Ajker Patrika

উত্তর গাজায় শেষের পথে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৬: ০৩
উত্তর গাজায় শেষের পথে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান

উত্তর গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর স্থল অভিযান প্রায় শেষের পথে। এমনটাই জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি। গতকাল বুধবার হ্যাগারি দাবি করেছেন, গাজায় ইসরায়েলি বাহিনী হামাসের অধিকাংশ ব্যাটালিয়নকে গুঁড়িয়ে দিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ড্যানিয়েল হ্যাগারি গাজার ফিলিস্তিন স্কয়ারের নিচে হামাসের একটি টানেলের এক সংবাদ সম্মেলন করেন গতকাল। তাঁর দাবি, কিছুদিন আগেও হামাস যোদ্ধারা এই অবস্থান থেকে ইসরায়েলিদের বিরুদ্ধে হামলা চালিয়েছে।

উত্তর গাজায় স্থল অভিযান শেষ করার ইঙ্গিত দিয়ে হ্যাগারি বলেন, ‘আমরা দারাজ-তুফফা থেকে যুদ্ধ করার জন্য অন্যত্র সরে যাচ্ছি। দারাজ-তুফফা শেজাইয়াসংলগ্ন। আমরা এরই মধ্যে জাবালিয়া, বাইত হানুন, শেজাইয়ায় অভিযান শেষ করেছি।’ হ্যাগারি জানান, মূলত গাজার উত্তরাঞ্চলে হামাসের অবস্থান ধ্বংস করার লক্ষ্যেই এই অভিযান শুরু করা হয়েছিল।’
 
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র বলেন, ‘এই অবকাঠামো (টানেল) থেকে তারা (হামাস) গাজাজুড়ে ছড়িয়ে পড়তে সক্ষম হয়েছিল। গাজা শহরের কেন্দ্রস্থল থেকে হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা আল-শিফা হাসপাতালে পৌঁছাতে সক্ষম হন। শহরের দক্ষিণে যাওয়ার জন্যও তারা একটি অ্যাম্বুলেন্স ব্যবহার করেন।’

এদিকে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার জন্য আজ বৃহস্পতিবার মিসরে পৌঁছেছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। সেখানে গাজায় ত্রাণসামগ্রী পৌঁছানো এবং বন্দী মুক্তির বিষয়ে আলোচনা হবে। ইসমাইল হানিয়ার এই প্রকাশ্য কূটনীতির তাৎপর্য প্রসঙ্গে বলা হয়েছে, তার হস্তক্ষেপে পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। এর আগে গত নভেম্বরের শুরুতে শেষবার তিনি মিসর সফর করেছিলেন। এরপরই ঘোষিত হয় এক সপ্তাহের যুদ্ধবিরতি—যাতে ১০০ জনেরও বেশি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছিল।

আলোচনার বিষয়বস্তু সম্পর্কে একটি সূত্র জানিয়েছে, বৈঠকে উপস্থিত কূটনীতিকেরা আলোচনা করেছেন, গাজায় হামাসের হাতে থাকা জিম্মিদের মধ্যে কারা নতুন যুদ্ধবিরতিতে মুক্তি পাবে এবং বিনিময়ে ইসরায়েল কোন বন্দীদের মুক্তি দিতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত