জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে আজ শুক্রবার ইসরায়েলি দাঙ্গা পুলিশ ও ফিলিস্তিনি মুসল্লিদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এতে এ অঞ্চলে আরও বড় সংঘাত সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি পুলিশের রাবার বুলেট, স্টান গ্রেনেড ও লাঠিপেটার কারণে বেশির ভাগ ফিলিস্তিনি আহত হয়েছেন।
গত দুই সপ্তাহ ধরে আরব স্ট্রিটে কয়েকটি মারাত্মক হামলার পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। এর মধ্যে পবিত্র মসজিদ আল-আকসার প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটল।
ইসরায়েলের পুলিশ এক বিবৃতিতে বলেছে, শুক্রবার ভোরে নামাজের পর শত শত ফিলিস্তিনি আল-আকসার নিকটবর্তী ইহুদিদের প্রার্থনাস্থান লক্ষ্য করে ইট-পাটকেল, পাথর ছুড়তে শুরু করে। ওই জায়গায় আগে থেকেই ইসরায়েলের পুলিশ বাহিনী অবস্থান করছিল। পুলিশ বাহিনী তখন আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে এবং মুসল্লিদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় সংঘর্ষের সৃষ্টি হয় এবং তিনজন ইসরায়েলি পুলিশ আহত হন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের মুখপাত্র এক টুইটে বলেছেন, ‘পুলিশ কয়েক শ ফিলিস্তিনিকে আটক করেছে।’
নাফতালি বেনেট বলেছেন, ‘আমরা আল-আকসা এবং সমগ্র ইসরায়েলে শান্তি পুনরুদ্ধারের জন্য কাজ করছি। আমাদের নিরাপত্তা বাহিনী যেকোনো অবস্থা মোকাবিলার জন্য প্রস্তুত আছে।’
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় আল-আকসার সহিংসতার কথা উল্লেখ করে বলেছে, ‘এই সহিসংতার জন্য ইসরায়েল সরাসরি দায়ী।’
এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইন বলেছেন, ‘আল-আকসায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়া রোধ করতে অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ প্রয়োজন।’
জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে আজ শুক্রবার ইসরায়েলি দাঙ্গা পুলিশ ও ফিলিস্তিনি মুসল্লিদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এতে এ অঞ্চলে আরও বড় সংঘাত সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি পুলিশের রাবার বুলেট, স্টান গ্রেনেড ও লাঠিপেটার কারণে বেশির ভাগ ফিলিস্তিনি আহত হয়েছেন।
গত দুই সপ্তাহ ধরে আরব স্ট্রিটে কয়েকটি মারাত্মক হামলার পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। এর মধ্যে পবিত্র মসজিদ আল-আকসার প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটল।
ইসরায়েলের পুলিশ এক বিবৃতিতে বলেছে, শুক্রবার ভোরে নামাজের পর শত শত ফিলিস্তিনি আল-আকসার নিকটবর্তী ইহুদিদের প্রার্থনাস্থান লক্ষ্য করে ইট-পাটকেল, পাথর ছুড়তে শুরু করে। ওই জায়গায় আগে থেকেই ইসরায়েলের পুলিশ বাহিনী অবস্থান করছিল। পুলিশ বাহিনী তখন আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে এবং মুসল্লিদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় সংঘর্ষের সৃষ্টি হয় এবং তিনজন ইসরায়েলি পুলিশ আহত হন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের মুখপাত্র এক টুইটে বলেছেন, ‘পুলিশ কয়েক শ ফিলিস্তিনিকে আটক করেছে।’
নাফতালি বেনেট বলেছেন, ‘আমরা আল-আকসা এবং সমগ্র ইসরায়েলে শান্তি পুনরুদ্ধারের জন্য কাজ করছি। আমাদের নিরাপত্তা বাহিনী যেকোনো অবস্থা মোকাবিলার জন্য প্রস্তুত আছে।’
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় আল-আকসার সহিংসতার কথা উল্লেখ করে বলেছে, ‘এই সহিসংতার জন্য ইসরায়েল সরাসরি দায়ী।’
এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইন বলেছেন, ‘আল-আকসায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়া রোধ করতে অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ প্রয়োজন।’
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১১ ঘণ্টা আগে