অনলাইন ডেস্ক
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরোপিত বিধিনিষেধ তৃতীয় ধাপে শিথিল করতে যাচ্ছে কাতার। আগামীকাল শুক্রবার থেকে দেশটির সরকার আরও কিছু বিধিনিষেধ তুলে নেবে। এই পর্যায়ে সিনেমা হলগুলোর দরজা শিশুদের জন্যও খুলে যাবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম দ্য পেনিনসুলার খবরে বলা হয়, গতকাল বুধবার কাতারের আমিরি দেওয়ানে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আগামীকাল শুক্রবার থেকে আরও কিছু বিধিনিষেধ তুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আবদুল আজিজ আল–থানি।
বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামীকাল থেকে সিনেমা হলগুলোয় যেতে পারবে শিশুরা। একই সঙ্গে শপিং মল, রেস্তোরাঁ ও বিয়ের অনুষ্ঠানে আগের চেয়ে বেশিসংখ্যক মানুষ একসঙ্গে যেতে পারবে।
তবে বিধিনিষেধ শিথিল করা হলেও এখনো মেনে চলতে হবে স্বাস্থ্যসতর্কতার নীতিগুলো। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, একা বা গাড়িতে করে পরিবার নিয়ে ঘোরার সময় বাদে ঘরের বাইরে থাকলেই মাস্ক পরিহিত অবস্থায় থাকতে হবে। এ ছাড়া ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই করোনাকালে বিশেষ সতর্কতা হিসেবে নাগরিকদের গতিবিধি বোঝার জন্য তৈরি করা এহতেরাজ অ্যাপ চালু রাখতে হবে সবাইকে। কোনো আবদ্ধ স্থানে টিকা গ্রহণ করেছেন এমন ১৫ ব্যক্তি বা টিকা গ্রহণ করেননি এমন পাঁচজনের বেশি একসঙ্গে থাকতে পারবেন না। আর উন্মুক্ত স্থানে টিকা নেওয়া ৩০ ব্যক্তি বা টিকা না নেওয়া ১০ ব্যক্তির বেশি একসঙ্গে জমায়েত হতে পারবে না। মসজিদ খোলা থাকবে, তবে সেখানে ৭ বছরের বেশি বয়সীরাই শুধু যেতে পারবে। তবে মসজিদের টয়লেট ও ওজুর স্থান বন্ধ থাকবে। বদ্ধ স্থানে বিয়ের অনুষ্ঠান হলে, সেখানে সর্বোচ্চ ৮০ জন লোক অংশ নিতে পারবেন। তবে এই ৮০ জনের মধ্যে অন্তত ৭৫ শতাংশকে টিকা গ্রহণকারী হতে হবে।
কাতার সরকারের নতুন নির্দেশনায় বলা হয়েছে, বাসে যাত্রী ধারণক্ষমতার ৩০ শতাংশ এবং মেট্রোসহ অন্য গণপরিবহনে ৫০ শতাংশ পর্যন্ত যাত্রী পরিবহন করা যাবে। স্কুল পরিবহনগুলোতেও ৫০ শতাংশ পর্যন্ত যাত্রী পরিবহন করা যাবে। এ ছাড়া নৌপরিবহনের সঙ্গে যুক্ত সব কর্মীকে অবশ্যই টিকা নিতে হবে। এ ছাড়া সরকারি–বেসরকারি বিভিন্ন স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠান কীভাবে খোলা রাখা হবে এবং এসব প্রতিষ্ঠানে বা উদ্যান ও উন্মুক্ত স্থানে কারা কতজন করে যেতে পারবে, তার সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে দেশটির মন্ত্রিসভা।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরোপিত বিধিনিষেধ তৃতীয় ধাপে শিথিল করতে যাচ্ছে কাতার। আগামীকাল শুক্রবার থেকে দেশটির সরকার আরও কিছু বিধিনিষেধ তুলে নেবে। এই পর্যায়ে সিনেমা হলগুলোর দরজা শিশুদের জন্যও খুলে যাবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম দ্য পেনিনসুলার খবরে বলা হয়, গতকাল বুধবার কাতারের আমিরি দেওয়ানে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আগামীকাল শুক্রবার থেকে আরও কিছু বিধিনিষেধ তুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আবদুল আজিজ আল–থানি।
বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামীকাল থেকে সিনেমা হলগুলোয় যেতে পারবে শিশুরা। একই সঙ্গে শপিং মল, রেস্তোরাঁ ও বিয়ের অনুষ্ঠানে আগের চেয়ে বেশিসংখ্যক মানুষ একসঙ্গে যেতে পারবে।
তবে বিধিনিষেধ শিথিল করা হলেও এখনো মেনে চলতে হবে স্বাস্থ্যসতর্কতার নীতিগুলো। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, একা বা গাড়িতে করে পরিবার নিয়ে ঘোরার সময় বাদে ঘরের বাইরে থাকলেই মাস্ক পরিহিত অবস্থায় থাকতে হবে। এ ছাড়া ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই করোনাকালে বিশেষ সতর্কতা হিসেবে নাগরিকদের গতিবিধি বোঝার জন্য তৈরি করা এহতেরাজ অ্যাপ চালু রাখতে হবে সবাইকে। কোনো আবদ্ধ স্থানে টিকা গ্রহণ করেছেন এমন ১৫ ব্যক্তি বা টিকা গ্রহণ করেননি এমন পাঁচজনের বেশি একসঙ্গে থাকতে পারবেন না। আর উন্মুক্ত স্থানে টিকা নেওয়া ৩০ ব্যক্তি বা টিকা না নেওয়া ১০ ব্যক্তির বেশি একসঙ্গে জমায়েত হতে পারবে না। মসজিদ খোলা থাকবে, তবে সেখানে ৭ বছরের বেশি বয়সীরাই শুধু যেতে পারবে। তবে মসজিদের টয়লেট ও ওজুর স্থান বন্ধ থাকবে। বদ্ধ স্থানে বিয়ের অনুষ্ঠান হলে, সেখানে সর্বোচ্চ ৮০ জন লোক অংশ নিতে পারবেন। তবে এই ৮০ জনের মধ্যে অন্তত ৭৫ শতাংশকে টিকা গ্রহণকারী হতে হবে।
কাতার সরকারের নতুন নির্দেশনায় বলা হয়েছে, বাসে যাত্রী ধারণক্ষমতার ৩০ শতাংশ এবং মেট্রোসহ অন্য গণপরিবহনে ৫০ শতাংশ পর্যন্ত যাত্রী পরিবহন করা যাবে। স্কুল পরিবহনগুলোতেও ৫০ শতাংশ পর্যন্ত যাত্রী পরিবহন করা যাবে। এ ছাড়া নৌপরিবহনের সঙ্গে যুক্ত সব কর্মীকে অবশ্যই টিকা নিতে হবে। এ ছাড়া সরকারি–বেসরকারি বিভিন্ন স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠান কীভাবে খোলা রাখা হবে এবং এসব প্রতিষ্ঠানে বা উদ্যান ও উন্মুক্ত স্থানে কারা কতজন করে যেতে পারবে, তার সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে দেশটির মন্ত্রিসভা।
সার্বিয়ায় একটি রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ব্যাপক প্রাণহানির পর শুরু হওয়া ছাত্র আন্দোলন আরও বড় আকার ধারণ করেছে। সরকারের অদক্ষতা ও দুর্নীতির বিরুদ্ধে এ আন্দোলনে চাপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুসিচ। পরিস্থিতি স্বাভাবিক করতে দেশটির প্রধানমন্ত্রী মিলোশ ভুচেভিচ পদত্যাগ করলেও এই আন্দোলন দমেনি।
৩৯ মিনিট আগেভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে ভারতের সবচেয়ে বড় ধর্মীয় সমাগম মহাকুম্ভ থেকে ফেরার পথে জিপ উল্টে ৫ জন নেপালি নাগরিক নিহত হয়েছেন। ওই গাড়িতে থাকা আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে মোটরসাইকেল স্ট্যানাদের পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি
২ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে ভলোদিমির জেলেনস্কির মেয়াদ গত বছর শেষ হয়েছে। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন করা সম্ভব হয়নি। কারণ মার্শাল আইন চলাকালে প্রেসিডেন্ট ও পার্লামেন্টারি নির্বাচনের নিয়ম নেই। এ কারণে ৫ বছরের মেয়াদ শেষেও জেলেনস্কি...
২ ঘণ্টা আগেভারতের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সাহায্যের জন্য ৫ হাজার ৪৮৩ কোটি রুপি বরাদ্দ করেছে। এই অর্থ আগের বছরের ৪ হাজার ৮৮৩ কোটি রুপির তুলনায় সামান্য বেশি। এই তহবিল থেকে বাংলাদেশে সহায়তা দেওয়ার জন্য ভারত বরাদ্দ করেছে মাত্র ১২০ কোটি রুপি...
৩ ঘণ্টা আগে