Ajker Patrika

সরকারবিরোধী বিক্ষোভের প্রতিবেদন, ইরানে নিষিদ্ধ হলেন পত্রিকার সম্পাদক

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১২: ০৯
সরকারবিরোধী বিক্ষোভের প্রতিবেদন, ইরানে নিষিদ্ধ হলেন পত্রিকার সম্পাদক

গত বছর দেশব্যাপী বিক্ষোভের প্রতিবেদন প্রকাশের জেরে ইরান কর্তৃপক্ষ একটি সংবাদপত্রের সম্পাদককে নিষিদ্ধ ঘোষণা করেছে। সংস্কারপন্থী দৈনিক ইতেমাদের প্রধান সম্পাদক তিনি। সরকারের নির্দেশ অনুযায়ী, আগামী এক বছর গণমাধ্যমের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক তিনি রাখতে পারবেন না। সংবাদপত্রটির আজ শনিবারের সংখ্যায় এ খবর ছাপা হয়েছে বলে জানিয়েছে আরব নিউজ। 

পত্রিকাটিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিক বেহরুজ বেহজাদিকে ‘মিথ্যা বিষয়বস্তু প্রকাশের জন্য অভিযুক্ত করা হয়েছে’। ইরানের রেভল্যুশনারি গার্ডের তেহরান শাখা থেকে তাঁর বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। পরে সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে তাঁকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আসে। 

দৈনিক ইতেমাদ জানিয়েছে, গত অক্টোবরে একজন বিজ্ঞানীকে ‘অপহরণ’ এবং পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভ সমর্থনকারী শিল্পীদের ওপর ‘নিষেধাজ্ঞা ও গ্রেপ্তার’ সম্পর্কিত বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছিল পত্রিকাটি। সরকারের অভিযোগের সঙ্গে এসব প্রতিবেদনের সম্পর্ক রয়েছে। 

সাংবাদিক বেহজাদির বয়স এখন সত্তরের কোঠায়। সংবাদপত্রের শনিবারের সংস্করণটিতে তাঁকে উদ্ধৃত করে বলা হয়েছে, আদালত প্রাথমিকভাবে তাঁকে কারাদণ্ড দিয়েছিলেন। পরে এক বছরের জন্য কাজ থেকে বিরত থাকার আদেশ দেন। 

ইরানে নারীদের পোশাক সম্পর্কিত বিধান লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হন ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনি। গত বছরের সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে তাঁর মৃত্যু হয়। এরপর ইরানজুড়ে শুরু হয় সহিংস বিক্ষোভ। 

বিক্ষোভে কয়েক ডজন নিরাপত্তাকর্মীসহ কয়েক শ মানুষ নিহত হন। সরকারি কর্মকর্তারা এই বিক্ষোভকে ‘দাঙ্গা’ হিসেবে অভিহিত করেন। এই বিক্ষোভের সঙ্গে জড়িত হাজার হাজার নাগরিককে গ্রেপ্তার করা হয়। 

গত জানুয়ারিতে প্রকাশিত ইতেমাদের একটি প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভের সময় গ্রেপ্তার হওয়া হাজার হাজার মানুষের মধ্যে প্রায় ৮০ জন সাংবাদিকও ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত