Ajker Patrika

ইউক্রেন নিয়ে সৌদি আরবের শান্তি আলোচনায় অংশ নেবে চীন

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১১: ৫৮
ইউক্রেন নিয়ে সৌদি আরবের শান্তি আলোচনায় অংশ নেবে চীন

সৌদি আরবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন শান্তি আলোচনায় অংশ নেবে চীন। গতকাল শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাঁরা সৌদি আরবের আয়োজনে অনুষ্ঠিত আলোচনায় একটি প্রতিনিধিদল পাঠাবে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

চীন সরকারের ইউরেশিয়াবিষয়ক বিশেষ প্রতিনিধি ও রাশিয়ায় নিযুক্ত সাবেক চীনা রাষ্ট্রদূত লি হুই জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন শান্তি সম্মেলনে যোগ দেবেন। বৈঠকে ৪০টিরও বেশি দেশের নেতা ও প্রতিনিধিরা ইউক্রেনে শান্তির আনয়নের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করতে বৈঠকে যোগ দেবেন। যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, পোল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউসহ কয়েক ডজন দেশ আলোচনায় উপস্থিতি নিশ্চিত করেছে। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক বিবৃতিতে বলেছেন, ‘ইউক্রেন সংকটের রাজনৈতিক নিষ্পত্তির জন্য গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত।’ 

তবে রাশিয়ার দীর্ঘদিনের মিত্র চীন চলতি বছরের শুরুতে কোপেনহেগেনে অনুষ্ঠিত একই ধরনের একটি শান্তি আলোচনা বয়কট করেছিল। পশ্চিমা কূটনীতিকেরা বলছেন, সৌদি আরব এই আলোচনার আয়োজন করেছে মূলত এই ভেবে যে চীনের সঙ্গে তাদের ও রাশিয়ার উভয় দেশের ভালো সম্পর্ক রয়েছে। সৌদির আশা, তারা হয়তো চীনকে এই সংকট মোকাবিলার বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের ওপর প্রভাব বিস্তারে রাজি করাতে পারবে। 

বৈঠকের প্রস্তুতির সঙ্গে জড়িত এক জ্যেষ্ঠ ইউরোপীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘চীন কী করে সেটা গুরুত্বপূর্ণ। বেশির ভাগ অংশগ্রহণকারী গতবার আফসোস করেছিলেন যে চীন অংশগ্রহণ করেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত