ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষে গণনা চলছে। দেশটির নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে, এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা চলছে সাঈদ জালিলি ও মাসুদ পেজেসকিয়ানের মধ্যে। এখন পর্যন্ত গণনা করা ভোটের মধ্যে দুজনের ব্যবধান খুবই সামান্য। ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইরানের নির্বাচন কমিশনের মুখপাত্র মোহসেন এসলামি আজ শনিবার জানিয়েছেন, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৫৮ হাজার কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ২৭ হাজার ৯৩৮টি কেন্দ্রের ভোট গণনা করা হয়েছে, যেখানে সাঈদ জালিলি পেয়েছেন ৪২ লাখ ৬৬ হাজার ৩৮৬ ভোট এবং মাসুদ পেজেসকিয়ান পেয়েছেন ৪২ লাখ ৪৪ হাজার ৮১৫ ভোট।
সাঈদ জালিলি ও মাসুদ পেজেসকিয়ান ছাড়াও এই নির্বাচনে লড়ছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ও দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পোরমোহাম্মাদি। প্রতিদ্বন্দ্বিতায় থাকা এ দুই প্রার্থী যথাক্রমে ১ লাখ ৩৮ হাজার ৫৮৩ ভোট ও ৮০ হাজার ৫০৬ ভোট পেয়েছেন।
নির্বাচনের বর্তমান ফলাফল বলছে, সাঈদ জালিলি ও মাসুদ পেজেসকিয়ানের মধ্যে ভোটের ব্যবধান খুব কম থাকায় কোনো প্রার্থীই হয়তো ৫১ শতাংশ ভোট নিশ্চিত করতে পারবেন না। সে ক্ষেত্রে নির্বাচন গড়াতে পারে রানঅফ তথা দ্বিতীয় ধাপে। বিষয়টির দিকে ইঙ্গিত দিয়ে নির্বাচন কমিশনের মুখপাত্র মোহসেন এসলামি জানিয়েছেন, এমনটা হলে সপ্তাহখানেকের মধ্যেই রানঅফ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে চূড়ান্ত পর্যায়ে লড়বেন সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থী।
এর আগে, গতকাল শুক্রবার সকালে শুরু হয় ইরানের বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। পরে ভোট গ্রহণ চলে টানা ১৬ ঘণ্টা। ইরানের স্থানীয় সময় শনিবার গভীর রাতে শেষ হয় ভোট গ্রহণ। এই নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ছিলেন ইরানের ৬ কোটি ১০ লাখ নাগরিক।
মূলত এক ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা যান গত ১৯ মে। এর কয়েক দিন পরই ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নতুন তারিখ নির্ধারিত হয় ২৮ জুন। সেই মোতাবেক গতকাল শুক্রবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষে গণনা চলছে। দেশটির নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে, এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা চলছে সাঈদ জালিলি ও মাসুদ পেজেসকিয়ানের মধ্যে। এখন পর্যন্ত গণনা করা ভোটের মধ্যে দুজনের ব্যবধান খুবই সামান্য। ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইরানের নির্বাচন কমিশনের মুখপাত্র মোহসেন এসলামি আজ শনিবার জানিয়েছেন, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৫৮ হাজার কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ২৭ হাজার ৯৩৮টি কেন্দ্রের ভোট গণনা করা হয়েছে, যেখানে সাঈদ জালিলি পেয়েছেন ৪২ লাখ ৬৬ হাজার ৩৮৬ ভোট এবং মাসুদ পেজেসকিয়ান পেয়েছেন ৪২ লাখ ৪৪ হাজার ৮১৫ ভোট।
সাঈদ জালিলি ও মাসুদ পেজেসকিয়ান ছাড়াও এই নির্বাচনে লড়ছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ও দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পোরমোহাম্মাদি। প্রতিদ্বন্দ্বিতায় থাকা এ দুই প্রার্থী যথাক্রমে ১ লাখ ৩৮ হাজার ৫৮৩ ভোট ও ৮০ হাজার ৫০৬ ভোট পেয়েছেন।
নির্বাচনের বর্তমান ফলাফল বলছে, সাঈদ জালিলি ও মাসুদ পেজেসকিয়ানের মধ্যে ভোটের ব্যবধান খুব কম থাকায় কোনো প্রার্থীই হয়তো ৫১ শতাংশ ভোট নিশ্চিত করতে পারবেন না। সে ক্ষেত্রে নির্বাচন গড়াতে পারে রানঅফ তথা দ্বিতীয় ধাপে। বিষয়টির দিকে ইঙ্গিত দিয়ে নির্বাচন কমিশনের মুখপাত্র মোহসেন এসলামি জানিয়েছেন, এমনটা হলে সপ্তাহখানেকের মধ্যেই রানঅফ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে চূড়ান্ত পর্যায়ে লড়বেন সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থী।
এর আগে, গতকাল শুক্রবার সকালে শুরু হয় ইরানের বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। পরে ভোট গ্রহণ চলে টানা ১৬ ঘণ্টা। ইরানের স্থানীয় সময় শনিবার গভীর রাতে শেষ হয় ভোট গ্রহণ। এই নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ছিলেন ইরানের ৬ কোটি ১০ লাখ নাগরিক।
মূলত এক ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা যান গত ১৯ মে। এর কয়েক দিন পরই ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নতুন তারিখ নির্ধারিত হয় ২৮ জুন। সেই মোতাবেক গতকাল শুক্রবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার সৌদি আরবে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি সিরিয়ার দীর্ঘদিনের শত্রু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আহ্বান জানিয়েছেন শারার প্রতি। এর আগের দিন অর্থাৎ গতকাল মঙ্গলবার ট্রাম্প সিরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে
১ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাঁর দেশ গাজার ঘরবাড়ি ধ্বংস করছে মূলত স্থানীয় লোকজন, যাতে অঞ্চলটিতে না থাকতে পেরে বাধ্য হয়ে অন্য কোথাও চলে যায়। গতকাল মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির রুদ্ধদ্বার বৈঠকে আইনপ্রণেতাদের সামনে সাক্ষ্য দেওয়ার সময়...
২ ঘণ্টা আগেভারত নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক কর্মীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়। পাল্টা হিসেবে পাকিস্তানও ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
৪ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশ রাজ্যের এক বিজেপি মন্ত্রীর মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে উদ্দেশ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন ওই মন্ত্রী। ‘অপারেশন সিন্দুর’ নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে একাধিকবার কর্নেল কুরেশিকে দেখা
৪ ঘণ্টা আগে