Ajker Patrika

গাজায় ত্রাণের জন্য অপেক্ষারতদের ওপর আবার গুলি বর্ষণ, নিহত ৯

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ২২: ২২
গাজায় ত্রাণের জন্য অপেক্ষারতদের ওপর আবার গুলি বর্ষণ, নিহত ৯

অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর আবারও গুলি চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এই হামলায় ৯ জন নিহত এবং অন্তত কয়েক ডজন বেসামরিক আহত হয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

আজ শনিবার গাজার উত্তরাঞ্চলে ত্রাণ বিতরণের একটি কেন্দ্রে অপেক্ষা করছিল ফিলিস্তিনিরা। সেখানেই গুলি চালিয়েছে আইডিএফ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর ট্যাংকের ছোড়া গুলিতে অন্তত নয়জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। তাঁরা গাজা শহরের উপকণ্ঠে কুয়েত গোলচত্বরে ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষা করছিলেন।’

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এ ঘটনা সম্পর্কে বলেছে, তারা অভিযোগটি খতিয়ে দেখবে।

মাত্র এক সপ্তাহ আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় কুয়েত গোলচত্বরে সাহায্যের অপেক্ষায় থাকা ২০ ফিলিস্তিনির মৃত্যুর জন্য ইসরায়েলি গুলিবর্ষণকে দায়ী করেছিল। কিন্তু আইডিএফ সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার্য করে বলেছিল, সশস্ত্র ফিলিস্তিনিরাই ভিড়ের ওপর গুলি চালিয়েছিল।

তীব্র খাদ্যসংকটের কারণে ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় এরই মধ্যে দুর্ভিক্ষের অবস্থা তৈরি হয়েছে। এ অবস্থায় অঞ্চলটিতে গণমৃত্যু অত্যাসন্ন। জরুরি পদক্ষেপ না নিলে মে মাসের মধ্যে এই অঞ্চলের উত্তরে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ-সমর্থিত খাদ্য মূল্যায়ন বিভাগ।

সাহায্য সংস্থাগুলো গাজার পরিস্থিতি মূল্যায়ন করে জানিয়েছে, উত্তরাংশে দুর্ভিক্ষ আসছে। জাতিসংঘও কয়েক সপ্তাহ ধরে এ ব্যাপারে সতর্ক করে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত