অনলাইন ডেস্ক
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজার ৭৭ শতাংশ এলাকা এখন ইসরায়েলি বাহিনীর কবজায়। গাজার প্রশাসনের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। এদিকে, গাজায় চলমান ইসরায়েলি দখলদারত্ব ও হত্যাযজ্ঞের মধ্যেই অঞ্চলটির জন্য ‘সুখবরের’ ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
গাজার সরকারি জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘মাঠ থেকে পাওয়া তথ্য এবং যাচাইকৃত বিশ্লেষণ থেকে জানা গেছে যে, ইসরায়েলি দখলদার বাহিনী বর্তমানে গাজার মোট ভৌগোলিক এলাকার প্রায় ৭৭ শতাংশ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করছে।’
তারা আরও বলেছে, ‘ইসরায়েলি সেনারা সরাসরি স্থল অভিযান, আবাসিক ও বেসামরিক এলাকায় তাদের সেনা মোতায়েন, ফিলিস্তিনিদের তাদের এলাকা, জমি ও সম্পত্তিতে প্রবেশে বাধা দেওয়া বা জোরপূর্বক সরিয়ে দেওয়ার মাধ্যমে এই নিয়ন্ত্রণ অর্জন করেছে।’ তারা ইসরায়েলের ব্যাপক বাস্তুচ্যুতি, জাতিগত নির্মূলকরণ, পদ্ধতিগত গণহত্যা এবং ঔপনিবেশিকতার পরিকল্পনার তীব্র নিন্দা করেছে। তারা বলেছে, ‘একটি অবরোধ এবং উন্মুক্ত যুদ্ধের আড়ালে জনগণ ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।’
জনসংযোগ বিভাগ গাজায় গণহত্যার জন্য ইসরায়েল এবং এর সমর্থক যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সকে সম্পূর্ণভাবে দায়ী করেছে। গত বৃহস্পতিবার ইসরায়েল হায়োম সংবাদপত্র জানিয়েছিল, ইসরায়েলি সেনারা ৩ মাসের মধ্যে গাজার ৭০-৭৫ শতাংশ নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করছে। এটি তাদের বিস্তৃত সামরিক অভিযানের অংশ।
যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলি সেনারা ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান চালাচ্ছে। এতে ৫৩ হাজার ৯০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু আলোচনায় ‘আসল অগ্রগতির’ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘গাজাতেও ইতিবাচক অগ্রগতি হতে পারে।’ নিউ জার্সিতে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, আমরা ইরান এবং হামাস উভয় দিক থেকেই গাজায় কিছু ভালো খবর পেতে পারি।’ তিনি আরও বলেন, ‘আমরা দেখতে চাই যে, আমরা এটি থামাতে পারি কিনা। ইসরায়েলকেও আমরা এটি থামাতে বলেছি। আমরা পুরো পরিস্থিতি থামাতে চাই।’
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজার ৭৭ শতাংশ এলাকা এখন ইসরায়েলি বাহিনীর কবজায়। গাজার প্রশাসনের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। এদিকে, গাজায় চলমান ইসরায়েলি দখলদারত্ব ও হত্যাযজ্ঞের মধ্যেই অঞ্চলটির জন্য ‘সুখবরের’ ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
গাজার সরকারি জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘মাঠ থেকে পাওয়া তথ্য এবং যাচাইকৃত বিশ্লেষণ থেকে জানা গেছে যে, ইসরায়েলি দখলদার বাহিনী বর্তমানে গাজার মোট ভৌগোলিক এলাকার প্রায় ৭৭ শতাংশ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করছে।’
তারা আরও বলেছে, ‘ইসরায়েলি সেনারা সরাসরি স্থল অভিযান, আবাসিক ও বেসামরিক এলাকায় তাদের সেনা মোতায়েন, ফিলিস্তিনিদের তাদের এলাকা, জমি ও সম্পত্তিতে প্রবেশে বাধা দেওয়া বা জোরপূর্বক সরিয়ে দেওয়ার মাধ্যমে এই নিয়ন্ত্রণ অর্জন করেছে।’ তারা ইসরায়েলের ব্যাপক বাস্তুচ্যুতি, জাতিগত নির্মূলকরণ, পদ্ধতিগত গণহত্যা এবং ঔপনিবেশিকতার পরিকল্পনার তীব্র নিন্দা করেছে। তারা বলেছে, ‘একটি অবরোধ এবং উন্মুক্ত যুদ্ধের আড়ালে জনগণ ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।’
জনসংযোগ বিভাগ গাজায় গণহত্যার জন্য ইসরায়েল এবং এর সমর্থক যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সকে সম্পূর্ণভাবে দায়ী করেছে। গত বৃহস্পতিবার ইসরায়েল হায়োম সংবাদপত্র জানিয়েছিল, ইসরায়েলি সেনারা ৩ মাসের মধ্যে গাজার ৭০-৭৫ শতাংশ নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করছে। এটি তাদের বিস্তৃত সামরিক অভিযানের অংশ।
যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলি সেনারা ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান চালাচ্ছে। এতে ৫৩ হাজার ৯০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু আলোচনায় ‘আসল অগ্রগতির’ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘গাজাতেও ইতিবাচক অগ্রগতি হতে পারে।’ নিউ জার্সিতে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, আমরা ইরান এবং হামাস উভয় দিক থেকেই গাজায় কিছু ভালো খবর পেতে পারি।’ তিনি আরও বলেন, ‘আমরা দেখতে চাই যে, আমরা এটি থামাতে পারি কিনা। ইসরায়েলকেও আমরা এটি থামাতে বলেছি। আমরা পুরো পরিস্থিতি থামাতে চাই।’
সিরিয়ায় দ্রুজ জনগোষ্ঠী-অধ্যুষিত সুয়েইদা প্রদেশে ৬ দিনের সহিংসতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এদিকে দ্রুজ গোষ্ঠীকে রক্ষার নামে ওই অঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। এ পরিস্থিতিতে ওই প্রদেশে আবার সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ইসলামপন্থী সরকার।
৪ ঘণ্টা আগেবোস্টনের জিলেট স্টেডিয়ামে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের কনসার্টে তখন সুর ও রোমাঞ্চের ঢেউ। কনসার্টের ‘কিস-ক্যাম’-এ একে একে ভেসে উঠছিল তরুণ-তরুণীদের উচ্ছ্বাস। এভাবেই এই ক্যামেরায় ধরা পড়েন প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘অ্যাস্ট্রোনমার’-এর সিইও অ্যান্ডি বায়রন ও সংস্থাটির চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট।
৭ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৫০ শতাংশ শুল্ক আরোপের কড়া সমালোচনা করে তা প্রতিরোধের অঙ্গীকার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘ব্রাজিল কোনো কিছু চাপিয়ে দেওয়া মেনে নেবে না। আমরা আলোচনায় বিশ্বাসী, জবরদস্তিতে নয়।’
৮ ঘণ্টা আগেপালাতে পারেন—এমন আশঙ্কায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর গোড়ালিতে ইলেকট্রিক ট্যাগ লাগিয়েছে দেশটির ফেডারেল পুলিশ। এর আগে তাঁর বাসভবনে অভিযান চালিয়ে পাসপোর্টও জব্দ করা হয়েছে।
৮ ঘণ্টা আগে