দক্ষিণ লেবাননের রামিশে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে জাতিসংঘের তিন পর্যবেক্ষক এবং একজন অনুবাদক আহত হয়েছেন। আজ শনিবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বরাতে এক প্রতিবেদনে খবরটি দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইসরায়েল-লেবানন সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই ঘটনাটি ঘটল।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে, বিস্ফোরণের পেছনে দায়ী ইসরায়েলি ড্রোন হামলা। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায়ে আদ্রেই এই হামলার দায় অস্বীকার করেছেন।
জাতিসংঘের মিশন ইউনিফিল বলেছে, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা বিস্ফোরণের উৎস সম্পর্কে তদন্ত করছে। এক বিবৃতিতে ইউনিফিল বলেছে যে, দক্ষিণ লেবাননকে ইসরায়েল থেকে বিভক্ত করা জাতিসংঘ নির্ধারিত ‘ব্লু লাইন’ বরাবর একটি টহল দলের কাছে বিস্ফোরিত হয়েছিল একটি শেল।
শান্তিরক্ষীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছে ইউনিফিল।
পর্যবেক্ষকদের জাতীয়তা বা তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে লেবাননের অনুবাদক স্থিতিশীল আছেন বলে জানা গেছে।
লেবাননের রাষ্ট্র পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের সেই এলাকায় হামলা চালিয়েছে যেখানে পর্যবেক্ষকেরা আহত হয়েছেন।
অন্যদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী এই অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে বলেছে যে, ‘আইডিএফ (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী) আজ সকালে রামিশ এলাকায় ইউনিফিলের কোনো গাড়িতে হামলা করেনি।’
সাম্প্রতিক দিনগুলিতে, ইসরায়েল এবং লেবাননের মধ্যে সীমান্ত বরাবর উত্তেজনা আবারও বেড়েছে। এতে উভয় পক্ষের হতাহতের ঘটনা ঘটছে।
লেবাননের সরকারি সূত্র বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় দেশটিতে এখন পর্যন্ত হিজবুল্লাহর অন্তত ২৭০ যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলের হামলায় লেবাননে আরও ৫০ বেসামরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু, চিকিৎসক ও সাংবাদিকও রয়েছেন।
দক্ষিণ লেবাননের রামিশে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে জাতিসংঘের তিন পর্যবেক্ষক এবং একজন অনুবাদক আহত হয়েছেন। আজ শনিবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বরাতে এক প্রতিবেদনে খবরটি দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইসরায়েল-লেবানন সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই ঘটনাটি ঘটল।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে, বিস্ফোরণের পেছনে দায়ী ইসরায়েলি ড্রোন হামলা। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায়ে আদ্রেই এই হামলার দায় অস্বীকার করেছেন।
জাতিসংঘের মিশন ইউনিফিল বলেছে, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা বিস্ফোরণের উৎস সম্পর্কে তদন্ত করছে। এক বিবৃতিতে ইউনিফিল বলেছে যে, দক্ষিণ লেবাননকে ইসরায়েল থেকে বিভক্ত করা জাতিসংঘ নির্ধারিত ‘ব্লু লাইন’ বরাবর একটি টহল দলের কাছে বিস্ফোরিত হয়েছিল একটি শেল।
শান্তিরক্ষীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছে ইউনিফিল।
পর্যবেক্ষকদের জাতীয়তা বা তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে লেবাননের অনুবাদক স্থিতিশীল আছেন বলে জানা গেছে।
লেবাননের রাষ্ট্র পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের সেই এলাকায় হামলা চালিয়েছে যেখানে পর্যবেক্ষকেরা আহত হয়েছেন।
অন্যদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী এই অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে বলেছে যে, ‘আইডিএফ (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী) আজ সকালে রামিশ এলাকায় ইউনিফিলের কোনো গাড়িতে হামলা করেনি।’
সাম্প্রতিক দিনগুলিতে, ইসরায়েল এবং লেবাননের মধ্যে সীমান্ত বরাবর উত্তেজনা আবারও বেড়েছে। এতে উভয় পক্ষের হতাহতের ঘটনা ঘটছে।
লেবাননের সরকারি সূত্র বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় দেশটিতে এখন পর্যন্ত হিজবুল্লাহর অন্তত ২৭০ যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলের হামলায় লেবাননে আরও ৫০ বেসামরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু, চিকিৎসক ও সাংবাদিকও রয়েছেন।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ক্রিপটোকারেন্সি ব্যবসার শীর্ষ এক কর্তার কন্যা ও নাতিকে অপহরণ চেষ্টার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন পথচারীরা। মঙ্গলবার সকালে প্যারিসের ১১ তম জেলার ব্যস্ত এক সড়কে চারজন অস্ত্রধারী এই অপহরণ চেষ্টা চালিয়েছিল।
১ মিনিট আগেকাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্র-ভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৬০টি বিমান কেনার একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর করেছে কাতার। আজ বুধবার এই চুক্তিটি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বর্তমানে ট্রাম্প উপসাগরীয় আরব দেশগুলোতে..
৩৮ মিনিট আগেআহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন...
২ ঘণ্টা আগেকেউ মিথ্যা বলছে কি না, তা বুঝতে আমরা অনেক সময় মুখের অভিব্যক্তি, চোখের চাহনি বা কথাবার্তার ভঙ্গি পর্যবেক্ষণ করি। কিন্তু এফবিআই প্রশিক্ষিত যোগাযোগ বিশেষজ্ঞ হুয়ান ম্যানুয়েল গার্সিয়া লোপেজ জানালেন, আসল সংকেতটি লুকিয়ে থাকে মানুষের পায়ে।
২ ঘণ্টা আগে