Ajker Patrika

আল-আকসায় সহিংসতায় যুক্তরাষ্ট্রের ‘গভীর উদ্বেগ’ প্রকাশ

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১১: ১০
আল-আকসায় সহিংসতায় যুক্তরাষ্ট্রের ‘গভীর উদ্বেগ’ প্রকাশ

জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি বিক্ষোভকারী ও ইসরায়েলি পুলিশের মধ্যে সংঘর্ষে ১৫০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হওয়ার পর যুক্তরাষ্ট্র গতকাল শুক্রবার বলেছে, তারা এ সহিংসতায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা সব পক্ষকে সংযম দেখানোর এবং উসকানিমূলক কর্মকাণ্ড ও বক্তব্য এড়াতে আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমরা ফিলিস্তিনি ও ইসরায়েলি কর্মকর্তাদের উত্তেজনা কমাতে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।’ 

ইসরায়েলের পুলিশ বলেছে, শুক্রবার ভোরে নামাজের পর শত শত ফিলিস্তিনি আল-আকসার নিকটবর্তী ইহুদিদের প্রার্থনাস্থান লক্ষ্য করে ইট-পাটকেল ও পাথর ছুড়তে শুরু করে। ওই জায়গায় আগে থেকেই ইসরায়েলের পুলিশ বাহিনী অবস্থান করছিল। পুলিশ বাহিনী তখন আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে এবং মুসল্লিদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় সংঘর্ষের সৃষ্টি হয় এবং তিনজন ইসরায়েলি পুলিশ আহত হন। 

আল-আকসা ইসলামের তৃতীয় পবিত্র স্থান। ইহুদিরা এটিকে ‘টেম্পল মাউন্ট’ বলে থাকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত