চলতি বছরের হজযাত্রীদের প্রথম কাফেলাকে অভ্যর্থনা জানাল সৌদি আরব। আজ শনিবার (৪ জুন) মদিনার বিমানবন্দরে অবতরণ করে ইন্দোনেশিয়া থেকে আসা প্রথম হজ ফ্লাইট। জুলাইয়ে শুরু হতে যাওয়া হজের প্রস্তুতির জন্য আগামী সপ্তাহে পবিত্র নগরী মক্কার উদ্দেশে যাত্রা করবেন তাঁরা। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুখপাত্র মোহাম্মদ আল-বিজাভি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-আখবারিয়াকে বলেন, ‘আজ আমরা ইন্দোনেশিয়া থেকে আসা এ বছরের হজযাত্রীদের প্রথম কাফেলাকে স্বাগত জানালাম। মহামারির কারণে দুই বছর বাধার পরে, দেশের বাইরে থেকে আল্লাহর মেহমানদের পেয়ে আমরা খুশি। সৌদি আরব তাঁদের গ্রহণ করতে পুরোপুরি প্রস্তুত।’
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হজ। একই সঙ্গে বিশ্বের বৃহৎ ধর্মীয় জমায়েতগুলোর মধ্যে একটি। ২০১৯ সালে প্রায় ২৫ লাখ মানুষ হজে অংশ নিয়েছিলেন। তবে ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর, কেবল ১ হাজার বিদেশি হজযাত্রী অংশ নিতে পারবে বলে ঘোষণা দেয় সৌদি কর্তৃপক্ষ। পরের বছর, ২০২১ সালে লটারির মাধ্যমে নির্বাচিত সৌদি নাগরিক ও বাসিন্দাদের মধ্যে মোট ৬০ হাজার জন হজ পালনের অনুমতি পান।
গত এপ্রিলে সৌদি সরকার ঘোষণা দেয়, দেশের অভ্যন্তরীণ এবং বাইরে থেকে ১০ লাখ মুসলিমকে এ বছর হজে অংশ নিতে অনুমতি দেবে। কোন দেশ থেকে কতজন অংশ নিতে পারবেন, সেই কোটা নির্ধারণ করে দিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
এবারের হজযাত্রা সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন
এ বছর হজের জন্য দুটি শর্ত দেওয়া হয়েছে। শর্ত দুটি হলো—হজযাত্রীদের বয়স ৬৫ বছরের কম হতে হবে এবং করোনার পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকতে হবে। আর সৌদি আরবের উদ্দেশে রওনার ৭২ ঘণ্টার মধ্যে আরটি পিসিআর টেস্টে করোনাভাইরাস নেগেটিভ সনদ লাগবে। এ ছাড়া প্রত্যেক হজযাত্রীকে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি।
এই সম্পর্কিত আরও পড়ুন:
চলতি বছরের হজযাত্রীদের প্রথম কাফেলাকে অভ্যর্থনা জানাল সৌদি আরব। আজ শনিবার (৪ জুন) মদিনার বিমানবন্দরে অবতরণ করে ইন্দোনেশিয়া থেকে আসা প্রথম হজ ফ্লাইট। জুলাইয়ে শুরু হতে যাওয়া হজের প্রস্তুতির জন্য আগামী সপ্তাহে পবিত্র নগরী মক্কার উদ্দেশে যাত্রা করবেন তাঁরা। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুখপাত্র মোহাম্মদ আল-বিজাভি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-আখবারিয়াকে বলেন, ‘আজ আমরা ইন্দোনেশিয়া থেকে আসা এ বছরের হজযাত্রীদের প্রথম কাফেলাকে স্বাগত জানালাম। মহামারির কারণে দুই বছর বাধার পরে, দেশের বাইরে থেকে আল্লাহর মেহমানদের পেয়ে আমরা খুশি। সৌদি আরব তাঁদের গ্রহণ করতে পুরোপুরি প্রস্তুত।’
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হজ। একই সঙ্গে বিশ্বের বৃহৎ ধর্মীয় জমায়েতগুলোর মধ্যে একটি। ২০১৯ সালে প্রায় ২৫ লাখ মানুষ হজে অংশ নিয়েছিলেন। তবে ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর, কেবল ১ হাজার বিদেশি হজযাত্রী অংশ নিতে পারবে বলে ঘোষণা দেয় সৌদি কর্তৃপক্ষ। পরের বছর, ২০২১ সালে লটারির মাধ্যমে নির্বাচিত সৌদি নাগরিক ও বাসিন্দাদের মধ্যে মোট ৬০ হাজার জন হজ পালনের অনুমতি পান।
গত এপ্রিলে সৌদি সরকার ঘোষণা দেয়, দেশের অভ্যন্তরীণ এবং বাইরে থেকে ১০ লাখ মুসলিমকে এ বছর হজে অংশ নিতে অনুমতি দেবে। কোন দেশ থেকে কতজন অংশ নিতে পারবেন, সেই কোটা নির্ধারণ করে দিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
এবারের হজযাত্রা সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন
এ বছর হজের জন্য দুটি শর্ত দেওয়া হয়েছে। শর্ত দুটি হলো—হজযাত্রীদের বয়স ৬৫ বছরের কম হতে হবে এবং করোনার পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকতে হবে। আর সৌদি আরবের উদ্দেশে রওনার ৭২ ঘণ্টার মধ্যে আরটি পিসিআর টেস্টে করোনাভাইরাস নেগেটিভ সনদ লাগবে। এ ছাড়া প্রত্যেক হজযাত্রীকে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি।
এই সম্পর্কিত আরও পড়ুন:
৫২ বছর বয়সী আবু মনসুর আলী আহমেদ এই লটারিতে জিতেছেন। ফুজাইরাহতে গাড়ির ওয়ার্কশপ রয়েছে তাঁর। ১৯৯২ সাল থেকে দুবাইয়ে যান তিনি। সে বছরই বিগ টিকিট লটারির আয়োজন শুরু হয়েছিল। বন্ধুদের মাধ্যমে প্রথম বিগ টিকিট সম্পর্কে জানেন। তখন থেকেই প্রতি মাসে ২০ বন্ধুর এক দলের সঙ্গে বিগ টিকিট কিনে আসছিলেন তিনি।
১ ঘণ্টা আগেহামাস–ইসরায়েল যুদ্ধ বন্ধে নতুন একটি প্রস্তাব তৈরি করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিসর। আলোচনার সঙ্গে যুক্ত এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেবাবার কোলে হাসছে ছোট্ট মোহাম্মদ। প্রায় ১৬ মাস আগে, ইসরায়েলি বোমা হামলায় নিহত মায়ের নিথর দেহের পাশে বসে কাঁদছিল ১৩ মাস বয়সী এই শিশু। আশ্রয় নেওয়া স্কুলের ধ্বংসস্তূপের মধ্যে সেদিন আরও কত মানুষ যে প্রাণ হারিয়েছিল, আহত হয়েছিল তার ইয়ত্তা নেই। সেই ভয়াবহ দিনের বিশৃঙ্খলার মধ্যে, মানুষ দিগ্বিদিক পালাচ্ছিল,
২ ঘণ্টা আগেপোপ ফ্রান্সিসের মৃত্যুতে সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়সহ বিভিন্ন দেশ গভীর শোক প্রকাশ করেছে। ভারত সরকার তাঁর প্রতি সম্মান জানিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সকল রাষ্ট্র ও সরকার প্রধান তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন।
১৩ ঘণ্টা আগে