Ajker Patrika

ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় খাদ্য বিতরণ স্থগিতের ঘোষণা ডব্লিউএফপির

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১২: ২৯
ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় খাদ্য বিতরণ স্থগিতের ঘোষণা ডব্লিউএফপির

উত্তর ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে খাদ্য বিতরণ স্থগিত করার ঘোষণা দিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)। তহবিল হ্রাস এবং ইয়েমেনের দরিদ্র জনগোষ্ঠীর দিকে মনোনিবেশ করার উপায় নিয়ে হুতির সঙ্গে মতবিরোধের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানান হয়।

গতকাল মঙ্গলবার ডব্লিউএফপি এই সিদ্ধান্তের ঘোষণা দিয়ে বলেছে যে, সাহায্যের আওতায় আসা মানুষের সংখ্যা ৯৫ লাখ থেকে ৬৫ লাখে নামিয়ে আনার ব্যাপারে হুতি গ্রুপের সঙ্গে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে চলা আলোচনা ব্যর্থ হয়েছে। কোনো মতৈক্যে পৌঁছাতে পারেনি উভয় পক্ষ। তারপর দাতাদের পরামর্শে খাদ্যসহায়তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

ডব্লিউএফপি এক বিবৃতিতে বলেছে, হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে খাদ্য মজুত এখন প্রায় সম্পূর্ণরূপে নিঃশেষ এবং সাপ্লাই চেইন ব্যাহত হওয়ায় ফের খাদ্যসহায়তা শুরু করতে চার মাস পর্যন্ত সময় লাগতে পারে। তবে যত দিন পর্যন্ত সাহায্য তহবিল এবং কর্তৃপক্ষের সহযোগিতা থাকবে, তত দিন পর্যন্ত সানায় জীবিকা, পুষ্টি এবং বিদ্যালয়ের খাবার দেওয়ার কর্মসূচি চালিয়ে যাবে বলে জানিয়েছে ডব্লিউএফপি।

জাতিসংঘের সংস্থাটি তাদের বিবৃতিতে আরও বলেছে, গত আগস্টে ঘোষিত তহবিলের সঙ্গে সমন্বয় করে ইয়েমেনের সরকার-নিয়ন্ত্রিত অঞ্চলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য খাদ্য বিতরণ অব্যাহত রাখা হবে। ডব্লিউএফপির সিদ্ধান্ত সম্পর্কে হুতি কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

সৌদি সরকার ও ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে ইয়েমেন যুদ্ধ শুরু হওয়ার পর ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়ে আরব উপদ্বীপের দরিদ্রতম দেশ ইয়েমেন। ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানাসহ বিশাল এলাকা দখল করেছিল হুতি। এরপর যুদ্ধের প্রত্যক্ষ ও পরোক্ষ কারণে ৩ কোটি জনসংখ্যার দেশটিতে মৃত্যুবরণ করেছে হাজার হাজার মানুষ। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ। 

২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের উদ্যোগে দেশটিতে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর সেখানে দেখা যায় মানবিক বিপর্যয়। গত বছর ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণে সৃষ্ট তহবিল হ্রাসের ঘটনায় ইয়েমেনে খাদ্যসামগ্রী বিতরণ কমিয়ে দেয় ডব্লিউএফপি। এতে আরও ঘনীভূত হয় সংকট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত