Ajker Patrika

ত্রাণের অপেক্ষায় থাকা গাজাবাসীর ওপর ইসরায়েলি গুলিবর্ষণ, নিহত ১০

ত্রাণের অপেক্ষায় থাকা গাজাবাসীর ওপর ইসরায়েলি গুলিবর্ষণ, নিহত ১০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা মানুষের ওপর ইসরায়েলি বাহিনী গুলি বর্ষণ করেছে। এতে নিহত হয়েছে ১০ জন ফিলিস্তিনি। গতকাল রোববার সন্ধ্যায় ঘটা এই হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। ওয়াফা নিউজ এজেন্সির বরাতে খবরটি দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গতকাল সন্ধ্যায় গাজার উত্তরাঞ্চলের উপকূলীয় সড়কে ঘটে যাওয়া হামলায় আহতদের নিকটবর্তী আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

একইদিন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজা শহরের অন্য স্থানে জেইতুনের আশপাশে একটি তিনতলা বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১৫ জন নিহত এবং কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন। ওয়াফা নিউজ এজেন্সি বলেছে, আহতদের কাছে পৌঁছাতে পারেনি অ্যাম্বুলেন্স।

সংবাদমাধ্যমটি আরও বলেছে, দক্ষিণ গাজায় রাফাহ শহরের একটি বাড়িতে আইডিএফের বোমা হামলায় একজন নারী এবং একটি শিশুসহ তিনজন নিহত হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলার পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ডটিতে ২৯ হাজার ৬৯২ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৬৬০ শিশু ও ৮ হাজার ৫৭০ জনই নারী। এই সময়ে আহত হয়েছে আরও অন্তত সাড়ে ৬৯ হাজার ফিলিস্তিনি। যাদের ৭০ শতাংশেরও বেশি শিশু ও নারী।

ফিলিস্তিনি বিভিন্ন সূত্র বলছে—গাজায় নির্বিচারে বোমা ও বিস্ফোরক ব্যবহার করেছে এবং করছে ইসরায়েল। বিগত ১৪০ দিনে ইসরায়েল গাজায় অন্তত ৬৬ হাজার টন বিস্ফোরক ব্যবহার করে হামলা চালিয়েছে। গাজার আয়তন বিবেচনায় এই সময়ের মধ্যে অঞ্চলটির প্রতি বর্গকিলোমিটারে অন্তত ১৮৩ টন করে বিস্ফোরক ফেলেছে ইসরায়েলি দখলদারেরা।

দক্ষিণ গাজার মিসর সীমান্ত সংলগ্ন অঞ্চল রাফাহ খালি করে সেখানে অভিযান পরিচালনার পরিকল্পনা প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। এরই মধ্যে এই পরিকল্পনা ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় উত্থাপন করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত