Ajker Patrika

ফ্রান্সের কাছ থেকে ৮০টি রাফাল যুদ্ধবিমান কিনছে ইউএই

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ২০: ২৬
Thumbnail image

ফ্রান্সের কাছ থেকে ৮০টি রাফাল যুদ্ধবিমান ও ১২টি সামরিক হেলিকপ্টার কিনছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আজ শুক্রবার এই ক্রয়াদেশ দেয় দেশটি, যার মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার হলো। 

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার খবরে বলা হয়, ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান ও সামরিক হেলিকপ্টার ক্রয় বাবদ মোট ১ হাজার ৭০০ কোটি ইউরোর (১ হাজার ৯২০ কোটি মার্কিন ডলার) অস্ত্র চুক্তি করেছে ইউএই। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর উপসাগরীয় অঞ্চল সফরকালে হওয়া এই চুক্তি এযাবৎকালে ফরাসি এই যুদ্ধবিমান ক্রয়ের সবচেয়ে বড় চুক্তি। দুই দিনের সফরে থাকা ম্যাখোঁর কাতার ও সৌদি আরব সফরেরও কথা রয়েছে। 

এ সম্পর্কিত এক বিবৃতিতে ফ্রান্সের সশস্ত্র বাহিনী সম্পর্কিত মন্ত্রী ফ্লোরেন্স পারলে বলেছেন, ‘এই চুক্তি ঐতিহাসিক।’ 

দুবাই এক্সপো ২০২০-এর এক ফাঁকে আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর মধ্যে এই চুক্তি সই হয়। চুক্তি সইয়ের পর ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘এই চুক্তি কৌশলগত অংশীদারত্বকে আরও দৃঢ় করবে, যা এরই মধ্যে যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। একই সঙ্গে এটি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায়ও ভূমিকা রাখবে।’ 

ফ্রান্সের প্রেসিডেন্ট এমন এক সময়ে উপসাগরীয় অঞ্চল সফর করছেন, যখন এই অঞ্চলের দেশগুলো সেখানে যুক্তরাষ্ট্রের নতুন করে মনোযোগী হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। এটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইউএইতে থাকা ফ্রান্সের স্থায়ী সামরিক ঘাঁটির কারণে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত