অনলাইন ডেস্ক
দক্ষিণ লেবাননের রামিশে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে জাতিসংঘের তিন পর্যবেক্ষক এবং একজন অনুবাদক আহত হয়েছেন। আজ শনিবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বরাতে এক প্রতিবেদনে খবরটি দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইসরায়েল-লেবানন সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই ঘটনাটি ঘটল।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে, বিস্ফোরণের পেছনে দায়ী ইসরায়েলি ড্রোন হামলা। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায়ে আদ্রেই এই হামলার দায় অস্বীকার করেছেন।
জাতিসংঘের মিশন ইউনিফিল বলেছে, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা বিস্ফোরণের উৎস সম্পর্কে তদন্ত করছে। এক বিবৃতিতে ইউনিফিল বলেছে যে, দক্ষিণ লেবাননকে ইসরায়েল থেকে বিভক্ত করা জাতিসংঘ নির্ধারিত ‘ব্লু লাইন’ বরাবর একটি টহল দলের কাছে বিস্ফোরিত হয়েছিল একটি শেল।
শান্তিরক্ষীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছে ইউনিফিল।
পর্যবেক্ষকদের জাতীয়তা বা তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে লেবাননের অনুবাদক স্থিতিশীল আছেন বলে জানা গেছে।
লেবাননের রাষ্ট্র পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের সেই এলাকায় হামলা চালিয়েছে যেখানে পর্যবেক্ষকেরা আহত হয়েছেন।
অন্যদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী এই অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে বলেছে যে, ‘আইডিএফ (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী) আজ সকালে রামিশ এলাকায় ইউনিফিলের কোনো গাড়িতে হামলা করেনি।’
সাম্প্রতিক দিনগুলিতে, ইসরায়েল এবং লেবাননের মধ্যে সীমান্ত বরাবর উত্তেজনা আবারও বেড়েছে। এতে উভয় পক্ষের হতাহতের ঘটনা ঘটছে।
লেবাননের সরকারি সূত্র বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় দেশটিতে এখন পর্যন্ত হিজবুল্লাহর অন্তত ২৭০ যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলের হামলায় লেবাননে আরও ৫০ বেসামরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু, চিকিৎসক ও সাংবাদিকও রয়েছেন।
দক্ষিণ লেবাননের রামিশে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে জাতিসংঘের তিন পর্যবেক্ষক এবং একজন অনুবাদক আহত হয়েছেন। আজ শনিবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বরাতে এক প্রতিবেদনে খবরটি দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইসরায়েল-লেবানন সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই ঘটনাটি ঘটল।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে, বিস্ফোরণের পেছনে দায়ী ইসরায়েলি ড্রোন হামলা। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায়ে আদ্রেই এই হামলার দায় অস্বীকার করেছেন।
জাতিসংঘের মিশন ইউনিফিল বলেছে, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা বিস্ফোরণের উৎস সম্পর্কে তদন্ত করছে। এক বিবৃতিতে ইউনিফিল বলেছে যে, দক্ষিণ লেবাননকে ইসরায়েল থেকে বিভক্ত করা জাতিসংঘ নির্ধারিত ‘ব্লু লাইন’ বরাবর একটি টহল দলের কাছে বিস্ফোরিত হয়েছিল একটি শেল।
শান্তিরক্ষীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছে ইউনিফিল।
পর্যবেক্ষকদের জাতীয়তা বা তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে লেবাননের অনুবাদক স্থিতিশীল আছেন বলে জানা গেছে।
লেবাননের রাষ্ট্র পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের সেই এলাকায় হামলা চালিয়েছে যেখানে পর্যবেক্ষকেরা আহত হয়েছেন।
অন্যদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী এই অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে বলেছে যে, ‘আইডিএফ (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী) আজ সকালে রামিশ এলাকায় ইউনিফিলের কোনো গাড়িতে হামলা করেনি।’
সাম্প্রতিক দিনগুলিতে, ইসরায়েল এবং লেবাননের মধ্যে সীমান্ত বরাবর উত্তেজনা আবারও বেড়েছে। এতে উভয় পক্ষের হতাহতের ঘটনা ঘটছে।
লেবাননের সরকারি সূত্র বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় দেশটিতে এখন পর্যন্ত হিজবুল্লাহর অন্তত ২৭০ যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলের হামলায় লেবাননে আরও ৫০ বেসামরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু, চিকিৎসক ও সাংবাদিকও রয়েছেন।
গৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় অন্তত ৫৪ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
৩ ঘণ্টা আগেলিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের ধারণা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে
৮ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
১১ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
১২ ঘণ্টা আগে