ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা মানুষের ওপর ইসরায়েলি বাহিনী গুলি বর্ষণ করেছে। এতে নিহত হয়েছে ১০ জন ফিলিস্তিনি। গতকাল রোববার সন্ধ্যায় ঘটা এই হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। ওয়াফা নিউজ এজেন্সির বরাতে খবরটি দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গতকাল সন্ধ্যায় গাজার উত্তরাঞ্চলের উপকূলীয় সড়কে ঘটে যাওয়া হামলায় আহতদের নিকটবর্তী আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
একইদিন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজা শহরের অন্য স্থানে জেইতুনের আশপাশে একটি তিনতলা বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১৫ জন নিহত এবং কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন। ওয়াফা নিউজ এজেন্সি বলেছে, আহতদের কাছে পৌঁছাতে পারেনি অ্যাম্বুলেন্স।
সংবাদমাধ্যমটি আরও বলেছে, দক্ষিণ গাজায় রাফাহ শহরের একটি বাড়িতে আইডিএফের বোমা হামলায় একজন নারী এবং একটি শিশুসহ তিনজন নিহত হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলার পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ডটিতে ২৯ হাজার ৬৯২ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৬৬০ শিশু ও ৮ হাজার ৫৭০ জনই নারী। এই সময়ে আহত হয়েছে আরও অন্তত সাড়ে ৬৯ হাজার ফিলিস্তিনি। যাদের ৭০ শতাংশেরও বেশি শিশু ও নারী।
ফিলিস্তিনি বিভিন্ন সূত্র বলছে—গাজায় নির্বিচারে বোমা ও বিস্ফোরক ব্যবহার করেছে এবং করছে ইসরায়েল। বিগত ১৪০ দিনে ইসরায়েল গাজায় অন্তত ৬৬ হাজার টন বিস্ফোরক ব্যবহার করে হামলা চালিয়েছে। গাজার আয়তন বিবেচনায় এই সময়ের মধ্যে অঞ্চলটির প্রতি বর্গকিলোমিটারে অন্তত ১৮৩ টন করে বিস্ফোরক ফেলেছে ইসরায়েলি দখলদারেরা।
দক্ষিণ গাজার মিসর সীমান্ত সংলগ্ন অঞ্চল রাফাহ খালি করে সেখানে অভিযান পরিচালনার পরিকল্পনা প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। এরই মধ্যে এই পরিকল্পনা ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় উত্থাপন করেছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা মানুষের ওপর ইসরায়েলি বাহিনী গুলি বর্ষণ করেছে। এতে নিহত হয়েছে ১০ জন ফিলিস্তিনি। গতকাল রোববার সন্ধ্যায় ঘটা এই হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। ওয়াফা নিউজ এজেন্সির বরাতে খবরটি দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গতকাল সন্ধ্যায় গাজার উত্তরাঞ্চলের উপকূলীয় সড়কে ঘটে যাওয়া হামলায় আহতদের নিকটবর্তী আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
একইদিন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজা শহরের অন্য স্থানে জেইতুনের আশপাশে একটি তিনতলা বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১৫ জন নিহত এবং কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন। ওয়াফা নিউজ এজেন্সি বলেছে, আহতদের কাছে পৌঁছাতে পারেনি অ্যাম্বুলেন্স।
সংবাদমাধ্যমটি আরও বলেছে, দক্ষিণ গাজায় রাফাহ শহরের একটি বাড়িতে আইডিএফের বোমা হামলায় একজন নারী এবং একটি শিশুসহ তিনজন নিহত হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলার পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ডটিতে ২৯ হাজার ৬৯২ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৬৬০ শিশু ও ৮ হাজার ৫৭০ জনই নারী। এই সময়ে আহত হয়েছে আরও অন্তত সাড়ে ৬৯ হাজার ফিলিস্তিনি। যাদের ৭০ শতাংশেরও বেশি শিশু ও নারী।
ফিলিস্তিনি বিভিন্ন সূত্র বলছে—গাজায় নির্বিচারে বোমা ও বিস্ফোরক ব্যবহার করেছে এবং করছে ইসরায়েল। বিগত ১৪০ দিনে ইসরায়েল গাজায় অন্তত ৬৬ হাজার টন বিস্ফোরক ব্যবহার করে হামলা চালিয়েছে। গাজার আয়তন বিবেচনায় এই সময়ের মধ্যে অঞ্চলটির প্রতি বর্গকিলোমিটারে অন্তত ১৮৩ টন করে বিস্ফোরক ফেলেছে ইসরায়েলি দখলদারেরা।
দক্ষিণ গাজার মিসর সীমান্ত সংলগ্ন অঞ্চল রাফাহ খালি করে সেখানে অভিযান পরিচালনার পরিকল্পনা প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। এরই মধ্যে এই পরিকল্পনা ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় উত্থাপন করেছে।
রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে, এখন সরাসরি ওয়াশিংটনের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিতে পারবে বিচার বিভাগ। এ ছাড়াও ৭ লাখেরও বেশি মানুষের বসবাসের এই শহরে ন্যাশনাল গার্ডও মোতায়েন করা হবে বলে ঘোষণা করেছেন তিনি।
৪১ মিনিট আগেকাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, আজ মঙ্গলবার খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। এর আগে গাজা সিটির বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও পাঁচজন।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
১০ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
১০ ঘণ্টা আগে