Ajker Patrika

গাজায় হামাসের হাতে ধরা পড়া ইসরায়েলি নারী সেনা নিহত

অনলাইন ডেস্ক
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ২৩: ৪৫
গাজায় হামাসের হাতে ধরা পড়া ইসরায়েলি নারী সেনা নিহত

গাজায় স্থল অভিযান চালানোর সময় হামাস যোদ্ধাদের হাতে আটক হয়েছিলেন এক নারী সৈনিক। আজ মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, নোয়া মার্সিয়ানো নামে ওই সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার গাজা নিয়ন্ত্রণকারী হামাস যোদ্ধারা একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি এক নারী সেনাকে আটক করেছে স্বাধীনতাকামী যোদ্ধারা।

পরে ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে নারী সেনার পরিচয় নিশ্চিত করে জানায়, তিনি ১৯ বছর বয়সী নোয়া মার্সিয়ানো।

হামাসের ভিডিওতে মার্সিয়ানো তার নাম এবং পরিচয়পত্রের নম্বর দিয়ে নিজের পরিচয় দেন। তিনি জানান, চার দিন ধরে গাজায় তাঁকে বন্দী করে রাখা হয়েছে।

মঙ্গলবার হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেছেন, ইসরায়েলি হামলায়ই মার্সিয়ানো নিহত হয়েছেন। তবে ঠিক কীভাবে তিনি নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি উবায়দা।

মার্সিয়ানোর মৃত্যুতে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা এখন ৪৭-এ পৌঁছেছে।

হামাস যোদ্ধারা গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর থেকে দেশটির সেনাবাহিনী ধারাবাহিকভাবে গাজা শহরে বোমাবর্ষণ করছে। ইসরায়েলের হামলায় এরই মধ্যে গাজায় ১১ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত