অনলাইন ডেস্ক
হুতিদের নিয়ন্ত্রিত ইয়েমেনের তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক মাধ্যমে এ হামলার কথা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, এই হামলা ছিল ‘অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ’-এর অংশ। হুতিরা তাদের কর্মকাণ্ডের জন্য ‘ভারী মূল্য’ দিতে থাকবে বলে হুঁশিয়ারি দেন কাটজ।
বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, হুদায়দাহ, রাস ইসা ও সাইফ বন্দরে এবং ইয়েমেনের ইব ও তাইজ শহরে বিদ্যুৎ সরবরাহকারী রাস কানাতিব বিদ্যুৎকেন্দ্রে এ হামলা চালানো হয়। হামলার আগে স্থানীয়দের এলাকা ছাড়ার আহ্বান জানিয়ে তাৎক্ষণিক বিমান হামলার সতর্কতা দেয় ইসরায়েলি সেনাবাহিনী।
এক্স-এ দেওয়া পোস্টে কাটজ বলেন, ‘ইয়েমেনের পরিণতি হবে তেহরানের মতোই। কেউ ইসরায়েলের ক্ষতি করার চেষ্টা করলে নিজেই ক্ষতিগ্রস্ত হবে। কেউ যদি ইসরায়েলের বিরুদ্ধে হাত তোলে, তার সেই হাত কেটে ফেলা হবে।’
ইসরায়েল কাটজ জানান, এই হামলার লক্ষ্যগুলোর মধ্যে বাণিজ্যিক জাহাজ ‘গ্যালাক্সি লিডার’ও ছিল। হুতি বিদ্রোহীরা ২০২৩ সালে জাহাজটি ছিনতাই করেছিল। আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী জাহাজগুলো নজরদারির কাজে এই জাহাজটি ব্যবহার করা হচ্ছিল বলে দাবি ইসরায়েলের।
হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং সেগুলো প্রতিহত করার চেষ্টা করা হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো আটকাতে সফল হয়েছে কি না, তা এখনো পর্যালোচনার আওতায় রয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, হুতিরা দাবি করছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের হামলার মোকাবিলা করেছে এবং পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
হুতি-নিয়ন্ত্রিত ইয়েমেনি সংবাদমাধ্যম জানিয়েছে, হুদায়দাহ বন্দর লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগেও ইসরায়েলের হামলার শিকার হয়েছিল হুদায়দাহ। গত মে ও জুন মাসে ইসরায়েলি নৌবাহিনী হুদায়দাহ শহরের বিভিন্ন জায়গায় আঘাত হানে। লক্ষাধিক ইয়েমেনির জন্য খাদ্য ও মানবিক সহায়তা প্রবেশের প্রধান কেন্দ্র হুদায়দাহ বন্দর। গত এক বছরে এই বন্দরটি বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে।
হামাসে ইসরায়েলের হামলার জবাবে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে নিয়মিতভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ে আসছে এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে।
ইসরায়েলি বিমান বাহিনীর দাবি, ইয়েমেনে চালানো এই হামলা হুতিদের ‘বারবার হামলার জবাব’। এসব বন্দর ব্যবহার করে ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে ‘ইরানি শাসন থেকে অস্ত্র স্থানান্তর করে সন্ত্রাসী পরিকল্পনা বাস্তবায়ন’ করা হচ্ছিল।
আরও খবর পড়ুন:
হুতিদের নিয়ন্ত্রিত ইয়েমেনের তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক মাধ্যমে এ হামলার কথা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, এই হামলা ছিল ‘অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ’-এর অংশ। হুতিরা তাদের কর্মকাণ্ডের জন্য ‘ভারী মূল্য’ দিতে থাকবে বলে হুঁশিয়ারি দেন কাটজ।
বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, হুদায়দাহ, রাস ইসা ও সাইফ বন্দরে এবং ইয়েমেনের ইব ও তাইজ শহরে বিদ্যুৎ সরবরাহকারী রাস কানাতিব বিদ্যুৎকেন্দ্রে এ হামলা চালানো হয়। হামলার আগে স্থানীয়দের এলাকা ছাড়ার আহ্বান জানিয়ে তাৎক্ষণিক বিমান হামলার সতর্কতা দেয় ইসরায়েলি সেনাবাহিনী।
এক্স-এ দেওয়া পোস্টে কাটজ বলেন, ‘ইয়েমেনের পরিণতি হবে তেহরানের মতোই। কেউ ইসরায়েলের ক্ষতি করার চেষ্টা করলে নিজেই ক্ষতিগ্রস্ত হবে। কেউ যদি ইসরায়েলের বিরুদ্ধে হাত তোলে, তার সেই হাত কেটে ফেলা হবে।’
ইসরায়েল কাটজ জানান, এই হামলার লক্ষ্যগুলোর মধ্যে বাণিজ্যিক জাহাজ ‘গ্যালাক্সি লিডার’ও ছিল। হুতি বিদ্রোহীরা ২০২৩ সালে জাহাজটি ছিনতাই করেছিল। আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী জাহাজগুলো নজরদারির কাজে এই জাহাজটি ব্যবহার করা হচ্ছিল বলে দাবি ইসরায়েলের।
হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং সেগুলো প্রতিহত করার চেষ্টা করা হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো আটকাতে সফল হয়েছে কি না, তা এখনো পর্যালোচনার আওতায় রয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, হুতিরা দাবি করছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের হামলার মোকাবিলা করেছে এবং পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
হুতি-নিয়ন্ত্রিত ইয়েমেনি সংবাদমাধ্যম জানিয়েছে, হুদায়দাহ বন্দর লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগেও ইসরায়েলের হামলার শিকার হয়েছিল হুদায়দাহ। গত মে ও জুন মাসে ইসরায়েলি নৌবাহিনী হুদায়দাহ শহরের বিভিন্ন জায়গায় আঘাত হানে। লক্ষাধিক ইয়েমেনির জন্য খাদ্য ও মানবিক সহায়তা প্রবেশের প্রধান কেন্দ্র হুদায়দাহ বন্দর। গত এক বছরে এই বন্দরটি বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে।
হামাসে ইসরায়েলের হামলার জবাবে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে নিয়মিতভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ে আসছে এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে।
ইসরায়েলি বিমান বাহিনীর দাবি, ইয়েমেনে চালানো এই হামলা হুতিদের ‘বারবার হামলার জবাব’। এসব বন্দর ব্যবহার করে ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে ‘ইরানি শাসন থেকে অস্ত্র স্থানান্তর করে সন্ত্রাসী পরিকল্পনা বাস্তবায়ন’ করা হচ্ছিল।
আরও খবর পড়ুন:
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নিউ জার্সিতে এক ব্যক্তিগত তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ডেমোক্র্যাটদের প্রতি স্পষ্ট বার্তা দিয়েছেন। বর্তমান সময়ের রাজনৈতিক বাস্তবতায় হতাশ না হয়ে দৃঢ়ভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
৩ মিনিট আগেহাঙ্গেরির অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ ‘পাননহালমা আর্চঅ্যাবি’ গ্রন্থাগার প্রায় এক হাজার বছরের পুরোনো। মধ্যযুগীয় এই বেনেডিক্টাইন আশ্রমটিকে জাতিসংঘের ইউনেসকো বিশ্ব ঐতিহ্য তালিকায় রাখা হয়েছে। কিন্তু পোকার আক্রমণে এখন এই গ্রন্থাগারের প্রায় এক লাখ বই বিপন্ন।
২২ মিনিট আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশজুড়ে ৯০ দিনের ‘ডু অর ডাই’ কর্মসূচির ঘোষণা দিয়েছে। কারাবন্দী ইমরান খানের মুক্তি ও সরকারের একপেশে নীতির বিরোধিতা করে এই আন্দোলনের ঘোষণা দিয়েছেন দলের নেতা ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। তিনি জানিয়ে
৩ ঘণ্টা আগেসামাজিক মাধ্যমে আলোড়ন তৈরি করেছে ১১ বছর বয়সী ইন্দোনেশিয়ান এক শিশু। ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে চলন্ত নৌকার গলুইয়ের ওপর দাঁড়িয়ে তার নাচের ভিডিও। রায়ান আর্কান ডিকা ওরফে ডিকার বিশেষ ভঙ্গিমার ওই নাচের ভিডিও অনলাইনে শুরু করেছে নতুন অনলাইন ট্রেন্ড ‘অরা ফার্মিং’।
৩ ঘণ্টা আগে