Ajker Patrika

ইসরায়েলের কারাগার–বন্দী শিবিরে বন্দী সাড়ে ৪ হাজার ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক
Thumbnail image

ইসরায়েলের বিভিন্ন কারাগার এবং ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে থাকার বিভিন্ন বন্দী শিবিরে প্রায় সাড়ে চার হাজার ফিলিস্তিনি বন্দী রয়েছেন। ইসরায়েলের কারাগারে কতজন ফিলিস্তিনি বন্দী রয়েছেন সম্প্রতি তা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। রোববার প্রকাশিত ওই প্রতিবেদন থেকেই এই তথ্য জানা গেছে।

আল–জাজিরার প্রতিবেদন অনুসারে ইসরায়েলের কারাগার ও বন্দী শিবিরগুলোতে অন্তত ৪ হাজার ৪৫০ জন ফিলিস্তিনি বন্দী রয়েছেন। এদের মধ্যে ১৬০ জন শিশু এবং ৩২ জন নারী। সাড়ে চার হাজার বন্দীর মধ্যে ৫৩০ জনকে আটকে রাখা হয়েছে কোনো ধরনের অভিযোগ এবং বিচার ছাড়াই।

বাকিদের মধ্যে ৫৪৯ জনকে ইসরায়েলের বিভিন্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আবার ৪৯৯ জন বন্দী দেশটির বিভিন্ন কারাগারে ২০ বছরেরও বেশি সময় ধরে সাজা ভোগ করছেন। 

প্রতি বছর ১৭ এপ্রিল, ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের দুর্দশা ও ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে তাঁদের স্বাধীনতার সংগ্রামকে স্মরণ করতেই ‘ফিলিস্তিনি বন্দী’ দিবস পালন করা হয়। এর আগে, ২০২১ সালজুড়ে ইসরায়েলের সামরিক বাহিনী প্রায় ৮ হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছিল। এদের মধ্যে ১৩০০ জনই শিশু এবং ১৮৪ জন নারী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত