পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান অভিযোগ করে বলেছেন, ‘ক্ষমতাসীন জোট পিএমএল-এন ও পিপিপির নেতারা আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনার চেষ্টা করছেন এবং আমাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চাইছেন।’ গতকাল শুক্রবার নেতা-কর্মীদের এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেছেন বলে পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে।
ইমরান খান বলেছেন, ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দুই সাবেক শাসক ৩০ বছর ধরে পাকিস্তানকে লুট করেছেন। বিদেশি ব্যাংকে তাঁদের অবৈধ সম্পদ রেখেছেন এবং আদালতে তাঁরা দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁরা এখন আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়ার পাঁয়তারা করছেন। আমি তাঁদের স্পষ্ট করে বলতে চাই, আমি এমন কেউ নই যে আমদানি করা সরকার বা কোনো পরাশক্তির কাছে আত্মসমর্পণ করব।’
ওই অনুষ্ঠানে প্রাদেশিক মুখ্যমন্ত্রী মাহমুদ খান, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খট্টক, প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ গিলের সহযোগী ও স্থানীয় এমএনএসহ সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।
ইমরান খান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোটের নেতারা তাঁদের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল করতে চান। তাঁরা (জারদারি ও শরিফ) এমন একটি শাসনব্যবস্থা চালু করতে চান, যেখানে শুধু ছোট চোরদের শাস্তি দেওয়া হবে আর বড় চোরেরা ঘুরে বেড়াবে। আমরা যারা দেশপ্রেমিক নাগরিক, তাদের অবশ্যই সেই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে হবে।’
সম্প্রতি ইসলামাবাদে ইমরানের দলের আজাদি মার্চের সময় ‘আমদানি করা সরকার’ পিটিআই কর্মীদের ওপর নজিরবিহীন নির্যাতন চালিয়েছে বলেও অভিযোগ করেন পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এমন নিষ্ঠুরতা ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরেও ঘটেনি। আমাদের বিক্ষোভ শেষ হওয়ার পরদিন আমি এটি সম্পর্কে জানতে পেরেছি।’
ইমরান খান আরও বলেন, ভারত, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই একটি ‘শক্তিশালী পাকিস্তান’ দেখতে চায় না। তাই তারা দেশটিকে দুর্বল করার জন্য তাঁর (ইমরানের) সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ভারতীয় টিভি চ্যানেল ও সংবাদপত্র প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ক্ষমতাচ্যুতি উদ্যাপন করেছে। তিনি দাবি করেন, ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে ক্ষমতাসীন শরিফ পরিবারের দৃঢ় সম্পর্ক রয়েছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান অভিযোগ করে বলেছেন, ‘ক্ষমতাসীন জোট পিএমএল-এন ও পিপিপির নেতারা আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনার চেষ্টা করছেন এবং আমাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চাইছেন।’ গতকাল শুক্রবার নেতা-কর্মীদের এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেছেন বলে পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে।
ইমরান খান বলেছেন, ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দুই সাবেক শাসক ৩০ বছর ধরে পাকিস্তানকে লুট করেছেন। বিদেশি ব্যাংকে তাঁদের অবৈধ সম্পদ রেখেছেন এবং আদালতে তাঁরা দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁরা এখন আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়ার পাঁয়তারা করছেন। আমি তাঁদের স্পষ্ট করে বলতে চাই, আমি এমন কেউ নই যে আমদানি করা সরকার বা কোনো পরাশক্তির কাছে আত্মসমর্পণ করব।’
ওই অনুষ্ঠানে প্রাদেশিক মুখ্যমন্ত্রী মাহমুদ খান, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খট্টক, প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ গিলের সহযোগী ও স্থানীয় এমএনএসহ সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।
ইমরান খান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোটের নেতারা তাঁদের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল করতে চান। তাঁরা (জারদারি ও শরিফ) এমন একটি শাসনব্যবস্থা চালু করতে চান, যেখানে শুধু ছোট চোরদের শাস্তি দেওয়া হবে আর বড় চোরেরা ঘুরে বেড়াবে। আমরা যারা দেশপ্রেমিক নাগরিক, তাদের অবশ্যই সেই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে হবে।’
সম্প্রতি ইসলামাবাদে ইমরানের দলের আজাদি মার্চের সময় ‘আমদানি করা সরকার’ পিটিআই কর্মীদের ওপর নজিরবিহীন নির্যাতন চালিয়েছে বলেও অভিযোগ করেন পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এমন নিষ্ঠুরতা ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরেও ঘটেনি। আমাদের বিক্ষোভ শেষ হওয়ার পরদিন আমি এটি সম্পর্কে জানতে পেরেছি।’
ইমরান খান আরও বলেন, ভারত, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই একটি ‘শক্তিশালী পাকিস্তান’ দেখতে চায় না। তাই তারা দেশটিকে দুর্বল করার জন্য তাঁর (ইমরানের) সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ভারতীয় টিভি চ্যানেল ও সংবাদপত্র প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ক্ষমতাচ্যুতি উদ্যাপন করেছে। তিনি দাবি করেন, ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে ক্ষমতাসীন শরিফ পরিবারের দৃঢ় সম্পর্ক রয়েছে।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১২ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৬ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৯ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
২০ ঘণ্টা আগে