Ajker Patrika

সৌদি আরব ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ২৭
সৌদি আরব ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে

সৌদি আরব চলতি বছরের শেষ পর্যন্ত প্রতিদিন ১০ লাখ ব্যারেল করে কম তেল উৎপাদন করবে। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একটি সরকারি সূত্রের বরাত দিয়ে আরব নিউজ এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে প্রথম কার্যকর হওয়া এই নীতি ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। অর্থাৎ, আরও তিন মাস দৈনিক ১০ লাখ ব্যারল করে কম তেল উৎপাদন হবে সৌদি আরবে। নতুন এ সিদ্ধান্তের ফলে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে সৌদি আরবে প্রতিদিন প্রায় ৯ লাখ ব্যারেল করে তেল উৎপাদন হবে।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেছে, উৎপাদন বাড়ানো হবে কি না আরও কমানো হবে—সেই সিদ্ধান্ত প্রতি মাসেই বিবেচনা করা হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলে ঘোষিত এই উৎপাদন সংকোচন ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্তও থাকতে পারে।

এই অতিরিক্ত উৎপাদন সংকোচনের লক্ষ্য তেলের বাজারের স্থিতিশীলতা আনা। যার জন্য পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক‍ প্লাস কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত