ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার হামাস সরকারের প্রধানমন্ত্রী রাহি মুস্তাহাসহ আরও দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ দাবি করে।
নিজেদের দাবির পক্ষে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তিন মাস আগে গাজার প্রধানমন্ত্রী রাহি মুস্তাহা, হামাস কর্মকর্তা সামেহ আল-সিরাজ এবং সামি ওদেহকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এখন তারা নিশ্চিত হয়েছে, তাদের ওই হামলায় তিনজনের মৃত্যু হয়েছে।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবদেনে এ খবর জানিয়েছে।
আইডিএফ জানায়, হামলার সময় ওই তিনজন গাজার উত্তরাঞ্চলের একটি সুড়ঙ্গে অবস্থান করছিলেন। ওই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। যে সুড়ঙ্গে গাজার প্রধানমন্ত্রী ছিলেন সেটিতে অনেক সুযোগ-সুবিধা ছিল এবং দীর্ঘদিন অবস্থান করার মতো রসদ ছিল বলেও দাবি করেছে আইডিএফ।
আইডিএফ দাবি করেছে, হামাস যোদ্ধাদের যেন মনোবল অটুট রাখতে এত দিন হামাস এই তথ্য গোপন রেখেছিল।
গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। দীর্ঘ এক বছর ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এর মধ্যে হামাসের যোদ্ধা, উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও হাজার হাজার বেসামরিক মানুষ রয়েছেন।
যুদ্ধের শুরুতে ইসরায়েল জানিয়েছিল, গাজা থেকে হামাসকে তারা পুরোপুরি নির্মূল করে দেবে। তবে এখন পর্যন্ত দখলদার ইসরায়েল তাদের এই লক্ষ্য অর্জন করতে পারেনি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার হামাস সরকারের প্রধানমন্ত্রী রাহি মুস্তাহাসহ আরও দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ দাবি করে।
নিজেদের দাবির পক্ষে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তিন মাস আগে গাজার প্রধানমন্ত্রী রাহি মুস্তাহা, হামাস কর্মকর্তা সামেহ আল-সিরাজ এবং সামি ওদেহকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এখন তারা নিশ্চিত হয়েছে, তাদের ওই হামলায় তিনজনের মৃত্যু হয়েছে।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবদেনে এ খবর জানিয়েছে।
আইডিএফ জানায়, হামলার সময় ওই তিনজন গাজার উত্তরাঞ্চলের একটি সুড়ঙ্গে অবস্থান করছিলেন। ওই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। যে সুড়ঙ্গে গাজার প্রধানমন্ত্রী ছিলেন সেটিতে অনেক সুযোগ-সুবিধা ছিল এবং দীর্ঘদিন অবস্থান করার মতো রসদ ছিল বলেও দাবি করেছে আইডিএফ।
আইডিএফ দাবি করেছে, হামাস যোদ্ধাদের যেন মনোবল অটুট রাখতে এত দিন হামাস এই তথ্য গোপন রেখেছিল।
গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। দীর্ঘ এক বছর ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এর মধ্যে হামাসের যোদ্ধা, উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও হাজার হাজার বেসামরিক মানুষ রয়েছেন।
যুদ্ধের শুরুতে ইসরায়েল জানিয়েছিল, গাজা থেকে হামাসকে তারা পুরোপুরি নির্মূল করে দেবে। তবে এখন পর্যন্ত দখলদার ইসরায়েল তাদের এই লক্ষ্য অর্জন করতে পারেনি।
মরদেহের পাশে ছিল একটি চিরকুট। তাতে লেখা, ‘আমি শিবশরণ। আমি মৃত্যুকে বরণ করছি, কারণ, আমি আর বেঁচে থাকতে চাই না। আমার মা যখন মারা গিয়েছিলেন, তখনই আমার চলে যাওয়া উচিত ছিল। কিন্তু আমার চাচা আর দাদিকে দেখে তখন এই সিদ্ধান্ত নিতে পারিনি। আমি মরে যেতে চাইছি, কারণ, গতকাল স্বপ্নে আমি আমার মাকে দেখেছিলাম। তিনি
৫ মিনিট আগেকম্বোডিয়ার সঙ্গে চলমান সীমান্ত সংঘাত নিরসনে তৃতীয় কোনো দেশের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড। থাই পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার জানিয়েছে, আগে নমপেনকে হামলা বন্ধ করতে হবে এবং কেবল দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই পরিস্থিতির সমাধান করতে হবে।
১৯ মিনিট আগেপ্রশ্ন উঠতে পারে, এত দাম দিয়ে এসব পুতুল মানুষ কিনছে কেন? যেসব নারী সন্তান হারিয়েছেন বা যাঁদের গর্ভপাত হয়েছে, তাঁদের এই পুতুলগুলো একধরনের মানসিক শান্তি দেয়। এ ছাড়া পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি), আলঝেইমার, ডিমেনশিয়া, অটিজমে আক্রান্ত নারীরা এ ধরনের পুতুলে আশ্রয় খুঁজে পান।
৪৩ মিনিট আগে২০২৫ সালে যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ পাঁচটি দেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর বাবদ মোট ব্যয় হয়েছে ৬৭ কোটি রুপির বেশি। তৃণমূল কংগ্রেসের এমপি ডেরেক ও’ব্রায়ানের লিখিত প্রশ্নের জবাবে গতকাল বৃহস্পতিবার এ তথ্য উপস্থাপন করেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ।
২ ঘণ্টা আগে