সৌদি আরবের রাজধানী রিয়াদের বইমেলায় হিব্রু ভাষায় রচিত তাওরাতের পাণ্ডুলিপি দেখতে ভীড় জমিয়েছেন দর্শনার্থীরা। সৌদি সংবাদমাধ্যম সাবক এক প্রতিবেদনে বলেছে, রিয়াদ আন্তর্জাতিক বইমেলায় কাচের কেসের ভেতরে প্রদর্শিত হয়েছে পাণ্ডুলিপিটি। মেলায় বিশেষ প্যাভিলিয়নে প্রদর্শনীর জন্য রাখা ২৭টি বিরল পাণ্ডুলিপির মধ্যে এটি অন্যতম।
ইহুদিদের ধর্মগ্রন্থ আরবিতে তাওরাত হিসেবে পরিচিত। আর হিব্রু ভাষায় এর নাম তোরাহ। হিব্রু বাইবেলের প্রথম পাঁচটি গ্রন্থকে একত্রে বলা হয় তোরাহ।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর এনডাউমেন্ট লাইব্রেরিস, কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের কিং সালমান লাইব্রেরি এবং কিং ফাহদ ন্যাশনাল লাইব্রেরি থেকে দুর্লভ পাণ্ডুলিপিগুলো প্রদর্শনীর জন্য রাখা হয়েছে।
গত বৃহস্পতিবার শুরু হওয়া এই বার্ষিক বইমেলায় সারা বিশ্ব থেকে প্রায় ১ হাজার ৮০০টি প্রকাশনা সংস্থা এবং সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করছে। কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই বইমেলার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘একটি প্রেরণাদায়ী গন্তব্য’।
এতে প্রায় ১০ লাখ দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা। মেলাটি চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এবারের রিয়াদ বইমেলায় অতিথি করা হয়েছে ওমানকে।
সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ৪৬ হাজার বর্গমিটারেরও বেশি এলাকাজুড়ে বিস্তৃত রিয়াদ বইমেলা তার বৈচিত্র্য এবং কর্মকাণ্ডের কারণে আরব বিশ্বের বৃহত্তম সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে। বিভিন্ন বয়সী মানুষের উপযোগী সাংস্কৃতিক কর্মকাণ্ড দিয়ে সাজানো হয়েছে এই মেলা।
১০ দিনেরও বেশি সময় ধরে চলবে এই মেলা। আগতদের জন্য রয়েছে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক সূচি। আলোচনাসভা, কবিতা আবৃত্তি, কর্মশালা, শিশুদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, স্টেজ শো, কনসার্টের সঙ্গে রয়েছে ‘বুক টক’ নামের একটি ইভেন্ট; যেখানে স্বনামধন্য লেখক ও চিন্তাবিদেরা অংশ নেবেন।
সৌদি আরবের রাজধানী রিয়াদের বইমেলায় হিব্রু ভাষায় রচিত তাওরাতের পাণ্ডুলিপি দেখতে ভীড় জমিয়েছেন দর্শনার্থীরা। সৌদি সংবাদমাধ্যম সাবক এক প্রতিবেদনে বলেছে, রিয়াদ আন্তর্জাতিক বইমেলায় কাচের কেসের ভেতরে প্রদর্শিত হয়েছে পাণ্ডুলিপিটি। মেলায় বিশেষ প্যাভিলিয়নে প্রদর্শনীর জন্য রাখা ২৭টি বিরল পাণ্ডুলিপির মধ্যে এটি অন্যতম।
ইহুদিদের ধর্মগ্রন্থ আরবিতে তাওরাত হিসেবে পরিচিত। আর হিব্রু ভাষায় এর নাম তোরাহ। হিব্রু বাইবেলের প্রথম পাঁচটি গ্রন্থকে একত্রে বলা হয় তোরাহ।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর এনডাউমেন্ট লাইব্রেরিস, কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের কিং সালমান লাইব্রেরি এবং কিং ফাহদ ন্যাশনাল লাইব্রেরি থেকে দুর্লভ পাণ্ডুলিপিগুলো প্রদর্শনীর জন্য রাখা হয়েছে।
গত বৃহস্পতিবার শুরু হওয়া এই বার্ষিক বইমেলায় সারা বিশ্ব থেকে প্রায় ১ হাজার ৮০০টি প্রকাশনা সংস্থা এবং সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করছে। কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই বইমেলার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘একটি প্রেরণাদায়ী গন্তব্য’।
এতে প্রায় ১০ লাখ দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা। মেলাটি চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এবারের রিয়াদ বইমেলায় অতিথি করা হয়েছে ওমানকে।
সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ৪৬ হাজার বর্গমিটারেরও বেশি এলাকাজুড়ে বিস্তৃত রিয়াদ বইমেলা তার বৈচিত্র্য এবং কর্মকাণ্ডের কারণে আরব বিশ্বের বৃহত্তম সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে। বিভিন্ন বয়সী মানুষের উপযোগী সাংস্কৃতিক কর্মকাণ্ড দিয়ে সাজানো হয়েছে এই মেলা।
১০ দিনেরও বেশি সময় ধরে চলবে এই মেলা। আগতদের জন্য রয়েছে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক সূচি। আলোচনাসভা, কবিতা আবৃত্তি, কর্মশালা, শিশুদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, স্টেজ শো, কনসার্টের সঙ্গে রয়েছে ‘বুক টক’ নামের একটি ইভেন্ট; যেখানে স্বনামধন্য লেখক ও চিন্তাবিদেরা অংশ নেবেন।
চকলেটপ্রেমীদের জন্য ২০২৫ সাল নিয়ে এসেছে এক দুঃসংবাদ। চকলেটের প্রধান উপাদান কোকো’র ঘাটতি ও দাম বেড়ে যাওয়ার কারণে এবার চকলেট বার, ইস্টার এগ, এমনকি কোকো পাউডারের দামও আকাশছোঁয়া। গত এক বছরে কোকোর দাম প্রায় ৩০০ শতাংশ বেড়েছে।
১৭ মিনিট আগেপোপ ফ্রান্সিসের পোপ হিসেবে পথচলা ছিল অনন্য। দুর্নীতি দমন, শিশুদের ওপর যৌন নিপীড়ন প্রতিরোধ এবং চার্চের আইন আধুনিকীকরণের যে চেষ্টা তিনি করেছিলেন, তা সব সময় সফল না হলেও কোটি কোটি ক্যাথলিকের হৃদয় জিতে নিয়েছে।
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন, রাশিয়া ও ইউক্রেন কয়েক দিনের মধ্যেই যুদ্ধ বন্ধে একটি শান্তিচুক্তিতে পৌঁছাতে পারে। এমনকি এই সপ্তাহের মধ্যেই এই চুক্তি হতে পারে। ট্রাম্প মনে করেন, এরপর দুই দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে মনযোগ দিতে পারবে।
১ ঘণ্টা আগেইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ওপর গত মার্চে চালানো মার্কিন সামরিক হামলার তথ্য একটি সিগন্যাল চ্যাট গ্রুপে শেয়ার করে নতুন বিতর্কের মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বার্তা সংস্থা রয়টার্স একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। যে চ্যাট গ্রুপে তিনি এই গোপনীয় তথ্য শেয়ার করেছেন...
১ ঘণ্টা আগে