Ajker Patrika

তিন ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

অনলাইন ডেস্ক
আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ২১: ৩৬
Thumbnail image

সিরিয়ায় কূটনৈতিক স্থাপনায় হামলার জেরে ইসরায়েলের ওপর ইরানের প্রতিশোধমূলক হামলার পর আঞ্চলিক উত্তেজনা এখন চরমে। এর মধ্যে ইরানের ড্রোন হামলা করেছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে, ইসফাহানের আকাশে তিনটি ড্রোন ধ্বংস করতে আকাশ প্রতিরক্ষা ব্যাটারি উৎক্ষেপণ করেছে ইরান।

মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দেশটির মিডিয়াকে বলেছেন, ইসরায়েল ইরানের একটি এলাকায় আক্রমণ শুরু করেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি। 

এদিকে ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে শেষ মুহূর্তের সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

ইসরায়েলি হামলার খবরে ইরানের বেশ কয়েকটি শহরের ফ্লাইট কিছুক্ষণের জন্য স্থগিত করা হয়েছে। সিরিয়া ও ইরাকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। 

গাজা উপত্যকায় চলমান ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধের ছয় মাসেরও বেশি সময় কেটে গেছে। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ৩৪ হাজার মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। এর মধ্যে ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত