অনলাইন ডেস্ক
সিরিয়াকে দুর্বল ও বিকেন্দ্রীকৃত করে রাখার পক্ষে ইসরায়েল। আর এই বিষয়টি নিয়ে দেশটি যুক্তরাষ্ট্রে তদবিরও করেছে। এরই অংশ হিসেবে দেশটি সিরিয়ায় রাশিয়া সামরিক ঘাঁটি বজায় রাখতে দেওয়ার পক্ষে যুক্তি দিচ্ছে। এর মূল লক্ষ্য সিরিয়ায় তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব প্রতিহত করা। এই প্রচেষ্টার সঙ্গে সম্পৃক্ত চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
গাজা যুদ্ধের কারণে তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক আরও অবনতির দিকে গেছে। ইসরায়েলি কর্মকর্তারা ওয়াশিংটনকে জানিয়েছেন, আঙ্কারা সমর্থিত সিরিয়ার নতুন ইসলামপন্থী শাসকগোষ্ঠী ইসরায়েলের সীমান্তের জন্য হুমকি স্বরূপ।
এই তদবির ইঙ্গিত দেয় যে, সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিকে প্রভাবিত করতে ইসরায়েল একটি সুসংগঠিত প্রচেষ্টা চালাচ্ছে। বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরানোর পর ইসলামপন্থীরা দেশটিকে স্থিতিশীল করতে চাইছে এবং ওয়াশিংটনের ওপর থেকে কঠোর নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা করছে।
তিন মার্কিন সূত্র ও আরও এক ব্যক্তি জানিয়েছেন, ইসরায়েল ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরে। পরে ইসরায়েল সফরে আসা মার্কিন কংগ্রেস সদস্যদের সঙ্গেও একই বার্তা দেওয়া হয়।
দুটি সূত্র জানিয়েছে, এই মূল বিষয়গুলো একটি ইসরায়েলি ‘শ্বেতপত্রে’ লিপিবদ্ধ করে কিছু জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। ইসরায়েলের এই উদ্যোগের বিষয়ে মার্কিন থিংক ট্যাংক সেঞ্চুরি ইন্টারন্যাশনালের গবেষক অ্যারন লুন্ড বলেছেন, ‘ইসরায়েলের সবচেয়ে বড় উদ্বেগ হলো, তুরস্ক সিরিয়ার নতুন ইসলামপন্থী শাসনব্যবস্থাকে রক্ষা করবে এবং এটি হামাস ও অন্যান্য মিলিশিয়াদের জন্য ঘাঁটিতে পরিণত হবে।’
সূত্রগুলো জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের প্রস্তাব গ্রহণ করবে কি না, তা স্পষ্ট নয়। তারা সিরিয়া ইস্যুতে খুব কমই কথা বলেছে, ফলে নিষেধাজ্ঞা ও উত্তর-পূর্ব সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
লুন্ড বলেন, ইসরায়েলের মার্কিন নীতিকে প্রভাবিত করার ভালো সম্ভাবনা আছে, কারণ নতুন প্রশাসন অত্যন্ত ইসরায়েলপন্থী। তিনি বলেন, ‘ট্রাম্পের এ মুহূর্তে সিরিয়ার প্রতি কোনো আগ্রহ নেই। এটি তাঁর জন্য সামান্য অগ্রাধিকার, ফলে নীতির ক্ষেত্রে একটি শূন্যতা রয়ে গেছে।’
ইসরায়েল প্রকাশ্যে হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) ওপর আস্থা না রাখার কথা বলেছে। এই গোষ্ঠীই আসাদ সরকারকে ক্ষমতা থেকে সরাতে নেতৃত্ব দিয়েছে। এই গোষ্ঠী ২০১৬ সালে আল-কায়েদার সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করলেও তাদের অতীত সংযোগ ইসরায়েলের সন্দেহের কারণ হয়ে আছে।
গত সপ্তাহের রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলে এইচটিএস বা নতুন শাসকগোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট কোনো বাহিনীর উপস্থিতি সহ্য করবে না এবং ওই এলাকা নিরস্ত্রীকরণ করার দাবি জানিয়েছে।
আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর, ইসরায়েল সিরিয়ার সামরিক ঘাঁটিতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে এবং সিরিয়ার ভেতরে একটি জাতিসংঘ পর্যবেক্ষিত নিরস্ত্রীকরণ অঞ্চলে সেনা মোতায়েন করেছে। এই সপ্তাহের শুরুতে ইসরায়েল দামেস্কের দক্ষিণে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়।
এখন, ইসরায়েল তুরস্কের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। কারণ, দেশটি সিরিয়ার নতুন শাসকদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করছে। তিনটি মার্কিন সূত্র জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে এই বার্তা দিয়েছেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গত বছর বলেছিলেন, ইসলামিক দেশগুলোকে ইসরায়েলের ‘সম্প্রসারণবাদের ক্রমবর্ধমান হুমকি’ প্রতিরোধে ঐক্যবদ্ধ হতে হবে। এ মাসের শুরুর দিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা’আর বলেছেন, ইসরায়েল উদ্বিগ্ন যে—তুরস্ক ইরানের সঙ্গে মিলে হিজবুল্লাহ পুনর্গঠনের প্রচেষ্টায় সহায়তা করছে এবং সিরিয়ার ইসলামপন্থী গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ ফ্রন্ট তৈরি করছে।
তুরস্ক বলেছে, তারা চায় সিরিয়া স্থিতিশীল হোক এবং কোনো প্রতিবেশীর জন্য হুমকি সৃষ্টি না করুক। দেশটি বারবার বলেছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলের কার্যকলাপ তার সম্প্রসারণবাদী ও আগ্রাসী নীতির অংশ এবং এটি ইসরায়েল যে অঞ্চলে শান্তি চায় না, তার প্রমাণ।
তুরস্ককে প্রতিহত করতে, ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করছেন যে—রাশিয়ার উচিত সিরিয়ার তারতুস প্রদেশের ভূমধ্যসাগরের নৌঘাঁটি এবং লাতাকিয়া প্রদেশের হামেইমিম বিমানঘাঁটি বজায় রাখা।
ইসরায়েলি কর্মকর্তারা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে রাশিয়ার উপস্থিতিকে ইতিবাচক হিসেবে তুলে ধরেন, তখন কয়েকজন উপস্থিত ব্যক্তি বিস্ময় প্রকাশ করেন। তাদের মতে, ন্যাটো সদস্য দেশ তুরস্কই বরং ইসরায়েলের নিরাপত্তার জন্য ভালো গ্যারান্টর হতে পারে। কিন্তু ইসরায়েলি কর্মকর্তারা এটি মানেন না মর্মে ‘অবিচল’।
সিরিয়ার ইসলামপন্থী সরকার পশ্চিমা ও আরব রাষ্ট্রগুলোর উদ্বেগ কমানোর চেষ্টা করছে। তারা একটি অন্তর্ভুক্তিমূলক সিরিয়া গঠনের প্রতিশ্রুতি দিয়েছে এবং আসাদের শাসনামলে বিচ্ছিন্ন হওয়া কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে চায়।
সিরিয়ার নেতা আহমদ আল-শারা গত ডিসেম্বর একদল বিদেশি সাংবাদিককে বলেছেন, দামেস্ক কোনো দেশের সঙ্গে সংঘাতে যেতে চায় না। কিন্তু ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন, নতুন সরকার বড় হুমকি হয়ে উঠতে পারে এবং একদিন সিরিয়ার নতুন সশস্ত্র বাহিনী ইসরায়েলের ওপর হামলা চালাতে পারে।
আসাদ বহু বছর ধরে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি ফ্রন্টিয়ার শান্ত রেখেছিলেন, যদিও তিনি ইরানের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। কিন্তু আসাদের পতনের ফলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য উল্টে গেছে। দুটি সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের শেষ সপ্তাহগুলোতে তাঁর প্রশাসন সিরিয়ার নতুন নেতৃত্বের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ভাবছিল, তবে শর্ত ছিল সিরিয়াকে রাশিয়ার দুটি সামরিক ঘাঁটি বন্ধ করে দিতে হবে।
সূত্রগুলো বলছে, বাইডেন প্রশাসন সে সময় চুক্তি করতে ব্যর্থ হয়। ২০ জানুয়ারি ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর নতুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার সিরিয়ায় থাকার বিষয়ে আরও ইতিবাচক মনোভাব নিতে পারেন। কারণ, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছেন।
ইসরায়েলের সিরিয়াকে দুর্বল রাখার প্রচেষ্টা অন্য মার্কিন মিত্রদের বিপরীত অবস্থান নির্দেশ করে। বিশেষ করে সৌদি আরব গত মাসে বলেছে, তারা ওয়াশিংটন ও ব্রাসেলসের সঙ্গে আলোচনা করছে যাতে সিরিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যায়।
এরদোয়ানের একে পার্টির একটি সূত্র জানিয়েছে, তুরস্ক এ সপ্তাহে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে আমন্ত্রণ জানিয়েছে। এই আমন্ত্রণ মূলত যুক্তরাষ্ট্রের নতুন সিরিয়া নীতির অনিশ্চয়তার বিরুদ্ধে একটি কৌশলগত পদক্ষেপ এবং ইসরায়েলের যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে একটি ভারসাম্য রক্ষার প্রচেষ্টা।
সিরিয়াকে দুর্বল ও বিকেন্দ্রীকৃত করে রাখার পক্ষে ইসরায়েল। আর এই বিষয়টি নিয়ে দেশটি যুক্তরাষ্ট্রে তদবিরও করেছে। এরই অংশ হিসেবে দেশটি সিরিয়ায় রাশিয়া সামরিক ঘাঁটি বজায় রাখতে দেওয়ার পক্ষে যুক্তি দিচ্ছে। এর মূল লক্ষ্য সিরিয়ায় তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব প্রতিহত করা। এই প্রচেষ্টার সঙ্গে সম্পৃক্ত চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
গাজা যুদ্ধের কারণে তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক আরও অবনতির দিকে গেছে। ইসরায়েলি কর্মকর্তারা ওয়াশিংটনকে জানিয়েছেন, আঙ্কারা সমর্থিত সিরিয়ার নতুন ইসলামপন্থী শাসকগোষ্ঠী ইসরায়েলের সীমান্তের জন্য হুমকি স্বরূপ।
এই তদবির ইঙ্গিত দেয় যে, সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিকে প্রভাবিত করতে ইসরায়েল একটি সুসংগঠিত প্রচেষ্টা চালাচ্ছে। বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরানোর পর ইসলামপন্থীরা দেশটিকে স্থিতিশীল করতে চাইছে এবং ওয়াশিংটনের ওপর থেকে কঠোর নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা করছে।
তিন মার্কিন সূত্র ও আরও এক ব্যক্তি জানিয়েছেন, ইসরায়েল ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরে। পরে ইসরায়েল সফরে আসা মার্কিন কংগ্রেস সদস্যদের সঙ্গেও একই বার্তা দেওয়া হয়।
দুটি সূত্র জানিয়েছে, এই মূল বিষয়গুলো একটি ইসরায়েলি ‘শ্বেতপত্রে’ লিপিবদ্ধ করে কিছু জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। ইসরায়েলের এই উদ্যোগের বিষয়ে মার্কিন থিংক ট্যাংক সেঞ্চুরি ইন্টারন্যাশনালের গবেষক অ্যারন লুন্ড বলেছেন, ‘ইসরায়েলের সবচেয়ে বড় উদ্বেগ হলো, তুরস্ক সিরিয়ার নতুন ইসলামপন্থী শাসনব্যবস্থাকে রক্ষা করবে এবং এটি হামাস ও অন্যান্য মিলিশিয়াদের জন্য ঘাঁটিতে পরিণত হবে।’
সূত্রগুলো জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের প্রস্তাব গ্রহণ করবে কি না, তা স্পষ্ট নয়। তারা সিরিয়া ইস্যুতে খুব কমই কথা বলেছে, ফলে নিষেধাজ্ঞা ও উত্তর-পূর্ব সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
লুন্ড বলেন, ইসরায়েলের মার্কিন নীতিকে প্রভাবিত করার ভালো সম্ভাবনা আছে, কারণ নতুন প্রশাসন অত্যন্ত ইসরায়েলপন্থী। তিনি বলেন, ‘ট্রাম্পের এ মুহূর্তে সিরিয়ার প্রতি কোনো আগ্রহ নেই। এটি তাঁর জন্য সামান্য অগ্রাধিকার, ফলে নীতির ক্ষেত্রে একটি শূন্যতা রয়ে গেছে।’
ইসরায়েল প্রকাশ্যে হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) ওপর আস্থা না রাখার কথা বলেছে। এই গোষ্ঠীই আসাদ সরকারকে ক্ষমতা থেকে সরাতে নেতৃত্ব দিয়েছে। এই গোষ্ঠী ২০১৬ সালে আল-কায়েদার সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করলেও তাদের অতীত সংযোগ ইসরায়েলের সন্দেহের কারণ হয়ে আছে।
গত সপ্তাহের রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলে এইচটিএস বা নতুন শাসকগোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট কোনো বাহিনীর উপস্থিতি সহ্য করবে না এবং ওই এলাকা নিরস্ত্রীকরণ করার দাবি জানিয়েছে।
আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর, ইসরায়েল সিরিয়ার সামরিক ঘাঁটিতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে এবং সিরিয়ার ভেতরে একটি জাতিসংঘ পর্যবেক্ষিত নিরস্ত্রীকরণ অঞ্চলে সেনা মোতায়েন করেছে। এই সপ্তাহের শুরুতে ইসরায়েল দামেস্কের দক্ষিণে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়।
এখন, ইসরায়েল তুরস্কের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। কারণ, দেশটি সিরিয়ার নতুন শাসকদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করছে। তিনটি মার্কিন সূত্র জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে এই বার্তা দিয়েছেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গত বছর বলেছিলেন, ইসলামিক দেশগুলোকে ইসরায়েলের ‘সম্প্রসারণবাদের ক্রমবর্ধমান হুমকি’ প্রতিরোধে ঐক্যবদ্ধ হতে হবে। এ মাসের শুরুর দিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা’আর বলেছেন, ইসরায়েল উদ্বিগ্ন যে—তুরস্ক ইরানের সঙ্গে মিলে হিজবুল্লাহ পুনর্গঠনের প্রচেষ্টায় সহায়তা করছে এবং সিরিয়ার ইসলামপন্থী গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ ফ্রন্ট তৈরি করছে।
তুরস্ক বলেছে, তারা চায় সিরিয়া স্থিতিশীল হোক এবং কোনো প্রতিবেশীর জন্য হুমকি সৃষ্টি না করুক। দেশটি বারবার বলেছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলের কার্যকলাপ তার সম্প্রসারণবাদী ও আগ্রাসী নীতির অংশ এবং এটি ইসরায়েল যে অঞ্চলে শান্তি চায় না, তার প্রমাণ।
তুরস্ককে প্রতিহত করতে, ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করছেন যে—রাশিয়ার উচিত সিরিয়ার তারতুস প্রদেশের ভূমধ্যসাগরের নৌঘাঁটি এবং লাতাকিয়া প্রদেশের হামেইমিম বিমানঘাঁটি বজায় রাখা।
ইসরায়েলি কর্মকর্তারা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে রাশিয়ার উপস্থিতিকে ইতিবাচক হিসেবে তুলে ধরেন, তখন কয়েকজন উপস্থিত ব্যক্তি বিস্ময় প্রকাশ করেন। তাদের মতে, ন্যাটো সদস্য দেশ তুরস্কই বরং ইসরায়েলের নিরাপত্তার জন্য ভালো গ্যারান্টর হতে পারে। কিন্তু ইসরায়েলি কর্মকর্তারা এটি মানেন না মর্মে ‘অবিচল’।
সিরিয়ার ইসলামপন্থী সরকার পশ্চিমা ও আরব রাষ্ট্রগুলোর উদ্বেগ কমানোর চেষ্টা করছে। তারা একটি অন্তর্ভুক্তিমূলক সিরিয়া গঠনের প্রতিশ্রুতি দিয়েছে এবং আসাদের শাসনামলে বিচ্ছিন্ন হওয়া কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে চায়।
সিরিয়ার নেতা আহমদ আল-শারা গত ডিসেম্বর একদল বিদেশি সাংবাদিককে বলেছেন, দামেস্ক কোনো দেশের সঙ্গে সংঘাতে যেতে চায় না। কিন্তু ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন, নতুন সরকার বড় হুমকি হয়ে উঠতে পারে এবং একদিন সিরিয়ার নতুন সশস্ত্র বাহিনী ইসরায়েলের ওপর হামলা চালাতে পারে।
আসাদ বহু বছর ধরে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি ফ্রন্টিয়ার শান্ত রেখেছিলেন, যদিও তিনি ইরানের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। কিন্তু আসাদের পতনের ফলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য উল্টে গেছে। দুটি সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের শেষ সপ্তাহগুলোতে তাঁর প্রশাসন সিরিয়ার নতুন নেতৃত্বের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ভাবছিল, তবে শর্ত ছিল সিরিয়াকে রাশিয়ার দুটি সামরিক ঘাঁটি বন্ধ করে দিতে হবে।
সূত্রগুলো বলছে, বাইডেন প্রশাসন সে সময় চুক্তি করতে ব্যর্থ হয়। ২০ জানুয়ারি ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর নতুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার সিরিয়ায় থাকার বিষয়ে আরও ইতিবাচক মনোভাব নিতে পারেন। কারণ, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছেন।
ইসরায়েলের সিরিয়াকে দুর্বল রাখার প্রচেষ্টা অন্য মার্কিন মিত্রদের বিপরীত অবস্থান নির্দেশ করে। বিশেষ করে সৌদি আরব গত মাসে বলেছে, তারা ওয়াশিংটন ও ব্রাসেলসের সঙ্গে আলোচনা করছে যাতে সিরিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যায়।
এরদোয়ানের একে পার্টির একটি সূত্র জানিয়েছে, তুরস্ক এ সপ্তাহে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে আমন্ত্রণ জানিয়েছে। এই আমন্ত্রণ মূলত যুক্তরাষ্ট্রের নতুন সিরিয়া নীতির অনিশ্চয়তার বিরুদ্ধে একটি কৌশলগত পদক্ষেপ এবং ইসরায়েলের যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে একটি ভারসাম্য রক্ষার প্রচেষ্টা।
বার্তা সংস্থা রয়টার্স ও এএফপিসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকটি হ্যান্ডশেক এবং হাসির মাধ্যমে শুরু হলেও দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধানে কূটনীতির প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে বলার পর।
১৫ মিনিট আগেআমরা নতুন বছর ২০২৫ সালে প্রবেশ করেছি। আর ঠিক এই সময়ে আমি পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে অস্থির ও কঠিন সময়গুলোর কথা ভাবছি। এক নির্জন-একাকী কারা কক্ষে বন্দী থেকে আমি দেখছি, কীভাবে আমার দেশ কঠোর স্বৈরশাসনের দখলে চলে গেছে। তবু, সব প্রতিকূলতার মাঝেও আমি পাকিস্তানি জনগণের দৃঢ় মনোবল ও ন্যায়বিচারের প্রতি...
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)—ভারত দেশটিতে বাংলাদেশ সংক্রান্ত কোনো আইনি মামলা দায়ের করেনি। সম্প্রতি সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী ছিলেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তাঁর বিরুদ্ধে দেশ থেকে অর্থপাচার করে যুক্তরাজ্যে বিপুল পরিমাণ সম্পত্তি কেনার অভিযোগ উঠেছে। তবে আওয়ামী লীগের এই নেতা কেবল যুক্তরাজ্যে নয়, জমি কিনেছেন যুক্তরাষ্ট্রেও।
৩ ঘণ্টা আগে