Ajker Patrika

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞায় লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ও ছেলে

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৯: ৪৪
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞায় লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ও ছেলে

লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর রিয়াদ সালামেহেরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। 

বৃহস্পতিবার (১০ আগস্ট) নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে দেশগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, সালামেহ দুর্নীতিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে লেবাননে আইনের শাসন ভাঙতে ভূমিকা রেখেছেন। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি করে লাভবান হয়েছেন তিনি নিজে এবং তাঁর সহযোগীরা। 

ইউএস ডিপার্টমেন্ট অব ট্রেজারি এক বিবৃতিতে বলেছে, সালামেহ তাঁর ক্ষমতার অপব্যবহার করেছেন, সম্ভবত লেবাননের আইন লঙ্ঘন করে নিজেকে এবং তাঁর সহযোগীদের আর্থিক সুবিধা পাইয়ে দিতে ইউরোপীয় রিয়েল এস্টেটে বিনিয়োগের উদ্দেশ্যে একাধিক শেল কোম্পানির মাধ্যমে কয়েক মিলিয়ন ডলার পাচার করেছেন। 

এই নিষেধাজ্ঞা সাবেক গভর্নরের ভাই রাজা সালামেহ ও তাঁর সাবেক সহকারী মারিয়ান হোয়েকের জন্যও প্রযোজ্য হবে। ওয়াশিংটন ও লন্ডন আনা কোসাকোভা নামের এক নারীর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে। এই নারীর গর্ভে রিয়াদ সালামেহের একটি সন্তান রয়েছে। যুক্তরাষ্ট্র তাঁর ছেলে নাদি সালামেহের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে। 

রিয়াদ সালামেহ ও তার সহযোগীদের সম্পদ জব্দ এবং তাদের ও মার্কিন নাগরিক বা ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে লেনদেনও এই নিষেধাজ্ঞার আওতায়। 

সালামেহ অবশ্য দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, তিন দেশের এই নিষেধাজ্ঞা তিনি চ্যালেঞ্জ করবেন। যেখানে আগের তদন্তের ভিত্তিতে তাঁর কিছু সম্পত্তি এরই মধ্যে স্থগিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

৬ বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি, আসবেন পুতিনও

রাশিয়ার তেল চীনও কেনে, তবে ট্রাম্পের শুল্ক শুধু ভারতের ওপর কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত