Ajker Patrika

খাদ্য প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল, দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ৬ লাখ গাজাবাসী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০: ০৩
খাদ্য প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল, দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ৬ লাখ গাজাবাসী

গাজায় খাদ্যসহ অন্যান্য ত্রাণসহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এই অবস্থায় জাতিসংঘ বলছে, ইসরায়েলের এই পদক্ষেপের ফলে গাজায় অন্তত ৫ লাখ ৭৬ হাজার মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার গাজায় ফিলিস্তিনিরা যখন খাদ্য সংগ্রহে বিভিন্ন ত্রাণের ট্রাকের সামনে জড়ো হয়েছিল, ইসরায়েলি বাহিনী সেই ভিড় লক্ষ্য করে গুলি চালিয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি এখনো। 

ইসরায়েল গাজার সব ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিয়েছে। খোলা রেখেছে মাত্র একটি। যার ফলে অঞ্চলটিতে খাদ্যসংকট ক্রমেই তীব্রতর হচ্ছে। বিষয়টি নিয়ে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থার (ওসিএইচএ) উপপ্রধান রমেশ রাজাসিংহাম নিরাপত্তা পরিষদে বলেছেন, ‘ফেব্রুয়ারির শেষ সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে, গাজার জনসংখ্যার এক-চতুর্থাংশ—৫ লাখ ৭৬ হাজার—দুর্ভিক্ষ থেকে মাত্র এক কদম দূরে।’

গাজার খাদ্যসংকটের ফলাফল উল্লেখ করতে গিয়ে রমেশ বলেছেন, গাজার প্রতি ছয়জন শিশুর মধ্যে একজন তীব্র অপুষ্টিতে ভুগছে এবং গাজায় ২৩ লাখেরও বেশি মানুষের জন্য যে পরিমাণ খাদ্য তা নিতান্তই অপ্রতুল। তিনি বলেন, ‘তার পরও কিছু করা হচ্ছে না। আমরা আশঙ্কা করছি, গাজার দুর্ভিক্ষ এড়ানোর আর কোনো উপায় নেই বললেই চলে এবং এই সংঘর্ষে আরও বহু মানুষ হতাহত হবে।’ 

রাজাসিংহাম জানিয়েছেন, ইসরায়েলি বাধার কারণে জাতিসংঘ ও এর সহযোগী সংস্থাগুলো গাজায় ন্যূনতম ত্রাণ সরবরাহ করতে অপ্রতিরোধ্য বাধার সম্মুখীন হয়েছে। এর মধ্যে—ক্রসিং বন্ধ করে দেওয়া, চলাচল ও যোগাযোগের ওপর বিধিনিষেধ, কঠোর যাচাই-বাছাই পদ্ধতি, যুদ্ধ, ক্ষতিগ্রস্ত রাস্তা ও অবিস্ফোরিত অস্ত্র অন্যতম কারণ। 

জেনেভায় ওসিএইচএর মুখপাত্র জেনস লায়েরকে সাংবাদিকদের বলেছেন, ইসরায়েলের কর্মকাণ্ডের কারণে গাজায় সাহায্য পৌঁছে দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তিনি বলেছেন, ‘সহায়তা কনভয়গুলো হামলার শিকার হচ্ছে এবং পরিকল্পিতভাবে প্রয়োজনীয় লোকজন গাজায় প্রবেশাধিকার থেকে বঞ্চিত হয়েছে। মানবিক সহায়তা কর্মীদের ইসরায়েলি বাহিনীর তরফ থেকে হয়রানি, ভয় দেখানো হয়েছে বা আটক করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত