অনলাইন ডেস্ক
গত বছর দেশব্যাপী বিক্ষোভের প্রতিবেদন প্রকাশের জেরে ইরান কর্তৃপক্ষ একটি সংবাদপত্রের সম্পাদককে নিষিদ্ধ ঘোষণা করেছে। সংস্কারপন্থী দৈনিক ইতেমাদের প্রধান সম্পাদক তিনি। সরকারের নির্দেশ অনুযায়ী, আগামী এক বছর গণমাধ্যমের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক তিনি রাখতে পারবেন না। সংবাদপত্রটির আজ শনিবারের সংখ্যায় এ খবর ছাপা হয়েছে বলে জানিয়েছে আরব নিউজ।
পত্রিকাটিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিক বেহরুজ বেহজাদিকে ‘মিথ্যা বিষয়বস্তু প্রকাশের জন্য অভিযুক্ত করা হয়েছে’। ইরানের রেভল্যুশনারি গার্ডের তেহরান শাখা থেকে তাঁর বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। পরে সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে তাঁকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আসে।
দৈনিক ইতেমাদ জানিয়েছে, গত অক্টোবরে একজন বিজ্ঞানীকে ‘অপহরণ’ এবং পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভ সমর্থনকারী শিল্পীদের ওপর ‘নিষেধাজ্ঞা ও গ্রেপ্তার’ সম্পর্কিত বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছিল পত্রিকাটি। সরকারের অভিযোগের সঙ্গে এসব প্রতিবেদনের সম্পর্ক রয়েছে।
সাংবাদিক বেহজাদির বয়স এখন সত্তরের কোঠায়। সংবাদপত্রের শনিবারের সংস্করণটিতে তাঁকে উদ্ধৃত করে বলা হয়েছে, আদালত প্রাথমিকভাবে তাঁকে কারাদণ্ড দিয়েছিলেন। পরে এক বছরের জন্য কাজ থেকে বিরত থাকার আদেশ দেন।
ইরানে নারীদের পোশাক সম্পর্কিত বিধান লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হন ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনি। গত বছরের সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে তাঁর মৃত্যু হয়। এরপর ইরানজুড়ে শুরু হয় সহিংস বিক্ষোভ।
বিক্ষোভে কয়েক ডজন নিরাপত্তাকর্মীসহ কয়েক শ মানুষ নিহত হন। সরকারি কর্মকর্তারা এই বিক্ষোভকে ‘দাঙ্গা’ হিসেবে অভিহিত করেন। এই বিক্ষোভের সঙ্গে জড়িত হাজার হাজার নাগরিককে গ্রেপ্তার করা হয়।
গত জানুয়ারিতে প্রকাশিত ইতেমাদের একটি প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভের সময় গ্রেপ্তার হওয়া হাজার হাজার মানুষের মধ্যে প্রায় ৮০ জন সাংবাদিকও ছিলেন।
গত বছর দেশব্যাপী বিক্ষোভের প্রতিবেদন প্রকাশের জেরে ইরান কর্তৃপক্ষ একটি সংবাদপত্রের সম্পাদককে নিষিদ্ধ ঘোষণা করেছে। সংস্কারপন্থী দৈনিক ইতেমাদের প্রধান সম্পাদক তিনি। সরকারের নির্দেশ অনুযায়ী, আগামী এক বছর গণমাধ্যমের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক তিনি রাখতে পারবেন না। সংবাদপত্রটির আজ শনিবারের সংখ্যায় এ খবর ছাপা হয়েছে বলে জানিয়েছে আরব নিউজ।
পত্রিকাটিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিক বেহরুজ বেহজাদিকে ‘মিথ্যা বিষয়বস্তু প্রকাশের জন্য অভিযুক্ত করা হয়েছে’। ইরানের রেভল্যুশনারি গার্ডের তেহরান শাখা থেকে তাঁর বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। পরে সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে তাঁকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আসে।
দৈনিক ইতেমাদ জানিয়েছে, গত অক্টোবরে একজন বিজ্ঞানীকে ‘অপহরণ’ এবং পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভ সমর্থনকারী শিল্পীদের ওপর ‘নিষেধাজ্ঞা ও গ্রেপ্তার’ সম্পর্কিত বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছিল পত্রিকাটি। সরকারের অভিযোগের সঙ্গে এসব প্রতিবেদনের সম্পর্ক রয়েছে।
সাংবাদিক বেহজাদির বয়স এখন সত্তরের কোঠায়। সংবাদপত্রের শনিবারের সংস্করণটিতে তাঁকে উদ্ধৃত করে বলা হয়েছে, আদালত প্রাথমিকভাবে তাঁকে কারাদণ্ড দিয়েছিলেন। পরে এক বছরের জন্য কাজ থেকে বিরত থাকার আদেশ দেন।
ইরানে নারীদের পোশাক সম্পর্কিত বিধান লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হন ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনি। গত বছরের সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে তাঁর মৃত্যু হয়। এরপর ইরানজুড়ে শুরু হয় সহিংস বিক্ষোভ।
বিক্ষোভে কয়েক ডজন নিরাপত্তাকর্মীসহ কয়েক শ মানুষ নিহত হন। সরকারি কর্মকর্তারা এই বিক্ষোভকে ‘দাঙ্গা’ হিসেবে অভিহিত করেন। এই বিক্ষোভের সঙ্গে জড়িত হাজার হাজার নাগরিককে গ্রেপ্তার করা হয়।
গত জানুয়ারিতে প্রকাশিত ইতেমাদের একটি প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভের সময় গ্রেপ্তার হওয়া হাজার হাজার মানুষের মধ্যে প্রায় ৮০ জন সাংবাদিকও ছিলেন।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৭ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৭ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৭ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৮ ঘণ্টা আগে