছে। এক বিবৃতিতে বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে, ট্রেনটি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় পুলিশের বরাতে জানা গেছে, হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ট্রেনের চালকও রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং যাত্রীদের উদ্ধারের জন্য হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
বেলুচিস্তান সরকারের একজন মুখপাত্র ডন পত্রিকাকে বলেছেন—ট্রেনটিতে প্রচণ্ড গোলাগুলির ঘটনা ঘটেছে। একটি পুলিশ সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ট্রেনটি এখনো একটি পাহাড়ঘেরা সুড়ঙ্গের কাছেই আটকে রয়েছে।
এদিকে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) জানিয়েছে, যদি নিরাপত্তা বাহিনী তাদের আটক করা যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে, তাহলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।
বিএলএ দীর্ঘদিন ধরে বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে লড়াই করছে এবং তারা প্রায়ই পুলিশ স্টেশন, রেলপথ ও মহাসড়ককে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। পাকিস্তান সরকার এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ বিএলএ-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
কোয়েটার রেলওয়ে কন্ট্রোলার মোহাম্মদ কাশিফ জানিয়েছেন, ট্রেনটিতে প্রায় ৪০০ থেকে ৪৫০ জন যাত্রী ছিলেন। তবে কতজনকে জিম্মি করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
কোয়েটার রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্রোহীদের হামলার পর বেশ কয়েকজন নারী ও শিশু ট্রেন থেকে নেমে সিবি শহরের দিকে হাঁটতে শুরু করেছে। কিন্তু নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।
এদিকে কোয়েটার রেলওয়ে স্টেশনে যাত্রীদের স্বজনেরা উৎকণ্ঠার মধ্যে অপেক্ষা করছেন। আজ মঙ্গলবার সকালে এই ট্রেনে এক যাত্রী কোয়েটা থেকে লাহোরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। তাঁর ছেলে মোহাম্মদ আশরাফ বিবিসি উর্দুকে জানান, তিনি এখনো তাঁর বাবার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, হামলাস্থলে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা নেই। ফলে ট্রেনের যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে।
বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ প্রদেশ। কিন্তু এটি সবচেয়ে অনুন্নত এলাকা। এখানে দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলন চলছে, যা প্রায়ই সহিংসতায় রূপ নেয়।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র বিদ্রোহীরা একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়ে বেশ কয়েকজন যাত্রীকে জিম্মি করেছে। সামরিক সূত্রের বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসি জানিয়েছে, জাফর এক্সপ্রেস নামের ওই ট্রেনটি পাকিস্তানের কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার পথে হামলার শিকার হয়।
বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) নামে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ট্রেনটিতে গুলি চালিয়ে এবং বোমা বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানোর কথা স্বীকার করেছে। এক বিবৃতিতে বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে, ট্রেনটি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় পুলিশের বরাতে জানা গেছে, হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ট্রেনের চালকও রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং যাত্রীদের উদ্ধারের জন্য হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
বেলুচিস্তান সরকারের একজন মুখপাত্র ডন পত্রিকাকে বলেছেন—ট্রেনটিতে প্রচণ্ড গোলাগুলির ঘটনা ঘটেছে। একটি পুলিশ সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ট্রেনটি এখনো একটি পাহাড়ঘেরা সুড়ঙ্গের কাছেই আটকে রয়েছে।
এদিকে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) জানিয়েছে, যদি নিরাপত্তা বাহিনী তাদের আটক করা যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে, তাহলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।
বিএলএ দীর্ঘদিন ধরে বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে লড়াই করছে এবং তারা প্রায়ই পুলিশ স্টেশন, রেলপথ ও মহাসড়ককে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। পাকিস্তান সরকার এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ বিএলএ-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
কোয়েটার রেলওয়ে কন্ট্রোলার মোহাম্মদ কাশিফ জানিয়েছেন, ট্রেনটিতে প্রায় ৪০০ থেকে ৪৫০ জন যাত্রী ছিলেন। তবে কতজনকে জিম্মি করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
কোয়েটার রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্রোহীদের হামলার পর বেশ কয়েকজন নারী ও শিশু ট্রেন থেকে নেমে সিবি শহরের দিকে হাঁটতে শুরু করেছে। কিন্তু নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।
এদিকে কোয়েটার রেলওয়ে স্টেশনে যাত্রীদের স্বজনেরা উৎকণ্ঠার মধ্যে অপেক্ষা করছেন। আজ মঙ্গলবার সকালে এই ট্রেনে এক যাত্রী কোয়েটা থেকে লাহোরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। তাঁর ছেলে মোহাম্মদ আশরাফ বিবিসি উর্দুকে জানান, তিনি এখনো তাঁর বাবার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, হামলাস্থলে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা নেই। ফলে ট্রেনের যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে।
বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ প্রদেশ। কিন্তু এটি সবচেয়ে অনুন্নত এলাকা। এখানে দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলন চলছে, যা প্রায়ই সহিংসতায় রূপ নেয়।
চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পাকিস্তান সফলভাবে পরীক্ষা করেছে ৪৫০ কিলোমিটার রেঞ্জবিশিষ্ট ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সামরিক মহড়ার অংশ হিসেবে চালানো এ পরীক্ষাকে ইসলামাবাদ নিয়মিত ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ বললেও ভারত একে উসকানিমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। কাশ্মীর হামলা ও সীমান্ত সংঘর্ষে
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে ১২০০ জনবল ছাঁটাই করবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপ মূলত নিয়োগ কমিয়ে বাস্তবায়ন করা হবে এবং এটি ট্রাম্প প্রশাসনের ফেডারেল কর্মীসংখ্যা হ্রাস নীতির অংশ।
২ ঘণ্টা আগেক্যাথলিক খ্রিষ্টধর্মের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদের আনুষ্ঠানিক নাম পোপ। সম্প্রতি পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করায় পোপের পদটি খালি হয়েছে। আর কিছু দিন আগে ডোনাল্ড ট্রাম্প হাস্যরসের মাধ্যমে জানিয়েছিলেন, পোপ হিসেবে তিনিই নিজের প্রথম পছন্দ। এবার তিনি পোপের পোশাক পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার
২ ঘণ্টা আগেপাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করেছে ভারত। শুধু তাই নয়, পাকিস্তানের পণ্যের জন্য ট্রানজিট এবং তৃতীয় কোনো দেশের বন্দর ব্যবহার করে পাকিস্তানি পণ্য আমদানিও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী
২ ঘণ্টা আগে