Ajker Patrika

ইরানে ১০০ বিক্ষোভকারী মৃত্যুদণ্ডের মুখে: আইএইচআর

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৩: ১৫
ইরানে ১০০ বিক্ষোভকারী মৃত্যুদণ্ডের মুখে: আইএইচআর

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে অন্তত ১০০ বিক্ষোভকারী মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে যাচ্ছেন। অসলোভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। 

সঠিকভাবে পোশাকবিধি না মানার অভিযোগে গত সেপ্টেম্বরে তেহরানে এক তরুণীকে গ্রেপ্তার করেছিল ইরানের নীতি পুলিশ। পরে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মাহসা আমিনি নামের ওই তরুণীর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পর হিজাববিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে ইরানে এবং ক্রমশ তা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। 

ইরানে ১০০ দিনেরও বেশি সময় ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। ইতিমধ্যে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এ মাসের শুরুর দিকে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান সরকার। 

গত মঙ্গলবারে প্রকাশিত প্রতিবেদনে আইএইচআর বলেছে, সম্ভাব্য মৃত্যুদণ্ডের সম্মুখীন হওয়া ১০০ বন্দীকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে অন্তত ১১ জনকে ইতিমধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 

আইএইচআরের পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম বলেছেন, ‘অনেক বন্দী আইনজীবী নিয়োগের সুযোগ পর্যন্ত পাচ্ছেন না। এতে সরকারবিরোধী জনঅসন্তোষ আরও বাড়ছে। ফাঁসি কার্যকর করার মাধ্যমে সরকার যে ভীতি ছড়াতে চেয়েছিল, সেই কৌশল ব্যর্থ হয়েছে।’ 

মঙ্গলবারের প্রতিবেদনে আইএইচআর বলেছে, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪৭৬ জন নিহত হয়েছেন। তবে ইরানের নিরাপত্তা সংস্থা ডিসেম্বরের শুরুতে বলেছে, নিরাপত্তা কর্মকর্তাসহ ২০০ জন নিহত হয়েছেন। 

গত মাসে জাতিসংঘ জানিয়েছে, ইরানে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে নিরাপত্তাবাহিনী অন্তত ১৪ হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। 

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত সোমবার বলেছে, ইরানে ২০২১ সালের তুলনায় ২০২০ সালে মৃত্যুদণ্ড ৪৪ শতাংশ বেড়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকরের পরিমাণ ৪ শতাংশ বেড়েছে। 

অ্যামনেস্টি আরও বলেছে, মৃত্যুদণ্ড ব্যবহারের ক্ষেত্রে চীনের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ইরান। গত বছর দেশটিতে কমপক্ষে ৩১৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত