অনলাইন ডেস্ক
গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে হত্যাযজ্ঞের পাশাপাশি দুই শতাধিক মানুষকে বন্দী করে গাজায় নিয়ে এসেছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা। সে সময় ইসরায়েল থেকে অপহৃত বেশ কয়েকজন বন্দীর ভিডিওচিত্র ভাইরাল হয় ইন্টারনেটে। ভাইরাল ওই ভিডিওগুলোর একটিতে দেখা গিয়েছিল জার্মানি ও ইসরায়েলের দ্বৈত নাগরিকত্ব থাকা শানি লৌককে। বন্দী হওয়ার মুহূর্তে ইসরায়েলে অনুষ্ঠিত সুপারনোভা মিউজিক ফেস্টিভ্যালে অবস্থান করছিলেন তিনি।
এবার শানি লৌককে মৃত অবস্থায় গাজায় পাওয়া গেছে বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। আজ সোমবার স্কাই নিউজের এক প্রতিবেদনে এই খবর জানা গেছে।
এ বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘খবরটি জানাতে গিয়ে আমরা ভেঙে পড়ছি যে,২৩ বছর বয়সী জার্মান-ইসরায়েলি শানি লৌকের মরদেহ পাওয়া গেছে এবং পরিচয় নিশ্চিত হওয়া গেছে।’
তিনি আরও বলেন, ‘শানি একটি মিউজিক ফেস্টিভ্যাল থেকে অপহৃত ও নির্যাতিত হয়েছিলেন এবং তাকে হামাস সন্ত্রাসীরা গাজায় নিয়ে গিয়েছিল।’
এ সময় শানির পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। বিষয়টিকে তিনি একটি দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করেন।
উল্লেখ্য, ইতিপূর্বে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছিল, ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় তাঁদের কাছে জিম্মি থাকা অন্তত ৫০ জন নিহত হয়েছেন।
একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘ধারণা করা হচ্ছে, ইহুদিবাদী হামলা ও গণহত্যার ফলে গাজা উপত্যকায় নিহত ইহুদি বন্দীর সংখ্যা প্রায় ৫০ ছুঁয়েছে।’
ইতিপূর্বে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে ১ হাজার ৪০০ মানুষকে হত্যার পাশাপাশি ২২৪ জনকে জিম্মি করে নিয়ে গেছে হামাস যোদ্ধারা।
গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে হত্যাযজ্ঞের পাশাপাশি দুই শতাধিক মানুষকে বন্দী করে গাজায় নিয়ে এসেছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা। সে সময় ইসরায়েল থেকে অপহৃত বেশ কয়েকজন বন্দীর ভিডিওচিত্র ভাইরাল হয় ইন্টারনেটে। ভাইরাল ওই ভিডিওগুলোর একটিতে দেখা গিয়েছিল জার্মানি ও ইসরায়েলের দ্বৈত নাগরিকত্ব থাকা শানি লৌককে। বন্দী হওয়ার মুহূর্তে ইসরায়েলে অনুষ্ঠিত সুপারনোভা মিউজিক ফেস্টিভ্যালে অবস্থান করছিলেন তিনি।
এবার শানি লৌককে মৃত অবস্থায় গাজায় পাওয়া গেছে বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। আজ সোমবার স্কাই নিউজের এক প্রতিবেদনে এই খবর জানা গেছে।
এ বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘খবরটি জানাতে গিয়ে আমরা ভেঙে পড়ছি যে,২৩ বছর বয়সী জার্মান-ইসরায়েলি শানি লৌকের মরদেহ পাওয়া গেছে এবং পরিচয় নিশ্চিত হওয়া গেছে।’
তিনি আরও বলেন, ‘শানি একটি মিউজিক ফেস্টিভ্যাল থেকে অপহৃত ও নির্যাতিত হয়েছিলেন এবং তাকে হামাস সন্ত্রাসীরা গাজায় নিয়ে গিয়েছিল।’
এ সময় শানির পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। বিষয়টিকে তিনি একটি দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করেন।
উল্লেখ্য, ইতিপূর্বে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছিল, ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় তাঁদের কাছে জিম্মি থাকা অন্তত ৫০ জন নিহত হয়েছেন।
একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘ধারণা করা হচ্ছে, ইহুদিবাদী হামলা ও গণহত্যার ফলে গাজা উপত্যকায় নিহত ইহুদি বন্দীর সংখ্যা প্রায় ৫০ ছুঁয়েছে।’
ইতিপূর্বে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে ১ হাজার ৪০০ মানুষকে হত্যার পাশাপাশি ২২৪ জনকে জিম্মি করে নিয়ে গেছে হামাস যোদ্ধারা।
আফ্রিকার দেশ দক্ষিণ সুদানের একটি পশুর খামারে সশস্ত্র লুটেরাদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের মাগুই কাউন্টির নিয়োলো বোমায় দিনকা বোর এলাকায় পশুপালকদের তিনটি ক্যাম্পে লুটেরারা হামলা চালালে...
৫ মিনিট আগেভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) ওষুধ রপ্তানির জন্য নির্ধারিত ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আজ ১ ফেব্রুয়ারি থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই ব্যবস্থা প্রত্যাহারের মূল লক্ষ্য হলো—ভারতের ওষুধ রপ্তানিকে সংশ্লিষ্ট দেশগুলোর নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা...
৩০ মিনিট আগেভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গ্লোবাল ভারতের ২০২৫ সালের ফেডারেল বাজেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর এর প্রভাব নিয়ে কনস্টান্টিনো জেভিয়ারের সঙ্গে কথা বলেছে। সাক্ষাৎকারে ভারতের কূটনৈতিক সক্ষমতা এবং এর ক্রমবর্ধমান বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য উল্লেখযোগ্য সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে...
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবার একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার এক আবাসিক এলাকায় টুইন-ইঞ্জিন মেডেভাক বা রোগী বহনকারী বিমান বিধ্বস্ত...
২ ঘণ্টা আগে