Ajker Patrika

হিব্রু ভাষায় তাওরাত দেখতে সৌদি আরবের বইমেলায় ভিড়

হিব্রু ভাষায় তাওরাত দেখতে সৌদি আরবের বইমেলায় ভিড়

সৌদি আরবের রাজধানী রিয়াদের বইমেলায় হিব্রু ভাষায় রচিত তাওরাতের পাণ্ডুলিপি দেখতে ভীড় জমিয়েছেন দর্শনার্থীরা। সৌদি সংবাদমাধ্যম সাবক এক প্রতিবেদনে বলেছে, রিয়াদ আন্তর্জাতিক বইমেলায় কাচের কেসের ভেতরে প্রদর্শিত হয়েছে পাণ্ডুলিপিটি। মেলায় বিশেষ প্যাভিলিয়নে প্রদর্শনীর জন্য রাখা ২৭টি বিরল পাণ্ডুলিপির মধ্যে এটি অন্যতম।

ইহুদিদের ধর্মগ্রন্থ আরবিতে তাওরাত হিসেবে পরিচিত। আর হিব্রু ভাষায় এর নাম তোরাহ। হিব্রু বাইবেলের প্রথম পাঁচটি গ্রন্থকে একত্রে বলা হয় তোরাহ।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর এনডাউমেন্ট লাইব্রেরিস, কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের কিং সালমান লাইব্রেরি এবং কিং ফাহদ ন্যাশনাল লাইব্রেরি থেকে দুর্লভ পাণ্ডুলিপিগুলো প্রদর্শনীর জন্য রাখা হয়েছে।

রিয়াদ আন্তর্জাতিক বই মেলায় কাচের কেসের ভেতর রাখা তোরাহ পাণ্ডুলিপি।গত বৃহস্পতিবার শুরু হওয়া এই বার্ষিক বইমেলায় সারা বিশ্ব থেকে প্রায় ১ হাজার ৮০০টি প্রকাশনা সংস্থা এবং সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করছে। কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই বইমেলার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘একটি প্রেরণাদায়ী গন্তব্য’।

এতে প্রায় ১০ লাখ দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা। মেলাটি চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এবারের রিয়াদ বইমেলায় অতিথি করা হয়েছে ওমানকে।

সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ৪৬ হাজার বর্গমিটারেরও বেশি এলাকাজুড়ে বিস্তৃত রিয়াদ বইমেলা তার বৈচিত্র্য এবং কর্মকাণ্ডের কারণে আরব বিশ্বের বৃহত্তম সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে। বিভিন্ন বয়সী মানুষের উপযোগী সাংস্কৃতিক কর্মকাণ্ড দিয়ে সাজানো হয়েছে এই মেলা।

১০ দিনেরও বেশি সময় ধরে চলবে এই মেলা। আগতদের জন্য রয়েছে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক সূচি। আলোচনাসভা, কবিতা আবৃত্তি, কর্মশালা, শিশুদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, স্টেজ শো, কনসার্টের সঙ্গে রয়েছে ‘বুক টক’ নামের একটি ইভেন্ট; যেখানে স্বনামধন্য লেখক ও চিন্তাবিদেরা অংশ নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত