Ajker Patrika

আবুধাবিতে বাংলাদেশি রেস্তোরাঁ বন্ধ করল কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ মে ২০২৫, ১০: ১৯
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি বাংলাদেশি রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবুধাবি কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ (এডিএএফএসএ) আল দাফরা অঞ্চলের মাদিয়ান্ত জায়েদ নতুন শিল্প এলাকায় অবস্থিত অবস্থিত চিটাগাং রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে। আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সালের ২ নম্বর আইন এবং এর অধীনে জারিকৃত প্রবিধান লঙ্ঘনের দায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনসাধারণের স্বাস্থ্যের জন্য এটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এডিএএফএসএ বলেছে, ফুড কন্ট্রোল রিপোর্টে বলা হয়েছে, খাদ্য নিরাপত্তার প্রয়োজনীয়তা বারবার লঙ্ঘন এবং এসব ভুলত্রুটি সংশোধনে ব্যর্থতার কারণেই রেস্তোরাঁটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাদ্য নিরাপত্তা ও ভোক্তাদের স্বাস্থ্য নিশ্চিত করতে তাৎক্ষণিক এই ব্যবস্থা নেওয়া জরুরি ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, রেস্তোরাঁটি স্বাস্থ্যকর ও নিরাপদ খাদ্যের জন্য সমস্ত প্রয়োজনীয়তা পূরণ না করা পর্যন্ত প্রশাসনিক বন্ধের আদেশ বলবৎ থাকবে। এডিএএফএসএ আরও উল্লেখ করেছে, এই বন্ধ এবং পর্যবেক্ষণকৃত লঙ্ঘনগুলো আবু ধাবি আমিরাতের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে পরিদর্শনেরই অংশ। সমস্ত স্থাপনা যাতে খাদ্য নিরাপত্তার প্রয়োজনীয়তা মেনে চলে, তা নিশ্চিত করা এবং ভোক্তাদের সুরক্ষায় সক্রিয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।

এডিএএফএসএ জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে, যেকোনো খাদ্য লঙ্ঘন বা কোনো খাদ্যদ্রব্যের বিষয়বস্তু সম্পর্কে কোনো সন্দেহ থাকলে আবুধাবি সরকারের টোল ফ্রি নম্বর ৮০০৫৫৫-এ যোগাযোগ করে জানানোর জন্য। এতে পরিদর্শকেরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন, যার চূড়ান্ত লক্ষ্য হলো আবুধাবির সকল বাসিন্দার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত