গাজার দেইর আল বালাহতে ইসরায়েলি বিমান হামলায় সাত ত্রাণকর্মী নিহত হওয়ার পর তাৎক্ষণিক ত্রাণ কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন। গতকাল সোমবার ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক ত্রাণ সহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের অন্তত সাত কর্মী নিহত হয়েছেন।
সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন অনুসারে, এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নিহত দলটি ডব্লিউসিকে লোগোযুক্ত গাড়িতে করে একটি বিচ্ছিন্ন অঞ্চল দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করা সত্ত্বেও দেইর আল বালাহর একটি গুদাম থেকে বের হওয়ার সময় দলটি এই হামলার শিকার হয়।
সংস্থার সিইও এরিন গোর বলেন, ‘এটি কেবল ডব্লিউসিকের বিরুদ্ধে আক্রমণ নয়, ‘এটি মানবিক সংস্থাগুলোর ওপর আক্রমণ। এ ঘটনায় অঞ্চলটিতে খাদ্যকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির চিত্র উঠে এসেছে।’
বিবৃতিতে সংস্থাটি বলে, ‘ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন অবিলম্বে এই অঞ্চলে আমাদের কার্যক্রম বন্ধ করছে। আমরা শিগগিরই আমাদের কাজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব।’
নিহত সাত কর্মীরা হলেন— যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিকসহ অস্ট্রেলিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য ও ফিলিস্তিনের নাগরিক। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ফুটেজে নিহতদের শরীরে রক্তমাখা পাসপোর্ট ও ডব্লিউসিকে লোগোসংবলিত ভেস্ট দেখতে পাওয়া যায়।
সামুদ্রিক করিডরের মাধ্যমে গাজায় মানবিক সহায়তা পরিচালনাকারী দুটি দাতব্য সংস্থার মধ্যে এই সংস্থা একটি। ত্রাণকর্মীদের গাড়িতে আঘাত হানার কিছুক্ষণ আগে দলটি মেরিটাইম করিডর দিয়ে আনা ১০০ টন খাদ্যসহায়তা আনলোড করেছিল বলে জানায় সংস্থাটি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ নিহতদের মধ্যে অস্ট্রেলিয়ার নাগরিক জোমি ফ্রাঙ্কম রয়েছেন বলে নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানোর সময় অ্যালবানিজ বলেন, ‘এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। অস্ট্রেলিয়া ত্রাণকর্মীদের মৃত্যুর জন্য সম্পূর্ণ জবাবদিহি প্রত্যাশা করে।’
যুদ্ধবিধ্বস্ত গাজায় দুর্ভিক্ষ ‘আসন্ন’ বলে জাতিসংঘ হুঁশিয়ারি দেওয়ার পরও ত্রাণ কার্যক্রম স্থগিত করার ঘোষণা আসে। অঞ্চলটিতে গত অক্টোবর থেকে অন্তত ৩২ হাজার ৮৪৫ জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অনাহারে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই শিশু।
গাজার দেইর আল বালাহতে ইসরায়েলি বিমান হামলায় সাত ত্রাণকর্মী নিহত হওয়ার পর তাৎক্ষণিক ত্রাণ কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন। গতকাল সোমবার ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক ত্রাণ সহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের অন্তত সাত কর্মী নিহত হয়েছেন।
সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন অনুসারে, এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নিহত দলটি ডব্লিউসিকে লোগোযুক্ত গাড়িতে করে একটি বিচ্ছিন্ন অঞ্চল দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করা সত্ত্বেও দেইর আল বালাহর একটি গুদাম থেকে বের হওয়ার সময় দলটি এই হামলার শিকার হয়।
সংস্থার সিইও এরিন গোর বলেন, ‘এটি কেবল ডব্লিউসিকের বিরুদ্ধে আক্রমণ নয়, ‘এটি মানবিক সংস্থাগুলোর ওপর আক্রমণ। এ ঘটনায় অঞ্চলটিতে খাদ্যকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির চিত্র উঠে এসেছে।’
বিবৃতিতে সংস্থাটি বলে, ‘ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন অবিলম্বে এই অঞ্চলে আমাদের কার্যক্রম বন্ধ করছে। আমরা শিগগিরই আমাদের কাজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব।’
নিহত সাত কর্মীরা হলেন— যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিকসহ অস্ট্রেলিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য ও ফিলিস্তিনের নাগরিক। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ফুটেজে নিহতদের শরীরে রক্তমাখা পাসপোর্ট ও ডব্লিউসিকে লোগোসংবলিত ভেস্ট দেখতে পাওয়া যায়।
সামুদ্রিক করিডরের মাধ্যমে গাজায় মানবিক সহায়তা পরিচালনাকারী দুটি দাতব্য সংস্থার মধ্যে এই সংস্থা একটি। ত্রাণকর্মীদের গাড়িতে আঘাত হানার কিছুক্ষণ আগে দলটি মেরিটাইম করিডর দিয়ে আনা ১০০ টন খাদ্যসহায়তা আনলোড করেছিল বলে জানায় সংস্থাটি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ নিহতদের মধ্যে অস্ট্রেলিয়ার নাগরিক জোমি ফ্রাঙ্কম রয়েছেন বলে নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানোর সময় অ্যালবানিজ বলেন, ‘এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। অস্ট্রেলিয়া ত্রাণকর্মীদের মৃত্যুর জন্য সম্পূর্ণ জবাবদিহি প্রত্যাশা করে।’
যুদ্ধবিধ্বস্ত গাজায় দুর্ভিক্ষ ‘আসন্ন’ বলে জাতিসংঘ হুঁশিয়ারি দেওয়ার পরও ত্রাণ কার্যক্রম স্থগিত করার ঘোষণা আসে। অঞ্চলটিতে গত অক্টোবর থেকে অন্তত ৩২ হাজার ৮৪৫ জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অনাহারে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই শিশু।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জনবল গত ৬ বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে দেশটির সেনাসদস্য প্রায় ৪ লাখ ৫০ হাজার, যা ২০১৮ সালের তুলনায় প্রায় ২০ শতাংশ কম। আর এই লোকবল কমার কারণ, দেশটিতে জন্মহার হ্রাস পাওয়ায় জনসংখ্যার হ্রাস। খবর বিবিসির।
৩ মিনিট আগেযুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক নৈশভোজ অনুষ্ঠানে ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর তীব্র নিন্দা জানিয়েছে ভারত। আজ সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যকে পাকিস্তানের ‘স্টক-ইন-ট্রেড’ বা চিরাচরিত স্বভাব হিসেবে...
১ ঘণ্টা আগেভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি ও দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাঁকে আটক করা হয়।
৩ ঘণ্টা আগেছিন্নমূল মানুষদের ওয়াশিংটন ডিসি থেকে ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরের অপরাধ দমন করার অঙ্গীকার পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। গতকাল রোববার এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা আপনাদের থাকার জায়গা দেব, তবে রাজধানী থেকে অনেক দূরে।’
৪ ঘণ্টা আগে