সৌদি আরবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন শান্তি আলোচনায় অংশ নেবে চীন। গতকাল শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাঁরা সৌদি আরবের আয়োজনে অনুষ্ঠিত আলোচনায় একটি প্রতিনিধিদল পাঠাবে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চীন সরকারের ইউরেশিয়াবিষয়ক বিশেষ প্রতিনিধি ও রাশিয়ায় নিযুক্ত সাবেক চীনা রাষ্ট্রদূত লি হুই জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন শান্তি সম্মেলনে যোগ দেবেন। বৈঠকে ৪০টিরও বেশি দেশের নেতা ও প্রতিনিধিরা ইউক্রেনে শান্তির আনয়নের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করতে বৈঠকে যোগ দেবেন। যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, পোল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউসহ কয়েক ডজন দেশ আলোচনায় উপস্থিতি নিশ্চিত করেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক বিবৃতিতে বলেছেন, ‘ইউক্রেন সংকটের রাজনৈতিক নিষ্পত্তির জন্য গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত।’
তবে রাশিয়ার দীর্ঘদিনের মিত্র চীন চলতি বছরের শুরুতে কোপেনহেগেনে অনুষ্ঠিত একই ধরনের একটি শান্তি আলোচনা বয়কট করেছিল। পশ্চিমা কূটনীতিকেরা বলছেন, সৌদি আরব এই আলোচনার আয়োজন করেছে মূলত এই ভেবে যে চীনের সঙ্গে তাদের ও রাশিয়ার উভয় দেশের ভালো সম্পর্ক রয়েছে। সৌদির আশা, তারা হয়তো চীনকে এই সংকট মোকাবিলার বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের ওপর প্রভাব বিস্তারে রাজি করাতে পারবে।
বৈঠকের প্রস্তুতির সঙ্গে জড়িত এক জ্যেষ্ঠ ইউরোপীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘চীন কী করে সেটা গুরুত্বপূর্ণ। বেশির ভাগ অংশগ্রহণকারী গতবার আফসোস করেছিলেন যে চীন অংশগ্রহণ করেনি।’
সৌদি আরবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন শান্তি আলোচনায় অংশ নেবে চীন। গতকাল শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাঁরা সৌদি আরবের আয়োজনে অনুষ্ঠিত আলোচনায় একটি প্রতিনিধিদল পাঠাবে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চীন সরকারের ইউরেশিয়াবিষয়ক বিশেষ প্রতিনিধি ও রাশিয়ায় নিযুক্ত সাবেক চীনা রাষ্ট্রদূত লি হুই জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন শান্তি সম্মেলনে যোগ দেবেন। বৈঠকে ৪০টিরও বেশি দেশের নেতা ও প্রতিনিধিরা ইউক্রেনে শান্তির আনয়নের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করতে বৈঠকে যোগ দেবেন। যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, পোল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউসহ কয়েক ডজন দেশ আলোচনায় উপস্থিতি নিশ্চিত করেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক বিবৃতিতে বলেছেন, ‘ইউক্রেন সংকটের রাজনৈতিক নিষ্পত্তির জন্য গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত।’
তবে রাশিয়ার দীর্ঘদিনের মিত্র চীন চলতি বছরের শুরুতে কোপেনহেগেনে অনুষ্ঠিত একই ধরনের একটি শান্তি আলোচনা বয়কট করেছিল। পশ্চিমা কূটনীতিকেরা বলছেন, সৌদি আরব এই আলোচনার আয়োজন করেছে মূলত এই ভেবে যে চীনের সঙ্গে তাদের ও রাশিয়ার উভয় দেশের ভালো সম্পর্ক রয়েছে। সৌদির আশা, তারা হয়তো চীনকে এই সংকট মোকাবিলার বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের ওপর প্রভাব বিস্তারে রাজি করাতে পারবে।
বৈঠকের প্রস্তুতির সঙ্গে জড়িত এক জ্যেষ্ঠ ইউরোপীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘চীন কী করে সেটা গুরুত্বপূর্ণ। বেশির ভাগ অংশগ্রহণকারী গতবার আফসোস করেছিলেন যে চীন অংশগ্রহণ করেনি।’
গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৭১ ফিলিস্তিনি, যাদের ৫১ জনই নিহত। খাদ্যাভাবে অপুষ্টিতে ভুগে নিহত হয়েছেন আরও ৭ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগেসাবেক মার্কিন সেনা কর্মকর্তা অ্যান্থনি অ্যাগুইলার জানিয়েছেন, গাজার দক্ষিণে ত্রাণ নেওয়ার কিছুক্ষণ পরই এক কিশোরকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। নিহত কিশোরের নাম ছিল আমির। অ্যাগুইলার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) কর্মকর্তা।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ১৫ শতাংশ শুল্ক আরোপ করবে। তিনি এটিকে ‘সম্পূর্ণ ও চূড়ান্ত বাণিজ্য চুক্তি’ হিসেবে বর্ণনা করেছেন। তবে, বিনিময়ে দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগেইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য বাণিজ্যের অভিযোগে ছয় ভারতীয় প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল বুধবার দেশটির পররাষ্ট্র দপ্তর এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের দাবি, এসব ভারতীয় কোম্পানি ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য কেনাবেচায়...
৫ ঘণ্টা আগে