Ajker Patrika

গাজায় বিমান থেকে ৩৮ হাজার প্যাকেট খাবার ফেলল যুক্তরাষ্ট্র

গাজায় বিমান থেকে ৩৮ হাজার প্যাকেট খাবার ফেলল যুক্তরাষ্ট্র

গাজায় অভুক্ত মানুষদের জন্য প্রথমবারের জন্য উড়োজাহাজ থেকে খাবার ফেলল যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন বলা হয়েছে, তিনটি সামরিক বিমান থেকে ৩৮ হাজারের বেশি খাবার প্যাকেট প্যারাসুটের মাধ্যমে গাজায় ফেলা হয়েছে। 

ইউএস সেন্ট্রাল কমান্ডের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, তিনটি সি–১৩০ পরিবহন বিমান খাবারের প্যাকটেগুলো গাজায় ফেলেছে। 

মার্কিন সূত্র বিবিসির অংশীদার সিবিএসকে জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন গাজার মানুষদের জন্য বেশ কিছু সহায়তার ঘোষণা দিয়েছেন। বিমান থেকে খাবারের প্যাকেট দেওয়ার এগুলোর মধ্যে প্রথম পদক্ষেপ। 

গতকাল শুক্রবার গাজায় ত্রাণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। গত বৃহস্পতিবার একটি ত্রাণ বহরে ভিড় করা গাজাবাসীর ওপর নির্বিচারে গুলি করে ইসরায়েল। এতে শতাধিক মানুষ নিহত হন। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো খাবার পৌঁছে দেওয়া হলো। 

ওই ঘটনায় যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ অনেক পশ্চিমা দেশই ইসরায়েলে তীব্র নিন্দা জানিয়েছে। 

এক মার্কিন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, আজ শনিবার বিকেলে বিমান থেকে মোট ৬৬ বান্ডিল খাবার ফেলা হয়েছে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সম্মিলিত অভিযানের অংশ হিসেবে মার্কিন বিমানবাহিনী এবং আরজেএএফ সি–১৩০ বিমান থেকে সেনারা আকাশ থেকে খাদ্য সহায়তা ফেলেছেন। 

ইউএস সি–১৩০ বিমান থেকে গাজার উপকূলরেখা বরাবর ৩৮ হাজারের বেশি খাবারের প্যাকেট ফেলা হয়েছে। 

উল্লেখ্য, অবরুদ্ধ গাজায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। আশ্রয় শিবিরগুলো মানবেতন জীবনযাপন করছেন ফিলিস্তিনিরা। খাদ্য সরবরাহের গাড়িগুলোও প্রবেশের অনুমতি দিচ্ছে না নেতানিয়াহু সরকার। গাজার মানুষ পশুখাদ্য খেয়ে বেঁচে আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত