Ajker Patrika

গাজা থেকে ৫ জিম্মির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলি বাহিনীর 

অনলাইন ডেস্ক
Thumbnail image

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা গাজা থেকে অন্তত ৫ জন জিম্মির মরদেহ উদ্ধার করেছে। হামাস গত বছরের ৭ অক্টোবর তাদের সবাইকে হত্যা করেছিল বলে দাবি করেছে আইডিএফ। পরে তাদের মরদেহ গাজায় নেওয়া হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আইডিএফ দাবি করেছে, গতকাল বুধবার ওই পাঁচজনের মরদেহ দক্ষিণ গাজার একটি অঞ্চল থেকে উদ্ধার করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর একটি টহল দল গতকাল তাদের মরদেহ উদ্ধার করে। আইডিএফ তাদের নাম-পরিচয়ও নিশ্চিত করেছে। 

নিহতদের মধ্যে দুজন আইডিএফের সদস্য। ওই পাঁচজন হলেন—রাভিদ কাটজ (৫১), মায়া গোরেন (৫৬), ওরেন গোলডিন, (৩৩), সার্জেন্ট কিরিল ব্রডস্কি (১৯), স্টাফ সার্জেন্ট তোমার ইয়াকভ আহিমাস (২০)। আইডিএফ অনেক আগেই এই পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেছিল। তবে গতকাল বুধবার পর্যন্ত ওই পাঁচজনের মরদেহ হামাসের দখলে ছিল। 

আজ বৃহস্পতিবার সকালে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল বুধবার গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর সেনা, আইডিএফের ৯৮ তম ডিভিশনের স্পেশাল ফোর্সের সদস্য ও সেনা গোয়েন্দা সংস্থা শিন বেতের সদস্যদের একটি যৌথ দল ওই পাঁচজনের মরদেহ উদ্ধার করে। 
 
বিবৃতি অনুসারে, শিন বেতের সদস্যরা গাজা থেকে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যের ওপর নির্ভর করে খান ইউনিসের ওই অঞ্চলে তল্লাশি চালায় এবং ওই পাঁচজনের মরদেহ উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত