করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরোপিত বিধিনিষেধ তৃতীয় ধাপে শিথিল করতে যাচ্ছে কাতার। আগামীকাল শুক্রবার থেকে দেশটির সরকার আরও কিছু বিধিনিষেধ তুলে নেবে। এই পর্যায়ে সিনেমা হলগুলোর দরজা শিশুদের জন্যও খুলে যাবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম দ্য পেনিনসুলার খবরে বলা হয়, গতকাল বুধবার কাতারের আমিরি দেওয়ানে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আগামীকাল শুক্রবার থেকে আরও কিছু বিধিনিষেধ তুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আবদুল আজিজ আল–থানি।
বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামীকাল থেকে সিনেমা হলগুলোয় যেতে পারবে শিশুরা। একই সঙ্গে শপিং মল, রেস্তোরাঁ ও বিয়ের অনুষ্ঠানে আগের চেয়ে বেশিসংখ্যক মানুষ একসঙ্গে যেতে পারবে।
তবে বিধিনিষেধ শিথিল করা হলেও এখনো মেনে চলতে হবে স্বাস্থ্যসতর্কতার নীতিগুলো। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, একা বা গাড়িতে করে পরিবার নিয়ে ঘোরার সময় বাদে ঘরের বাইরে থাকলেই মাস্ক পরিহিত অবস্থায় থাকতে হবে। এ ছাড়া ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই করোনাকালে বিশেষ সতর্কতা হিসেবে নাগরিকদের গতিবিধি বোঝার জন্য তৈরি করা এহতেরাজ অ্যাপ চালু রাখতে হবে সবাইকে। কোনো আবদ্ধ স্থানে টিকা গ্রহণ করেছেন এমন ১৫ ব্যক্তি বা টিকা গ্রহণ করেননি এমন পাঁচজনের বেশি একসঙ্গে থাকতে পারবেন না। আর উন্মুক্ত স্থানে টিকা নেওয়া ৩০ ব্যক্তি বা টিকা না নেওয়া ১০ ব্যক্তির বেশি একসঙ্গে জমায়েত হতে পারবে না। মসজিদ খোলা থাকবে, তবে সেখানে ৭ বছরের বেশি বয়সীরাই শুধু যেতে পারবে। তবে মসজিদের টয়লেট ও ওজুর স্থান বন্ধ থাকবে। বদ্ধ স্থানে বিয়ের অনুষ্ঠান হলে, সেখানে সর্বোচ্চ ৮০ জন লোক অংশ নিতে পারবেন। তবে এই ৮০ জনের মধ্যে অন্তত ৭৫ শতাংশকে টিকা গ্রহণকারী হতে হবে।
কাতার সরকারের নতুন নির্দেশনায় বলা হয়েছে, বাসে যাত্রী ধারণক্ষমতার ৩০ শতাংশ এবং মেট্রোসহ অন্য গণপরিবহনে ৫০ শতাংশ পর্যন্ত যাত্রী পরিবহন করা যাবে। স্কুল পরিবহনগুলোতেও ৫০ শতাংশ পর্যন্ত যাত্রী পরিবহন করা যাবে। এ ছাড়া নৌপরিবহনের সঙ্গে যুক্ত সব কর্মীকে অবশ্যই টিকা নিতে হবে। এ ছাড়া সরকারি–বেসরকারি বিভিন্ন স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠান কীভাবে খোলা রাখা হবে এবং এসব প্রতিষ্ঠানে বা উদ্যান ও উন্মুক্ত স্থানে কারা কতজন করে যেতে পারবে, তার সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে দেশটির মন্ত্রিসভা।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরোপিত বিধিনিষেধ তৃতীয় ধাপে শিথিল করতে যাচ্ছে কাতার। আগামীকাল শুক্রবার থেকে দেশটির সরকার আরও কিছু বিধিনিষেধ তুলে নেবে। এই পর্যায়ে সিনেমা হলগুলোর দরজা শিশুদের জন্যও খুলে যাবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম দ্য পেনিনসুলার খবরে বলা হয়, গতকাল বুধবার কাতারের আমিরি দেওয়ানে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আগামীকাল শুক্রবার থেকে আরও কিছু বিধিনিষেধ তুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আবদুল আজিজ আল–থানি।
বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামীকাল থেকে সিনেমা হলগুলোয় যেতে পারবে শিশুরা। একই সঙ্গে শপিং মল, রেস্তোরাঁ ও বিয়ের অনুষ্ঠানে আগের চেয়ে বেশিসংখ্যক মানুষ একসঙ্গে যেতে পারবে।
তবে বিধিনিষেধ শিথিল করা হলেও এখনো মেনে চলতে হবে স্বাস্থ্যসতর্কতার নীতিগুলো। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, একা বা গাড়িতে করে পরিবার নিয়ে ঘোরার সময় বাদে ঘরের বাইরে থাকলেই মাস্ক পরিহিত অবস্থায় থাকতে হবে। এ ছাড়া ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই করোনাকালে বিশেষ সতর্কতা হিসেবে নাগরিকদের গতিবিধি বোঝার জন্য তৈরি করা এহতেরাজ অ্যাপ চালু রাখতে হবে সবাইকে। কোনো আবদ্ধ স্থানে টিকা গ্রহণ করেছেন এমন ১৫ ব্যক্তি বা টিকা গ্রহণ করেননি এমন পাঁচজনের বেশি একসঙ্গে থাকতে পারবেন না। আর উন্মুক্ত স্থানে টিকা নেওয়া ৩০ ব্যক্তি বা টিকা না নেওয়া ১০ ব্যক্তির বেশি একসঙ্গে জমায়েত হতে পারবে না। মসজিদ খোলা থাকবে, তবে সেখানে ৭ বছরের বেশি বয়সীরাই শুধু যেতে পারবে। তবে মসজিদের টয়লেট ও ওজুর স্থান বন্ধ থাকবে। বদ্ধ স্থানে বিয়ের অনুষ্ঠান হলে, সেখানে সর্বোচ্চ ৮০ জন লোক অংশ নিতে পারবেন। তবে এই ৮০ জনের মধ্যে অন্তত ৭৫ শতাংশকে টিকা গ্রহণকারী হতে হবে।
কাতার সরকারের নতুন নির্দেশনায় বলা হয়েছে, বাসে যাত্রী ধারণক্ষমতার ৩০ শতাংশ এবং মেট্রোসহ অন্য গণপরিবহনে ৫০ শতাংশ পর্যন্ত যাত্রী পরিবহন করা যাবে। স্কুল পরিবহনগুলোতেও ৫০ শতাংশ পর্যন্ত যাত্রী পরিবহন করা যাবে। এ ছাড়া নৌপরিবহনের সঙ্গে যুক্ত সব কর্মীকে অবশ্যই টিকা নিতে হবে। এ ছাড়া সরকারি–বেসরকারি বিভিন্ন স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠান কীভাবে খোলা রাখা হবে এবং এসব প্রতিষ্ঠানে বা উদ্যান ও উন্মুক্ত স্থানে কারা কতজন করে যেতে পারবে, তার সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে দেশটির মন্ত্রিসভা।
ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করেছেন, ভারত-যুক্তরাষ্ট্র একত্রে কাজ না করলে ২১ শতক হতে পারে ‘মানবজাতির জন্য চরম অন্ধকারময়’। জয়পুরে এক বক্তৃতায় তিনি বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি এবং প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা কর
১১ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অসংখ্য। হতাহতের শিকার পর্যটকেরা কাশ্মীরের পহেলগামে ভ্রমণ করছিলেন।
১১ ঘণ্টা আগেক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহ। দুই সংগঠনই তাঁর আন্তধর্মীয় সংলাপ ও মানবিক মূল্যবোধ রক্ষার প্রচেষ্টার প্রশংসা করে বিবৃতি দিয়েছে।
১২ ঘণ্টা আগেইকুয়েডরের একটি প্রত্যন্ত আমাজনীয় গ্রামে এক ব্রিটিশ নাগরিককে গণপিটুনি দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহত ওই ব্যক্তি স্থানীয় একজনকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের হেফাজতে ছিলেন।
১২ ঘণ্টা আগে