Ajker Patrika

সহিংসতা কমাতে সম্মত ইসরায়েল-ফিলিস্তিন

এএফপি, আম্মান ও হুওয়ারা
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ২৫
সহিংসতা কমাতে সম্মত ইসরায়েল-ফিলিস্তিন

চলতি বছরের শুরু থেকে বেড়ে চলা সহিংসতা কমাতে অবশেষে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষ। গত রোববার জর্ডানের রাজধানী আম্মানে ‘বিরল’ এক বৈঠকে এই প্রতিশ্রুতি দেন দুই পক্ষের প্রতিনিধিরা। আম্মানে এই বৈঠক চলাকালে পশ্চিম তীরে এক হামলায় দুই ইসরায়েলি নিহতের খবর পাওয়া গেছে।

লোহিত সাগরে অবস্থিত রিসোর্ট আকাবাতে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষ ছাড়াও ছিলেন যুক্তরাষ্ট্র ও মিসরের প্রতিনিধিরা। বৈঠকের পর ইংরেজিতে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, বিস্তৃত ও খোলামেলা আলোচনার পর সহিংসতার মাত্রা কমানোর তাগিদ দিয়েছে ফিলিস্তিন ও ইসরায়েলি কর্তৃপক্ষ।

ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সহযোগিতার জন্য একটি যৌথ নিরাপত্তা কমিশনের ক্ষেত্রে একমত হয়েছে দুই পক্ষ। এ ছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের আওতায় থাকা এলাকায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সম্মত হয়েছে তারা।

জর্ডানের রাষ্ট্রীয় গণমাধ্যম আল-মালাকার এক প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ সংঘাতের মধ্যে দুই পক্ষের এমন বৈঠক এই প্রথম হলো। এতে ছিল আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশগ্রহণ।

এ বৈঠক যখন চলছিল, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-জিভির এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনি সন্ত্রাসীদের হামলায় দুজন ইসরায়েলি বেসামরিক লোক নিহত হয়েছেন। পশ্চিম তীরের উত্তরাঞ্চলের এলাকা হুওয়ারায় এ ঘটনা ঘটে বলে জানা যায়। ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে এলাকাটি দখলে নিয়েছিল ইসরায়েল।

ইসরায়েলের গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, গত রোববারও ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক ফিলিস্তিনি হত্যার পর এই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার জেরে আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়ি ও রাস্তায়। রাস্তায় একটি গাড়িকে লক্ষ্য করা হয়। এতে নিহত হন ইয়াগেল ইয়ানিভ (২০) ও হালেল ইয়ানিভ (২২)। তাঁরা দুজন সহোদর।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা বলছে, নাবলুসের কাছেই একটি গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলিরা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জাতারা গ্রামে সামেহ আকটাস নামের ৩৭ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে এ ব্যাপারে ইসরায়েলের সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি।

এর আগে সম্প্রতি নাবলুস শহরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ২০ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ। এই অভিযানের সময় ১১ জন ফিলিস্তিনি নিহত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত